Thursday, 26 March 2020

কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো?

কিউবা  সাম্যবাদী সরকারকে উৎখাত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পনা করলে কিউবা সোভিয়েত রাশিয়ার সাহায্য প্রার্থনা করে। ফলে রাশিয়া কিউবায় আণবিক ক্ষেপণাস্ত্র পাঠায় এবং আণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র স্থাপন করে। অন্যদিকে আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ-অবরোধ গড়ে তোলে। ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়। এই পরিস্থিতি 'কিউবা (ক্ষেপণাস্ত্র ) সংকট' নামে পরিচিত।
এই ঘটনা ঠান্ডাযুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।  
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers