আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার
- “আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ”—উক্তিটি কার?
উত্তর: “আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ” বলেছেন Jean Bodin। - “সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে নিমূল করে” —উক্তিটি কার?
উত্তর: “সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে
নিমূল করে” —বলেছেন লর্ড অ্যাক্টন (John Dalberg-Acton)। - “সাম্য একটি পরিবর্তনশীল ধারণা” -উক্তিটি কার?
উত্তর: “সাম্য একটি পরিবর্তনশীল ধারণা” -বলেছেন কাল মার্কস। - “সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয়” -কে বলেছেন ?
উত্তর: “সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয়” -একথা বলেছেন রুশো। - “রাষ্ট্রের সার্বভৌম কতৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন” -কে বলেছেন ?
উত্তর: “রাষ্ট্রের সার্বভৌম কতৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন” -বলেছেন হল্যান্ড। - “সামাজিক প্রথা ও রীতিনীতিই আইনের রূপ লাভ করে” -উক্তিটি কার?
উত্তর: “সামাজিক প্রথা রীতিনীতিই আইনের ও রূপ লাভ করে। -উক্তিটি হল হেনরি মেইনের। - “আইন সার্বভৌমের আদেশ”—একথা বলেছেন কে?
উত্তর: “আইন সার্বভৌমের আদেশ”-একথা বলেছেন অস্টিন। - “মানুষের যুক্তিহীন শক্তি ও মদমত্ততা আন্তর্জাতিক আইনের বাস্তব রূপায়ণে প্রধান বাধা” -কার উক্তি ?
উত্তর: “মানুষের যুক্তিহীন শক্তি ও মদমত্ততা আন্তর্জাতিক আইনের বাস্তব রূপায়ণে প্রধান বাধা’ -একথা বলেছেন রাসেল। - “সাধারণ ইচ্ছা জনগণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি এবং সমাজ সার্বভৌম ক্ষমতার অধিকারী’ —এই অভিমত কার?
উত্তর: “সাধারণ ইচ্ছা জনগণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি এবং সমাজ সার্বভৌম ক্ষমতার অধিকারী” -এই উক্তিটি করেছেন রুশো। - “কেবল রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ঘোষিত ও প্রযুক্ত হলেই আইন হয় না” -উক্তিটি কার ?
উত্তর: আর্নেস্ট বার্কার বলেছেন —“কেবল রাষ্ট্রের দ্বারা স্বীকৃত, ঘোষিত ও প্রযুক্ত হলেই আইন হয় না।” - ‘Utopia’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর: টমাস মুর হলেন ‘Utopia’ গ্রন্থটির লেখক। - ‘On Liberty’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর: জন স্টুয়ার্ট মিল হলেন ‘On Liberty’ গ্রন্থের লেখক। - “স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী”—কার উক্তি ?
উত্তর: “স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী” -এই অভিমতটি হল লর্ড অ্যাক্টন ও আলেক্সির। - “আইন হল সমাজে প্রতিপত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ”—উক্তিটি কার?
উত্তর: মার্কস ও এঙ্গেলস বলেছেন—“আইন হল সমাজে প্রতিপ্রত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ’। - আইনের উৎস সাধারণত কয়টি ?
উত্তর: আইনের উৎস সাধারণত ৬টি। - “আইন হল সমাজের প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সুস্পষ্ট বিধিতে পরিণত”–এই অভিমতটি কার?
উত্তর: “আইন হল সমাজের প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সুস্পষ্ট বিধিতে পরিণত” –এই উক্তিটি করেছেন উড্রো উইলসন। - ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক কে ?
উত্তর: ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন প্লেটো। - ‘স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বোঝায়’ -একথা বলেছেন কে?
উত্তর: ‘স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বোঝায়’–একথা বলেছেন অধ্যাপক ল্যাস্কি। - স্বাধীনতার শর্ত কী ?
উত্তর: আইন হল স্বাধীনতার শর্ত। - আইনের উৎস কী ?
উত্তর: আইনের উৎস হল ন্যায়বিচার। - মানুষের কেবলমাত্র বহির্জীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর: আইন মানুষের কেবলমাত্র বহির্জীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে। - ‘আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই থাকা দরকার’—একথা বলেছেন কে?
উত্তর: অধ্যাপক বার্কার বলেছেন, ‘আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই দরকার।’। - ‘গণতন্ত্র’ কথাটি সংবিধানের কোথায় স্থান পেয়েছে?
উত্তর: ‘গণতন্ত্ৰ’ কথাটি সংবিধানের প্রস্তাবনায় স্থান পেয়েছে। - “স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানবমনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি” —উক্তিটি কার?
উত্তর: “স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানবমনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি” —একথা বলেছেন ফরাসি দার্শনিক মন্টেস্কু। - “রাষ্ট্রের স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না; তা হল সব সময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা” —একথা বলেছেন কে?
উত্তর: “রাষ্ট্রের স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না; তা হল সব সময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা”—একথা বলেছেন অধ্যাপক বার্কার। - “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ”—একথা বলেছেন কে ?
উত্তর: “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ” —একথা বলেছেন রুশো। - ‘অথনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”এই অভিমত কাদের ?
উত্তর: “অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে
দাঁড়ায়”এই অভিমত ব্যক্ত করেছেন মার্কসবাদী দার্শনিকগণ। - “শোষক ও শোষিত এবং ভুরিভোজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই স্বীকার করি না”—উক্তিটি কার?
উত্তর: “শোষক ও শোষিত এবং ভুরিভোজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই
স্বীকার করি না”—এই উক্তিটি করেছেন লেনিন। - “A Grammar of Politics” গ্রন্থের লেখক কে ?
উত্তর: “A Grammar of Politics” গ্রন্থের লেখক হলেন অধ্যাপক ল্যাস্কি। - “অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—একথা বলেছেন কে?
উত্তর: “অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—একথা বলেছেন অধ্যাপক ল্যাস্কি। - “Principles of Social and Political Theory” গ্রন্থটির গ্রন্থটির লেখক কে?
উত্তর: “Principles of Social and Political Theory” গ্রন্থটির লেখক হলেন আর্নেস্ট বার্কার। - “জাস্টিস” (Justice) শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়?
উত্তর: “জাস্টাস” (Justus) ও “জাস্টিসিয়া” (Justitia) থেকে।