Thursday 26 March 2020

ন্যাটো কী?

দতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করতে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে এক সামরিক জোট গড়ে ওঠে, যা 'উত্তর আটল্যান্টিক চুক্তি সংস্থা' ( NATO ) নামে পরিচিত।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ইতালি প্রভৃতি ১২টি দেশ এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
LABELS: ঠান্ডা লড়াই সংক্ষিপ্ত প্রশ্ন সপ্তম অধ্যায়
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers