উঃ প্রাগৈতিহাসিক যুগ থেকে জগৎ ও জীবনের রহস্য উৎঘাটনের চেষ্টা করেছে মানুষ। চিন্তাশক্তির দৈন্যতার কারণে প্রকৃত সত্যে তারা পৌঁছতে পারেনি। তাই জন্ম দিয়েছে নানান ধর্মীয় বা অলৌকিক কাহিনির। এই কাহিনিগুলিই বংশপরম্পরায় পৌঁছেছে পরবর্তী প্রজন্মের কাছে। এগুলিই পৌরাণিক কাহিনি বা রূপকথা বা মিথ নামে পরিচিত।
উদাহরণ –
ভগবান ব্রহ্মার মানসকন্যা দেবী দুর্গা ব্রহ্মার নির্দেশে মর্ত্যে এসে অসুরদের পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার কাহিনি।