রাজ্য আইনসভা : গঠন ও কার্যাবলি বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১) রাজ্য আইনসভার গঠন সংক্ষেপে বর্ণনা করাে।
উত্তর : সংবিধানের ১৬৮(১) ধারা অনুসারে ভারতের অঙ্গরাজ্যগুলির জন্য রাজ্য আইনসভা গঠনের ব্যবস্থা রয়েছে। রাজ্য আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট বা এক কক্ষবিশিষ্ট হতে পারে। বর্তমানে ভারতের ২৮টি অঙ্গরাজ্যের মধ্যে ৬টি রাজ্যে যথাক্রমে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, জম্মু ও কাশ্মীরে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা চালু রয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম বিধানসভা।
গঠন (Composition)
ভারতে কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। ভারতীয় সংবিধানের নির্দেশিত ব্যবস্থা অনুসারে প্রতিটি অঙ্গরাজের জন্য আইনসভার কথা উল্লিখিত হয়েছে। সংবিধানের ১৬৮ নং ধারায় এই উল্লেখ পাওয়া যায়।
রাজ্য আইনসভা রাজ্যপাল সহ এক কক্ষবিশিষ্ট অথবা দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা হতে পারে। যে সমস্ত রাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে সেখানে উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ (Legislative Council) এবং নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা অর্থাৎ (Legislative Assembly)। পশ্চিমবঙ্গের আইনসভা হল এককক্ষবিশিষ্ট। অঙ্গ রাজ্যের আইনসভার সদস্যদের বলা হয় বিধায়ক বা এম.এল.এ. ও এম.এল.সি.। বিধানসভা কেন্দ্রের লােকসভার ন্যায় রাজ্যের জনপ্রিয় কক্ষ। এই কক্ষের সদস্যগণ রাজ্যের জনগণের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের ১৬৯ নং ধারায় বলা হয়েছে যে রাজ্যের বিধানসভায় উপস্থিত এবং ভােট প্রদানকারী দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে বিধান পরিষদের বিলােপের সিদ্ধান্ত গৃহীত হয়ে যদি পার্লামেন্টে অনুমােদিত হয় তবে সংশ্লিষ্ট রাজ্যের বিধান পরিষদ বিলুপ্ত হয়। তবে লক্ষ রাখতে হবে যে বিধানসভায় ভােটদানকারী দুই-তৃতীয়াংশ সদস্য সংখ্যা যেন মােট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হয়। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ১৯৬৯ খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়।
গঠন (Composition)
ভারতে কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। ভারতীয় সংবিধানের নির্দেশিত ব্যবস্থা অনুসারে প্রতিটি অঙ্গরাজের জন্য আইনসভার কথা উল্লিখিত হয়েছে। সংবিধানের ১৬৮ নং ধারায় এই উল্লেখ পাওয়া যায়।
রাজ্য আইনসভা রাজ্যপাল সহ এক কক্ষবিশিষ্ট অথবা দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা হতে পারে। যে সমস্ত রাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে সেখানে উচ্চকক্ষকে বলা হয় বিধান পরিষদ (Legislative Council) এবং নিম্নকক্ষকে বলা হয় বিধানসভা অর্থাৎ (Legislative Assembly)। পশ্চিমবঙ্গের আইনসভা হল এককক্ষবিশিষ্ট। অঙ্গ রাজ্যের আইনসভার সদস্যদের বলা হয় বিধায়ক বা এম.এল.এ. ও এম.এল.সি.। বিধানসভা কেন্দ্রের লােকসভার ন্যায় রাজ্যের জনপ্রিয় কক্ষ। এই কক্ষের সদস্যগণ রাজ্যের জনগণের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের ১৬৯ নং ধারায় বলা হয়েছে যে রাজ্যের বিধানসভায় উপস্থিত এবং ভােট প্রদানকারী দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে বিধান পরিষদের বিলােপের সিদ্ধান্ত গৃহীত হয়ে যদি পার্লামেন্টে অনুমােদিত হয় তবে সংশ্লিষ্ট রাজ্যের বিধান পরিষদ বিলুপ্ত হয়। তবে লক্ষ রাখতে হবে যে বিধানসভায় ভােটদানকারী দুই-তৃতীয়াংশ সদস্য সংখ্যা যেন মােট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হয়। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ১৯৬৯ খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়।