Tuesday, 7 April 2020

রাজ্য আইনসভা : গঠন ও কার্যাবলি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

রাজ্য আইনসভা : গঠন ও কার্যাবলি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  1. ভারতীয় যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
    উত্তর: ভারতীয় যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের সংখ্যা ২৮টি।
  2. রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ কে?
    উত্তর: গণপরিষদের উপর ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
  3. ত্রিপুরা রাজ্যের আইনসভার নাম কী ?
    উত্তর: ত্রিপুরা রাজ্যের আইনসভার নাম বিধানসভা।
  4. সংবিধান অনুসারে অঙ্গরাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা কত হতে পারে?
    উত্তর: সংবিধান অনুসারে অঙ্গরাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা ৬০ থেকে ৫০০-এর মধ্যে হবে।
  5. বিধানসভার সভাপতিকে কী বলা হয়?
    উত্তর: বিধানসভার সভাপতিকে অধ্যক্ষ বা স্পিকার বলা হয়।
  6. বর্তমানে ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা কত?
    উত্তর: বর্তমানে ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা ৬০।
  7. কোন কোন সংশােধনী আইনে SC / ST- দের জন্য আইনসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়?
    উত্তর: ৮ম, ২৩তম, ৪৫তম, ৬২তম ও ৭৯তম সংশােধনী আইনে SC / ST- দের জন্য আইনসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
  8. বিধানসভার অধিবেশন আহ্বান করেন কে?
    উত্তর: বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল।
  9. বিধানসভার কার্যকাল কত বছর?
    উত্তর: সাধারণত বিধানসভার কার্যকাল ৫ বছর।
  10. রাজ্যপাল প্রয়ােজন মনে করলে পশ্চিমবঙ্গের বিধানসভায় কতজন সদস্যকে মনােনীত করতে পারেন?
    উত্তর: রাজ্যপাল প্রয়ােজন মনে করলে পশ্চিমবঙ্গ বিধানসভায় ১জন সদস্য (ইঙ্গ-ভারতীয়) মনােনীত করতে পারেন।
  11. বিধানসভায় কোনাে বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করেন কে?
    উত্তর: বিধানসভায় কোনাে বিল অর্থবিল কিনা তা নির্ধারণ করেন স্পিকার বা অধ্যক্ষ [১৯৯ (৩)]।
  12. রাজ্যপাল সাধারণ অবস্থায় কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করতে বাধ্য?
    উত্তর: সাধারণ অবস্থায় রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ােগ করতে বাধ্য।
  13. রাজ্য বিধানসভার কোন্ সদস্যরা রাজ্যসভার (কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ) প্রতিনিধিদের নির্বাচন করেন?
    উত্তর: রাজ্য-বিধানসভার একমাত্র নির্বাচিত সদস্যরা রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করেন।
  14. সংবিধান অনুসারে [১৬৮ (১)] প্রতিটি রাজ্যে কয়টি আইনসভা থাকতে পারে?
    উত্তর: সংবিধান অনুসারে প্রতিটি রাজ্যে একটি আইনসভা থাকতে পারে।
  15. ত্রিপুরা রাজ্যের আইনসভার কয়টি কক্ষ রয়েছে?
    উত্তর: ত্রিপুরা রাজ্যের আইনসভার একটি কক্ষ রয়েছে।
  16. বিধান পরিষদের সদস্য সংখ্যা ন্যূনতম কত হবে?
    উত্তর: বিধান পরিষদের সদস্য সংখ্যা ন্যূনতম ৪০ হবে।
  17. বিধান পরিষদের সভাপতিকে কী বলা হয়?
    উত্তর: বিধান পরিষদের সভাপতিকে বলা হয়
    চেয়ারম্যান।
  18. বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা কত?
    উত্তর: বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সংখ্যা ২৯৪।
  19. বছরে কমপক্ষে কতবার বিধানসভার অধিবেশন ডাকতে হয়?
    উত্তর: বছরে কমপক্ষে দু-বার বিধানসভার অধিবেশন ডাকতে হয়।।
  20. বিধানসভার মধ্যে কার আচরণ আদালতের এক্তিয়ার বহির্ভূত?
    উত্তর: বিধানসভার মধ্যে একমাত্র স্পিকারের আচরণ আদালতের এক্তিয়ার বহির্ভূত।
  21. রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যােগাযােগের মাধ্যম হিসাবে কে কাজ করেন?
    উত্তর: বিধানসভার স্পিকার রাজ্যপাল ও বিধানসভার মধ্যে যােগাযােগের মাধ্যম হিসাবে কাজ করেন।
  22. অঙ্গরাজ্যের মন্ত্রীসভা গঠন করেন কারা?
    উত্তর: বিধানসভার নির্বাচনে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের নেতৃবৃন্দরাই মন্ত্রীসভা গঠন করে।
  23. রাজ্য-বিধানসভার কোন সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে?
    উত্তর: রাজ্য-বিধানসভার একমাত্র নির্বাচিত
    সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।
  24. বিল (Bill) কত প্রকার ও কী কী?
    উত্তর: বিল দু-প্রকারের হয়—সরকারি বিল এবং বেসরকারি বিল।
  25. বিধানসভা এককভাবে নির্বাচিত ও পদচ্যুত করতে পারে এমন দুটি পদাধিকারীর নাম কী?
    উত্তর: বিধানসভা এককভাবে নির্বাচিত ও পদচ্যুত করতে পারে বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে।
  26. অঙ্গরাজ্যের আইনসভা কাদের নিয়ে গঠিত হয়?
    উত্তর: অঙ্গরাজ্যের আইনসভা রাজ্যপাল এবং এক বা দুটি কক্ষ নিয়ে গঠিত হয়।
  27. রাজ্যের আইনসভা কটি কক্ষবিশিষ্ট হতে পারে?
    উত্তর: রাজ্যে আইনসভা এককক্ষ বা দ্বিকক্ষবিশিষ্ট হতে পারে।
  28. ভারতের কোন্ কোন্ অঙ্গরাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে?
    উত্তর: ভারতের বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং জম্মু কাশ্মীর রাজ্যে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে।
  29. বিধানসভা কী স্থায়ী কক্ষ, না কী অস্থায়ী?
    উত্তর: অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষ বিধানসভা অস্থায়ী কক্ষ।
  30. বিধানসভার অধ্যক্ষ (Speaker) কীভাবে নিযুক্ত হন?
    উত্তর: অঙ্গরাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
  31. অঙ্গরাজ্যে জনপ্রতিনিধি কক্ষ কোনটি?
    উত্তর: অঙ্গরাজ্যে জনপ্রতিনিধি কক্ষ হল বিধানসভা।
  32. বিধানসভার সদস্য পদপ্রার্থীদের ন্যূনতম বয়স কত?
    উত্তর: বিধানসভার সদস্য পদপ্রার্থীদের ন্যূনতম বয়স ২৫ বছর।
  33. বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান কত হতে পারে?
    উত্তর: বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান ৬ মাসের বেশি হতে পারে না।
  34. বিধানসভায় নির্ণায়ক ভােট (Casting Vote) প্রয়ােগ করতে পারেন কে?
    উত্তর: বিধানসভায় ‘নির্ণায়ক ভােট’ প্রয়ােগ করতে পারেন একমাত্র স্পিকার [১৮৯(১)ধারা]।
  35. কোন্ সংবিধান সংশােধনীতে ‘দলত্যাগ নিরােধক আইন’ পাস হয়?
    উত্তর: ১৯৮৫ খ্রিস্টাব্দে ৫২তম সংবিধান সংশােধনীতে ‘দলত্যাগ নিরােধক আইন’ পাস হয়।
  36. অঙ্গরাজ্যের মন্ত্রীসভা কাজের জন্য প্রত্যক্ষভাবে কার নিকট দায়িত্বশীল থাকে?
    উত্তর: অঙ্গরাজ্যের মন্ত্রীসভা কাজের জন্য প্রত্যক্ষভাবে বিধানসভার নিকট দায়িত্বশীল থাকে [১৬৪ (২)]।
  37. অঙ্গরাজ্যের আইনসভায় কারা সরকারি বিল উত্থাপন করতে পারেন?
    উত্তর: অঙ্গরাজ্যের আইনসভায় একমাত্র মন্ত্রীরাই সরকারি বিল উত্থাপন করতে পারেন।
  38. অঙ্গরাজ্যের রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা কোথা থেকে দেওয়া হয়?
    উত্তর: অঙ্গরাজ্যের রাজ্যপাল, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়।
  39. এককক্ষবিশিষ্ট রাজ্য আইনসভা কী নামে পরিচিত?
    উত্তর: এককক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা বিধানসভা (Legislative Assembly) নামে পরিচিত।
  40. পশ্চিমবঙ্গের আইনসভার কটি কক্ষ রয়েছে?
    উত্তর: পশ্চিমবঙ্গের আইনসভার একটি কক্ষ রয়েছে।
  41. অঙ্গরাজ্যের উচ্চকক্ষ বিধান পরিষদ কী স্থায়ী কক্ষ, না অস্থায়ী কক্ষ?
    উত্তর: অঙ্গরাজ্যের উচ্চকক্ষ বিধান পরিষদ স্থায়ী কক্ষ।
  42. অঙ্গরাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন?
    উত্তর: অঙ্গরাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যান বিধান পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
  43. কীসের ভিত্তিতে বিধানসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয়?
    উত্তর: জনসংখ্যার (৭৫,০০০) ভিত্তিতে বিধানসভার আসন সংখ্যা নির্ধারণ করা হয়।
  44. অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষ বিধানসভা পরিচালনা করেন কে?
    উত্তর: অধ্যক্ষবা স্পিকার অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষ বিধানসভা পরিচালনা করেন।
  45. বিধানসভার অধিবেশন আহ্বান, স্থগিত বা বিধানসভা ভেঙে দিতে পারেন কে?
    উত্তর: রাজ্যপাল বিধানসভার অধিবেশন আহ্বান, স্থগিত বা বিধানসভা ভেঙে দিতে পারেন।
  46. রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার প্রথম ও প্রধান কাজ কী?
    উত্তর: রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার প্রথম ও প্রধান কাজ হল আইন প্রণয়ন করা।
  47. ভারতে তালিকা বহির্ভূত ‘অবশিষ্ট বিষয়’ (Residuary Powers) সম্পর্কে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে ন্যস্ত করা হয়েছে?
    উত্তর: ভারতে তালিকা বহির্ভূত ‘অবশিষ্ট বিষয় সম্পর্কে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে।
  48. অঙ্গরাজ্যের আইনসভায় বেসরকারি বিল কারা উত্থাপন করতে পারেন?
    উত্তর: অঙ্গরাজ্যের আইনসভায় বেসরকারি বিল বিধানসভার সাধারণ সদস্যরা উত্থাপন করতে পারেন।
  49. দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভা কী নামে পরিচিত?
    উত্তর: দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভা ‘বিধানমণ্ডল’ নামে পরিচিত।
  50. দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার নিম্নকক্ষ কী নামে পরিচিত?
    উত্তর: দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার নিম্নকক্ষ ‘বিধানসভা (Legislative Assembly) নামে পরিচিত।
  51. পশ্চিমবঙ্গের আইনসভার নাম কী?
    উত্তর: পশ্চিমবঙ্গের আইনসভার নাম ‘বিধানসভা’ (Legislative Assembly)।
  52. আগে পশ্চিমবঙ্গের আইনসভার কয়টি কক্ষ ছিল?
    উত্তর: আগে পশ্চিমবঙ্গের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট ছিল (১৯৬৯ খ্রিস্টাব্দের আগে)।
  53. বিধানসভার সদস্যদের কার্যকাল কত বছর?
    উত্তর: বিধানসভার সদস্যদের কার্যকাল ৫ বছর বা বিধানসভার কার্যকালের সমান।
  54. বিধান পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর?
    উত্তর: বিধান পরিষদের সদস্যদের কার্যকাল ৬ বছর।
  55. বিধানসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হন?
    উত্তর: বিধানসভার সদস্যরা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
  56. বিধানসভার সদস্যদের ইংরেজিতে কী বলে?
    উত্তর: বিধানসভার সদস্যদের ইংরেজিতে M.L.A. (Member of Legislative Assembly) বলে।
  57. অধ্যক্ষের অনুপস্থিতিতে কে বিধানসভা পরিচালনা করেন?
    উত্তর: অধ্যক্ষের অনুপস্থিতিতে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার বিধানসভা পরিচালনা করেন।
  58. রাজ্যপাল পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন ইঙ্গ-ভারতীয় সদস্য মনােনীত করলে বিধানসভার সদস্য সংখ্যা কত দাঁড়াবে?
    উত্তর: রাজ্যপাল পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন ইঙ্গ-ভারতীয় সদস্য মনােনীত করলে বিধানসভার সদস্য সংখ্যা হবে ২৯৫ জন।
  59. বিধানসভায় বেসরকারি বিল উত্থাপনের জন্য কত দিন পূর্বে নােটিশ দিতে হয়?
    উত্তর: বিধানসভার বেসরকারি বিল উত্থাপনের জন্য এক মাস পূর্বে নােটিশ দিতে হয়।
  60. বিধানসভায় আইন প্রণয়নের ক্ষেত্রে কোনাে বিলকে কটি ‘পাঠ’ (Reading) অতিক্রম করতে হয়?
    উত্তর: বিধানসভায় আইন প্রণয়নের ক্ষেত্রে কোনাে বিলকে তিনটি ‘পাঠ’ অতিক্রম করতে হয়।
  61. ভারতে কটি অঙ্গরাজ্যের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়?
    উত্তর: ভারতে ৬টি অঙ্গরাজ্যের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট হয়।
  62. ভারতে কটি অঙ্গরাজ্যের আইনসভা এককক্ষবিশিষ্ট?
    উত্তর: ভারতে ২৩টি অঙ্গরাজ্যের আইনসভা এককক্ষবিশিষ্ট।
  63. বিধানসভার অধ্যক্ষের (Speaker) কার্যকাল কত বছর?
    উত্তর: বিধানসভার অধ্যক্ষের কার্যকাল ৫ বছর।
  64. বিধানসভার অধ্যক্ষকে পদচ্যুত করার জন্য কতদিন পূর্বে নােটিশ দিতে হয়?
    উত্তর: বিধানসভার অধ্যক্ষকে পদচ্যুতকরার জন্য অন্তত ১৪ দিন পূর্বে প্রস্তাবাকারে নােটিশ দিতে হয়।
  65. বিধানসভার শৃঙ্খলা, মর্যাদা ও সদস্যদের অধিকার রক্ষার দায়িত্ব কার হাতে ন্যস্ত?
    উত্তর: বিধানসভার অধ্যক্ষের হাতে বিধানসভার শৃঙ্খলা, মর্যাদা ও সদস্যদের অধিকার রক্ষার দায়িত্ব ন্যস্ত থাকে।
  66. দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী?
    উত্তর: দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম ‘বিধান পরিষদ’ (Legislative Council)।
  67. সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদ বিধান পরিষদ সৃষ্টি বা বিলােপ করতে পারে?
    উত্তর: সংবিধানের ১৬৯ নং ধারা অনুসারে সংসদ বিধান পরিষদ সৃষ্টি বা বিলােপ করতে পারে।
  68. স্বাভাবিক অবস্থায় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে অর্পিত?
    উত্তর: স্বাভাবিক অবস্থায় রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য আইনসভার হাতে অর্পিত।
  69. রাজ্য আইনসভা কোন্ তালিকাভুক্ত বিষয়ে সংসদের সঙ্গে যৌথভাবে আইন প্রণয়নের ক্ষমতা ভােগ করে?
    উত্তর: রাজ্য আইনসভা যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সংসদের সঙ্গে যৌথভাবে আইন প্রণয়নের ক্ষমতা ভােগ করে।
  70. রাজ্য সরকারের কর ধার্য, কর সংগ্রহ ও ব্যয়বরাদ্দের ক্ষমতা কে নিয়ন্ত্রণকরে?
    উত্তর: রাজ্য সরকারে কর ধার্য, কর সংগ্রহ ও ব্যব্যয়বরাদ্দের ক্ষমতা বিধানসভা নিয়ন্ত্রণ করে।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers