মৌখিক ঐতিহ্য হল এমন এক সংস্কৃতিক ধারণা যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে লোকমুখে প্রচলিত হয়।
জান ভ্যানসিনা বলেছেন, মৌখিক ঐতিহ্য হল এক ধরণের মৌখিক বার্তা যা কথা, গান প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম অতিক্রম করে পরবর্তী প্রজন্মে পৌঁছায়।
Oral History Association – এর মতে, “অতীতের ঘটনা সম্পর্কে মানুষের কন্ঠস্বর, স্মৃতিকথা, বিভিন্ন সম্প্রদায় ও অংশগ্রহণকারীদের বক্তব্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও চর্চা করাকেই মৌখিক ইতিহাস বা মৌখিক ঐতিহ্য বলে”।
উদাহরণ –
১) প্রচীন গ্রিসের ইতিহাস, ২) নীলকরদের অত্যাচারের ইতিহাস, ৩) ক্ষুদিরামের ফাঁসি, উদবাস্তু ইতিহাস ইত্যাদি।
জান ভ্যানসিনা বলেছেন, মৌখিক ঐতিহ্য হল এক ধরণের মৌখিক বার্তা যা কথা, গান প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম অতিক্রম করে পরবর্তী প্রজন্মে পৌঁছায়।
Oral History Association – এর মতে, “অতীতের ঘটনা সম্পর্কে মানুষের কন্ঠস্বর, স্মৃতিকথা, বিভিন্ন সম্প্রদায় ও অংশগ্রহণকারীদের বক্তব্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও চর্চা করাকেই মৌখিক ইতিহাস বা মৌখিক ঐতিহ্য বলে”।
উদাহরণ –
১) প্রচীন গ্রিসের ইতিহাস, ২) নীলকরদের অত্যাচারের ইতিহাস, ৩) ক্ষুদিরামের ফাঁসি, উদবাস্তু ইতিহাস ইত্যাদি।