Tuesday, 7 April 2020

রাজ্য প্রশাসন ও রাজ্য-জনপালনকৃত্যক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

রাজ্য প্রশাসন ও রাজ্য-জনপালনকৃত্যক অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  1. অঙ্গরাজ্যের রাজ্যপালদের কার্যকাল কত বছর?
    উত্তর: অঙ্গরাজ্যের রাজ্যপালদের কার্যকাল ৫ বছর।
  2. অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান কে?
    উত্তর: অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান হলেন রাজ্যপাল।
  3. রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন?
    উত্তর: রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মাের্চার নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন।
  4. রাজ্যপাল কার পরামর্শে রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত বা আইনসভা ভেঙে দিতে পারেন?
    উত্তর: মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত বা আইনসভা ভেঙে দিতে পারেন।
  5. রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম কী?
    উত্তর: রাজ্যপালের হাতে অর্পিত বিশেষ ক্ষমতাটির নাম হল ‘স্বেচ্ছাধীন ক্ষমতা।
  6. রাজ্য মন্ত্রীসভায় কয় ধরনের মন্ত্রী থাকেন?
    উত্তর: রাজ্য মন্ত্রীসভায় তিন ধরনের মন্ত্রী থাকেন।
  7. রাজ্য মন্ত্রীসভার শীর্ষস্থানে কে অবস্থান করেন?
    উত্তর: রাজ্য মন্ত্রীসভার শীর্ষস্থানে মুখ্যমন্ত্রী অবস্থান করেন।
  8. রাজ্য সচিবালয়ের শীর্ষে কে অবস্থান করেন?
    উত্তর: রাজ্য সচিবালয়ের শীর্ষে মুখ্যসচিব অবস্থান করেন।
  9. জেলা প্রশাসন পরিচালনা করেন কে?
    উত্তর: জেলা প্রশাসন পরিচালনা করেন জেলাশাসক।
  10. জেলা কী?
    উত্তর: প্রত্যেকটি অঙ্গরাজ্যকে ভৌগােলিক দিক থেকে কতগুলি এককে ভাগ করা হয়, এই এককগুলিকে এক-একটি জেলা বলে।
  11. ব্লক কীভাবে গঠিত হয়?
    উত্তর: কতকগুলি গ্রাম নিয়ে একটি ব্লকগঠিত হয়।
  12. রাজ্যকৃত্যকের কর্মচারীরা কয়টি শ্রেণিতে বিভক্ত?
    উত্তর: রাজ্যকৃত্যকের কর্মচারীরা চারটি শ্রেণিতে বিভক্ত।
  13. ভারতীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?
    উত্তর: জেলা প্রশাসন হল ভারতীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু।
  14. কয়টি জেলা নিয়ে ত্রিপুরা রাজ্য গঠিত হয়েছে?
    উত্তর: চারটি জেলা নিয়ে ত্রিপুরা রাজ্য গঠিত হয়েছে।
  15. কাদের নিয়ে রাজ্যের শাসন বিভাগ গঠিত?
    উত্তর: রাজ্যের শাসন বিভাগ গঠিত হয় রাজ্যপাল, রাজ্য মন্ত্রীসভা ও সরকারি কর্মচারীদের নিয়ে।
  16. রাজ্যপালকে বরখাস্ত করার ক্ষেত্রে রাজ্য মন্ত্রীসভার ক্ষমতা কতটুকু?
    উত্তর: রাজ্যপালকে বরখাস্ত করার ক্ষেত্রে রাজ্য মন্ত্রীসভার কোনাে ক্ষমতা নেই।
  17. অঙ্গরাজ্যের মন্ত্রীসভায় সভাপতিত্ব করেন কে?
    উত্তর: মুখ্যমন্ত্রী অঙ্গরাজ্যের মন্ত্রীসভায় সভাপতিত্ব করেন।
  18. কাদের নিয়ে দপ্তর গঠিত হয়?
    উত্তর: কয়েকজন আধিকারিক ও কিছু সংখ্যক অধস্তন কর্মচারী নিয়ে দপ্তর গঠিত হয়।
  19. অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা’ বলে কাকে চিহ্নিত করা হয়?
    উত্তর: মুখ্যসচিবকে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ‘দ্বিতীয় সত্তা’ বলে চিহ্নিত করা হয়।
  20. কাদেরকে জেলাশাসক পদে নিয়ােগ করা হয়?
    উত্তর: কেন্দ্রীয় জনকৃত্যক (I.A.S.) থেকে সরাসরি অথবা রাজ্য-জনকৃত্যক (State P.S.C.) থেকে পদোন্নতির মাধ্যমে জেলাশাসক পদে নিয়ােগ করা হয়।
  21. রাজ্যকৃত্যকের কোন পদগুলি গেজেটেড?
    উত্তর: রাজ্যকৃত্যকের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদগুলি গেজেটেড।
  22. ‘রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশন’ কার নিকট বাৎসরিক প্রতিবেদন পেশ করে?
    উত্তর: রাজ্যপালের নিকট ‘রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশন’ বাৎসরিক প্রতিবেদন পেশ করে।
  23. রাজ্যের মন্ত্রীগণ সম্পাদিত কাজের জন প্রত্যক্ষভাবে কার কাছে দায়ী থাকেন?
    উত্তর: রাজ্যের মন্ত্রীসভা সম্পাদিত কাজের জন্য প্রত্যক্ষভাবে বিধানসভার নিকট দায়ী থাকেন।
  24. প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা চ্যান্সেলর হিসাবে কার্যসম্পাদন করেন কে?
    উত্তর: প্রতিটি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বা চ্যান্সেলর হিসাবে কার্য সম্পাদন করেন সেই রাজ্যের রাজ্যপাল।
  25. সংবিধান অনুসারে প্রতিটি রাজ্যে কতজন রাজ্যপাল থাকবেন?
    উত্তর: সংবিধানের ১৫৩ নং ধারা অনুসারে প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন।
  26. ৯১তম (২০০৩ খ্রিস্টাব্দে) সংবিধান সংশােধনী আইন অনুসারে রাজ্য মন্ত্রীসভার সদস্য সংখ্যা কত হবে?
    উত্তর: ৯১তম সংবিধান সংশােধনী আইন অনুসারে রাজ্য মন্ত্রীসভার সদস্য সংখ্যা বিধানসভার মােট সদস্যের ১৫ শতাংশের বেশি হবে না।
  27. রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্ত রাজ্যপালকে অবহিত করেন কে?
    উত্তর: মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্ত রাজ্যপালকে অবহিত করেন।
  28. অধিকর্তার কার্যালয় কী?
    উত্তর: অধিকর্তার কার্যালয় হল রাজ্য সরকারের নীতিরূপায়ণকারী এজেন্সি।
  29. ‘ব্লক’ কী?
    উত্তর: প্রতিটি মহকুমাকে ভৌগােলিক দিক থেকে কতকগুলি এককে ভাগ করা হয়, এই এককগুলিকে এক-একটি ব্লক বলে।
  30. ব্লক প্রশাসন পরিচালনা করেন কে?
    উত্তর: ব্লক উন্নয়ন আধিকারিক ব্লক প্রশাসন পরিচালনা করেন।
  31. রাজ্যকৃত্যকের কর্মচারীদের নিয়ােগকর্তা কে?
    উত্তর: রাজ্যপাল হলেন রাজ্যকৃত্যকের কর্মচারীদের নিয়ােগকর্তা।
  32. রাজ্যপাল কার পরামর্শক্রমে রাজ্যকৃত্যকের কর্মচারীদের নিয়ােগ করেন?
    উত্তর: ‘রাষ্ট্রকৃত্যক কমিশনের’ পরামর্শক্রমে রাজ্যপাল সেই রাজোর রাজ্যকৃত্যকের কর্মচারীদের নিয়ােগ করেন।
  33. কাদের নিয়ে রাজ্য ‘রাষ্ট্রকৃত্যক কমিশন’ শঠিত হয়?
    উত্তর: রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কয়েকজন সদস্য নিয়ে।
  34. রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের নিয়ােগ করেন কে?
    উত্তর: রাজ্য-রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের নিয়ােগ করেন রাজ্যপাল।
  35. T.P.S.C-এর পুরাে নাম কী?
    উত্তর: T.P.S.C-এর পুরাে নাম ‘Tripura Public Service Commission’।
  36. রাজ্যের শাসন বিভাগের রাজনৈতিক অংশ কারা?
    উত্তর: মন্ত্রীগণ হলেন রাজ্যের শাসন বিভাগের রাজনৈতিক অংশ।
  37. রাজ্যের শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কারা?
    উত্তর: সরকারি কর্মচারীগণ হলেন রাজ্যের শাসন বিভাগের অরাজনৈতিক অংশ।
  38. কোন ধরনের বিলকে রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য প্রেরণ করতে বাধ্য থাকেন?
    উত্তর: রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত কোনাে বিল হাইকোর্টের মর্যাদা হানিকর মনে করলে রাজ্যপাল ওই বিলকে রাষ্ট্রপতির বিবেচনার জন্য প্রেরণ করতে বাধ্য থাকেন।
  39. রাজ্যপালের কোন্ ক্ষমতা প্রসঙ্গে আদালতে প্রশ্ন তােলা যায় না?
    উত্তর: রাজ্যপালের ‘স্বেচ্ছাধীন ক্ষমতা’ প্রসঙ্গে আদালতে প্রশ্ন তােলা যায় না।
  40. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?
    উত্তর: মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীসভা হল অঙ্গরাজ্যের প্রকৃত শাসক।
  41. মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা কে?
    উত্তর: মুখ্যসচিব হলেন মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা।
  42. রাজ্যের মুখ্যসচিব কার দ্বারা মনােনীত হন?
    উত্তর: মুখ্যমন্ত্রীর দ্বারা রাজ্যের মুখ্যসচিব মনােনীত হন।
  43. মুখ্য সচিবের কার্যকাল কত বছর?
    উত্তর: মুখ্যসচিবের কার্যকাল সুনির্দিষ্ট নয়, মুখ্যমন্ত্রীর আস্থার ওপর তার কার্যকাল নির্ভর করে।
  44. ‘মহকুমা’ কী?
    উত্তর: প্রতিটি জেলাকে ভৌগােলিক দিক থেকে কয়েকটি এককে ভাগ করা হয়। এই এক একটি একক হল মহকুমা।
  45. মহকুমার প্রশাসন কে পরিচালনা করেন?
    উত্তর: মহকুমার প্রশাসন পরিচালনা করেন মহকুমা ম্যাজিস্ট্রেট।
  46. রাজ্য রাষ্ট্রকৃত্যক কাদের বলা হয়?
    উত্তর: রাজ্য সরকারের অধীন সরকারি কর্মচারীদের রাজ্য রাষ্ট্রকৃত্যক বলা হয়।
  47. রাজ্য রাষ্ট্রকৃত্যকআর কী নামে পরিচিত?
    উত্তর: রাজ্য রাষ্ট্রকৃত্যক রাজ্য জনপালনকৃত্যক নামেও পরিচিত।
  48. R.D.Block-এর পুরাে নাম কী?
    উত্তর: R.D. Block-এর পুরাে নাম হল Rural Development Block।
  49. কারা B.D.O. পদে নিযুক্ত হন?
    উত্তর: রাজ্যের জনকৃত্যকের সদস্যদের B.D.O.পদে নিযুক্ত করা হয়।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers