Sunday, 5 April 2020

মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা কর। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি) অসুবিধা (২টী)]

প্রশ্ন: মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা কর। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি) অসুবিধা (২টী)]
                             মান (2 + 1 + 1 + 2 + 2)
অথবা, একটি বনভোজনে যারা যারা মাংস খেয়েছিল তাদের প্রত্যেকেই বদহজম হয়েছিল। সুতরাং মাংস খাওয়াই বদহজমের কারণ। ---- এই যুক্তিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? পদ্ধতিটির ব্যাখ্যা কর।
 [চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)] 
                                 ( মান 1 + 2 + 1 + 2 + 2)
উঃ
চিহ্নিতকরণ: উদ্ধৃত যুক্তিটিতে মিলের অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

সূত্র বা সংজ্ঞা: মিল প্রদত্ত অন্বয়ী পদ্ধতির সূত্র বা সংজ্ঞা হলো--- " আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটি মাত্র ঘটনা সাধারণভাবে উপস্থিত থাকে এবং এই সাধারণ ঘটনার সম্বন্ধে যদি দৃষ্টান্ত গুলির মধ্যে মিল থাকে তাহলে সেই সাধারণ ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ।"

সূত্রটির বিশ্লেষণ ও ব্যাখ্যা: অন্বয়ী পদ্ধতি প্রয়োগের জন্য দুই বা ততোধিক দৃষ্টান্তের প্রয়োজন হয় এবং দৃষ্টান্ত গুলি পর্যবেক্ষণের সাহায্যে সংগ্রহীত হয়। প্রতিটি দৃষ্টান্তেই অগ্রবর্তী এবং অনুবর্তী ঘটনায় একটি মাত্র বিষয়ের উপস্থিতির মিল থাকবে। আর ঐ একটি মাত্র বিষয়ের উপস্থিতি ছাড়া অন্য সব বিষয়ে দুটি ঘটনার মধ্যে অমিল থাকবে। এই উপস্থিতির মিল লক্ষ্য করে সিদ্ধান্ত করা হবে যে বিষয়ে দুটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে।

সাংকেতিক উদাহরণ/ আকার: 
      অগ্রবর্তী ঘটনা                           অনুবর্তী ঘটনা
          ABC                                            abc
          ADE                                           ade
          AFG                                           afg 
  
         সুতরাং A হল a এর কারণ বা a হল A এর কার্য। কেননা, 'A' সকল দৃষ্টান্তই সমভাবে উপস্থিত এবং BCDEF প্রভৃতি ঘটনাগুলি কোন কোন দৃষ্টান্তে উপস্থিত আছে, আবার কোনো কোনো দৃষ্টান্ত উপস্থিত নেই।

      দৃষ্টান্ত /বাস্তব উদাহরণ: অন্বয়ী পদ্ধতির বাস্তব দৃষ্টান্ত হলো--
  দৃষ্টান্ত      অগ্রবর্তী ঘটনা              অনুবর্তী ঘটনা
 ১নং        মাংস+ ভাত +ডাল         বদহজম হওয়া
 ২নং        মাংস+রুটি +সবজি        বদহজম হওয়া
 ৩নং        মাংস+ নান +চাটনি        বদহজম হওয়া

      সুতরাং মাংস খাওয়া (A) হলো বদহজম হওয়ার ( a) কারণ। কেননা, বদ হজম হওয়া কার্যটির  অগ্রবর্তী ঘটনায় কেবল মাংস খাওয়া ঘটনাটি সকল দৃষ্টান্তে উপস্থিত আছে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক ঘটনাগুলি সব দৃষ্টান্ত উপস্থিত নেই।

অন্বয়ী পদ্ধতির সুবিধা: অন্বয়ী পদ্ধতির দুটি সুবিধা হল---

(১)  যে সকল ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয় সেই সকল ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের  একমাত্র পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতি। যেমন, ঝড়, ভূমিকম্প, মহামারী প্রভৃতি ঘটনার কারণ আবিষ্কারের একমাত্র পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতি।

(২ অন্বয়ী পদ্ধতির সাহায্যে কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ আবিষ্কার করা যায়।
অসুবিধা / ত্রুটি: অন্বয়ী পদ্ধতির দুটি অসুবিধা হলো ---

(১) অন্বয়ী পদ্ধতি প্রয়োগের দ্বারা বহুকারণের সম্ভাবনাকে দূর করা যায় না; অর্থাৎ, অন্বয়ী পদ্ধতি বহু কারণবাদের দোষে দুষ্ট।

(২) অন্বয়ী পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। তাই কারণ অনুসন্ধানের ক্ষেত্রে প্রকৃত কারণ সর্বদা অপর্যবেক্ষণের সম্ভাবনা থাকে। অর্থাৎ অন্বয়ী পদ্ধতি সর্বদা অপর্যবেক্ষণ দোষে দুষ্ট হতে পারে।

 মূল্যায়ন: মিল যদিও দাবি করেছেন অন্বয়ী পদ্ধতি কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের পদ্ধতি, তবুও উপরের আলোচনা থেকে বোঝা যায় এই পদ্ধতি কার্যকারণ সম্বন্ধে ইঙ্গিত দেয় মাত্র, সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্বন্ধ প্রমাণ করতে পারে না। তাই মিলের অন্বয়ী পদ্ধতি নিঃসন্দেহে আবিষ্কারের পদ্ধতি কিন্তু কখনোই প্রমাণের পদ্ধতি নয়।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers