Tuesday, 7 April 2020

স্বায়ত্তশাসন ব্যবস্থা (পশ্চিমবঙ্গ) অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  1. বর্তমানে পশ্চিমবঙ্গের পৌরসংস্থা ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে ভােটাধিকার লাভের বয়স কত?
    উত্তর: বর্তমানে পশ্চিমবঙ্গের পৌরসংস্থা ও মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে ভােটাধিকার লাভের বয়স ১৮ বছর।
  2. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভােটাধিকার লাভের বয়স কত?
    উত্তর: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভােটাধিকার লাভের বয়স ১৮ বছর।
  3. কত জন সদস্য নিয়ে গ্রামপঞ্চায়েত গঠিত হয়?
    উত্তর: গ্রামপঞ্চায়েত গঠিত হয় ৫ থেকে ৩০ জন সদস্য নিয়ে।
  4. গ্রামপঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?
    উত্তর: সংশ্লিষ্ট গ্রামের বিধানসভার ভােটারগণ দ্বারা গ্রামপঞ্চায়েতের সদস্যগণ নির্বাচিত হন।
  5. গ্রামপঞ্চায়েতের সদস্যদের কার্যকাল কত?
    উত্তর: সাধারণত গ্রামপঞ্চায়েতের সদস্যদের কার্যকাল ৫ বছর।
  6. নব গঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন?
    উত্তর: নব গঠিত গ্রামপঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন ব্লক উন্নয়ন আধিকারিক (B:D.O.)।
  7. গ্রামপঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন কে?
    উত্তর: গ্রামপঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান এবং প্রধানের অনুপস্থিতিতে উপপ্রধান।
  8. পশ্চিমবঙ্গে বর্তমানে কটি গ্রামপঞ্চায়েত আছে?
    উত্তর: পশ্চিমবঙ্গে বর্তমানে (মে- ২০১৮) ৪৮,৬৫০টি গ্রামপায়েত আছে।
  9. গ্রামপঞ্চায়েতের কাজকর্ম পরিদর্শন করেন কে?
    উত্তর: গ্রামপঞ্চায়েতের কাজকর্ম পরিদর্শন করেন রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত পঞ্চায়েত অধিকর্তা।
  10. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে?
    উত্তর: পদাধিকার বলে ব্লক উন্নয়ন আধিকারিকই হলেন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক।
  11. জেলাপরিষদের সভাধিপতির পদমর্যাদা কী?
    উত্তর: জেলাপরিষদের সভাধিপতির পদমর্যাদা রাষ্ট্রমন্ত্রীর মর্যাদাযুক্ত।
  12. বর্তমানে পশ্চিমবঙ্গে পৌরসভার সংখ্যা কত?
    উত্তর: বর্তমানে (২০১৯) পশ্চিমবঙ্গে পৌরসভার সংখ্যা ১১৯টি।
  13. পশ্চিমবঙ্গে পৌর আইনে পৌরসভার সদস্যদের কী বলা হয়?
    উত্তর: পশ্চিমবঙ্গে পৌর আইনে পৌরসভার সদস্যদের ‘কাউন্সিলার’ বলা হয়।
  14. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে?
    উত্তর: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর আছে।
  15. গ্রামসভা কীভাবে গঠিত হয়?
    উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সমস্ত ভােটারদের নিয়ে গ্রামসভা গঠিত হয়।
  16. কত জন সভ্যের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভা বৈধ বলে গণ্য হয়?
    উত্তর: ১/২ অংশ সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভা বৈধ বলে গণ্য হয়।
  17. শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কী নামে পরিচিত?
    উত্তর: শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান পৌরসভা নামে পরিচিত।
  18. কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত?
    উত্তর: কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত।
  19. পৌরসভার যে-কোনাে দুজন আধিকারিকের নাম উল্লেখ করাে।
    উত্তর: পৌরসভার দুজন আধিকারিক হলেন— (ক) নির্বাহী আধিকারিক ও (খ) রাজস্ব আধিকারিক।
  20. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কী?
    উত্তর: গ্রামপঞ্চায়েত হল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর।
  21. কত খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশােধন) আইন অনুযায়ী গ্রাম-পঞ্চায়েতের জনসভা কথাগুলির পরিবর্তে ‘গ্রাম সংসদের সভা’ বলা হয়?
    উত্তর: ১৯৯৭ খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশােধন) আইন অনুযায়ী গ্রাম-পঞ্চায়েতের জনসভা কথাগুলির পরিবর্তে ‘গ্রাম সংসদের সভা’ বলা হয়।
  22. কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির বৈঠক বসে?
    উত্তর: পঞ্চায়েত সমিতির বৈঠক বসে মাসে অন্তত একবার।
  23. জেলাপরিষদের একটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করাে।
    উত্তর: জনস্বাস্থ্য স্থায়ী কমিটি হল জেলাপরিষদের একটি স্থায়ী কমিটি।
  24. কীভাবে মেয়র নির্বাচিত হন?
    উত্তর: কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলারগণ নিজেদের মধ্যে থেকে একজনকে মেয়র হিসাবে নির্বাচিত করেন।
  25. কলকাতা কর্পোরেশনে কটি ওয়ার্ড আছে?
    উত্তর: ১৪৪টি ওয়ার্ড নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়।
  26. কর্পোরেশনের একটি স্বেচ্ছামূলক কাজের নাম উল্লেখ করাে।
    উত্তর: শিক্ষা প্রসারের ব্যবস্থা করা হল কর্পোরেশনের এটি স্বেচ্ছামূলক কাজ।
  27. পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা আছে?
    উত্তর: পশ্চিমবঙ্গে বর্তমানে (২০১৯) ২৩টি জেলা আছে।
  28. স্থানীয় সরকার বলতে কী বােঝ?
    উত্তর: স্থানীয় সরকারের অর্থ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ স্থানীয় মানুষের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা।
  29. কত খ্রিস্টাব্দে ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশােধনী আইন পাস হয়?
    উত্তর: ‘১৯৯২ খ্রিস্টাব্দে ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশােধনী আইন পাস হয়।
  30. কীভাবে গ্রামপঞ্চায়েতের নামকরণ করা হয়?
    উত্তর: গ্রামের নাম অনুসারে গ্রামপঞ্চায়েতের নামকরণ করা হয়
  31. কতদিনের নােটিশে গ্রামপঞ্চায়েতের জরুরি সভা ডাকতে হয়?
    উত্তর: গ্রামপঞায়েতের জরুরি সভা ডাকা হয় তিন দিনের নােটিশে।
  32. ‘ব্লক সংসদ’ বলতে কী বােঝায়?
    উত্তর: পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সেই ব্লকের সকল গ্রামপঞ্চায়েতের সদস্যদের নিয়ে গঠিত সংস্থাকে বলা হয় ব্লক সংসদ।
  33. পঞ্চায়েত কী ধরনের স্বায়ত্তশাসনমূলক সংগঠন?
    উত্তর: গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক সংগঠন হল পঞ্চায়েত।
  34. গ্রাম পঞ্চায়েতের প্রধান কী নামে পরিচিত?
    উত্তর: গ্রামপঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধান নামে পরিচিত।
  35. কতদিন অন্তর গ্রামপঞ্চায়েতের সভা ডাকা হয়?
    উত্তর: গ্রামপঞ্চায়েতের সভা আহবান করতে হয় মাসে অন্তত একবার।
  36. পঞ্চায়েত ব্যবস্থার মধ্যস্তর কী নামে পরিচিত?
    উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার মধ্যস্তর পঞ্চায়েত সমিতি নামে পরিচিত।
  37. পঞ্চায়েত সমিতির একটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করাে।
    উত্তর: অর্থসংক্রান্ত কমিটি হল পঞ্চায়েত সমিতির একটি স্থায়ী কমিটির নাম।
  38. পৌরসভায় কত রকমের কমিটি রয়েছে?
    উত্তর: চার ধরনের কমিটি রয়েছে পৌরসভায়।
  39. কমিশনারের কার্যকাল কত বছর?
    উত্তর: কমিশনারের কার্যকাল ৬ বছর।
  40. পশ্চিমবঙ্গে কোনাে গ্রামপঞ্চায়েতে সর্বোচ্চ কতজন ও সর্বনিম্ন কতজন সদস্য সংখ্যা হতে পারে?
    উত্তর: পশ্চিমবঙ্গের কোনাে গ্রামপঞ্চায়েতে সর্বোচ্চ ২৫জন সদস্য ও সর্বনিম্ন ৭জন সদস্য নির্বাচিত হতে পারে।
  41. বড়াে বড়াে শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কী বলা হয়?
    উত্তর: বড়াে বড়াে শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে পৌরপ্রতিষ্ঠান বলা হয়।
  42. ছােটো বা মাঝারি স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কী বলা হয়?
    উত্তর: ছােটো বা মাঝারি স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে পৌরসভা বলা হয়।
  43. আইন অনুযায়ী কীভাবে গ্রাম গঠিত হয়?
    উত্তর: একটি মৌজা (mauja) বা মৌজার অংশ বিশেষ বা একাধিক সংলগ্ন মৌজাকে নিয়ে একটি গ্রাম গঠিত হয়।
  44. কীভাবে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন?
    উত্তর: গ্রামপঞ্চায়েতের প্রথম সভায় নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান ও অপর একজনকে উপপ্রধান নির্বাচন করেন।
  45. ন্যায় পঞ্চায়েতের সচিব হিসাবে কে কাজ করে থাকেন?
    উত্তর: গ্রামপঞ্চায়েতের সচিব ন্যায় পঞ্চায়েতের সচিব হিসাবে কাজ করেন।
  46. একটি গ্রামপঞ্চায়েতের মােট আসন সংখ্যার কত শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত?
    উত্তর: একটি গ্রাম পঞ্চায়েতের মােট আসন সংখ্যার ২ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত।
  47. পঞ্চায়েত সমিতি পূর্বে কী নামে পরিচিত ছিল?
    উত্তর: পঞ্চায়েত সমিতি পূর্বে আঞ্চলিক পরিষদ নামে পরিচিত ছিল।
  48. পঞ্চায়েত সমিতির কর্তাকে কী বলে?
    উত্তর: পঞ্চায়েত সমিতির কর্তাকে সভাপতি বলা হয়।
  49. জেলাপরিষদের কার্যনির্বাহক আধিকারিক কে?
    উত্তর: জেলাপরিষদের কার্যনির্বাহক আধিকারিক হলেন জেলা ম্যাজিস্ট্রেট (D.M.)।
  50. পৌরসভার প্রধান আয়ের উৎস কী?
    উত্তর: শহরবাসীর গৃহ ও জমির বার্ষিক আয়ের ওপর ধার্য কর হল পৌরসভার আয়ের প্রধান উৎস।
  51. কর্পোরেশনের দুটি অবশ্য করণীয় কাজ কী কী?
    উত্তর: জল সরবরাহের ব্যবস্থা করা এবং ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করা হল কর্পোরেশনের দুটি অবশ্য করণীয় কাজ।
  52. কতজন সদস্য নিয়ে সপরিষদ মেয়র গঠিত হয়?
    উত্তর: সপরিষদ মেয়র গঠিত হয় ১২ জন সদস্যকে নিয়ে।
  53. গ্রামপঞ্চায়েতের সভায় কত জন সদস্যের উপস্থিতিতে ‘কোরাম’ হয়?
    উত্তর: মােট নির্বাচিত সদস্যের অংশের ১/৪ উপস্থিতি অথবা কমপক্ষে ৪জন সদস্যের উপস্থিতিতে সভার ‘কোরাম’ হয়।
  54. ১৯৯২ খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশােধনী) আইনের তফশিলি জাতি উপজাতির জন্য কত অংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে?
    উত্তর: ১৯৯২ খ্রিস্টাব্দের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশােধনী) আইনে তফশিলি জাতি উপজাতির জন্য ১/৩ অংশ আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
  55. পৌরসভার প্রধান কার্যনির্বাহী কে?
    উত্তর: চেয়ারম্যান হলেন পৌরসভার প্রধান কার্যনির্বাহী।
  56. ন্যায় পঞ্চায়েতের বিচারপতিদের কার্যকাল কত বছর?
    উত্তর: ন্যায় পঞয়েতের বিচারপতিদের কার্যকাল ৫ বছর।
  57. ন্যায় পঞ্চায়েত কী ধরনের মামলার বিচার করতে পারে?
    উত্তর: ন্যায় পঞ্চায়েত ছােটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে পারে।
  58. ৭৩তম সংবিধান সংশােধনী আইনের মূল বক্তব্য কী?
    উত্তর: ৭৩তম সংশােধনীতে ভারতের প্রতিটি রাজ্যে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন বাধ্যতামূলক করা হয়েছে।
  59. তিনটি পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করাে।
    উত্তর: পৌর প্রতিষ্ঠান, পৌরসভা, বন্দর সংরক্ষক সংস্থা হল তিনটি পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান।
  60. গ্রামপঞ্চায়েতের প্রধানদের প্রশাসনিক কাজে সহায়তা করেন কে?
    উত্তর: গ্রাম পঞ্চায়েতের প্রধানদের প্রশাসনিক কাজে সহায়তা করেন কর্মসচিব।
  61. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক কে?
    উত্তর: ব্লক উন্নয়ন আধিকারিক (B.D.O.) হলেন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক।
  62. পঞ্চায়েত সমিতির কর্তাকে কী বলা হয়?
    উত্তর: পঞ্চায়েত সমিতির কর্তাকে সভাপতি বলা হয়।
  63. ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ পর্যায়ের নাম কী?
    উত্তর: জেলাপরিষদ হল ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ পর্যায়ের নাম।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers