Thursday, 26 March 2020

পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো


১৭৬০ সালের বিপ্লব কী
মিরজাফরকে সিংহাসনে বসিয়ে তারা বাংলায় বিনাশুল্কে বানিজ্যের অবাধ অধিকার চব্বিশ পরগণার জমিদারি লাভ করে কিন্তু ক্লাইভের  আচরণ,ক্রমাগত অর্থশোষণ প্রভৃতি কারণে মিরজাফর বিরক্ত হন ইংরেজদের ক্ষমতা ক্ষর্ব করার জন্য তিনি গোপনে ওলন্দাজদের সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়ে ক্লাইভ বিদারার যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করন এভাবে বিনা রক্তপাতে নবাব পরিবর্তনের ঘটনা১৭৬০ সালের বিপ্লবনামে পরিচিত
ইংরেজ মিরকাশিমের বিরোধের কারণ
ইংরেজদের সহযোগীতায় ক্ষমতা দখল করলেও মিরকাশিম ইংরেজদের ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে শিঘ্রই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেনফলে তাঁর সঙ্গে ইংরেজদের বিরোধ অনিবার্য হয়ে ওঠে মিরকাশিমের বিভিন্ন আর্থিক, সামরিক, প্রশাসনিক ইত্যাদি পদক্ষেপ গ্রহন করায় ইংরেজরা তাঁর বিরুদ্ধে ক্রমশঃ ক্ষুব্ধ হয়ে ওঠে বিশেষ করে দেশীয় বণিকদের বিনাশুল্কে বাণিজ্য করার সুবিধা দিলে ইংরেজরা নবাবের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আর তারই পরিপ্রেক্ষিতে শুরু হয় বক্সারের যুদ্ধ (১৭৬৪)
বক্সার যুদ্ধের গুরুত্ব (পলাশী বক্সারের তুলনা) :
ঐতিহাসিক বিপান চন্দ্র বলেছেন, ভারতের ইতিহাসে বক্সারের এই যুদ্ধটিন ছিল সর্বাধিক যুগান্তকারী তাৎপর্যপূর্ণ পলাশি বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করলে এই যুদ্ধের তাৎপর্য উপলব্ধি করা যায়
1)  সাম্রাজ্য প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় পলাশি যুদ্ধের দ্বারা ভারতে যে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, বক্সারের যুদ্ধের দ্বারা তার ভিত্তি আরও দৃঢ় হয়
2)  প্রকৃত যুদ্ধ পলাশির যুদ্ধজয়ে শক্তির চেয়ে কূটনীতি বিশ্বাসঘাতকতার ভূমিকা বেশি ছিল কিন্তু বক্সারের যুদ্ধ ছিল প্রকৃত চুড়ান্ত ফল-নির্ণয়কারী যুদ্ধ ঐতিহাসিক স্মিথের মতে, পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়
3)  শাসনক্ষেত্রে আধিপত্য পলাশির যুদ্ধে জিতে বাংলায় ইংরেজ কোম্পানির জয়যাত্রার সূচনা হয় কিন্তু বক্সারের যুদ্ধে শাসনক্ষেত্রে চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং নবাব কোম্পানির বৃত্তিভোগী হাতের পুতুলে পরিনত হয় ্যামসে মুরের মতে, ‘বক্সার বাংলার ওপর কোম্পানির শাসনের শৃঙ্খল চূড়ান্তভাবে স্থাপন করে
4)  বক্সারের পরে লবণ ছাড়া সমস্ত পণ্যে এই অধিকার স্বীকৃত হয় অন্যান্য ইউরোপীয় সহ দেশীয় বণিকদের বাণিজ্য ধ্বংস হতে থাকে
5)  পলাশির যুদ্ধে শুধু বাংলার নবাব পরাজিত হয়েছিলেন কিন্তু বক্সারের বাংলার নবাবের সাথে অযোধ্যার নবাব দিল্লির বাদশাহও পরাজিত হন ফলে সমগ্র উত্তর ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়
6)  যুদ্ধের পর কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়া লাভ করেন ফলে বাংলা-বিহার-উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার আইনগত বৈধতা পায়

Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers