Tuesday, 7 April 2020

আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার
  1. “আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ”—উক্তিটি কার?
    উত্তর: “আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ” বলেছেন Jean Bodin
  2. “সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে নিমূল করে” —উক্তিটি কার?
    উত্তর: “সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে
    নিমূল করে” —বলেছেন লর্ড অ্যাক্টন (John Dalberg-Acton)
  3. “সাম্য একটি পরিবর্তনশীল ধারণা” -উক্তিটি কার?
    উত্তর: “সাম্য একটি পরিবর্তনশীল ধারণা” -বলেছেন কাল মার্কস
  4. “সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয়” -কে বলেছেন ?
    উত্তর: “সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয়” -একথা বলেছেন রুশো
  5. “রাষ্ট্রের সার্বভৌম কতৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন” -কে বলেছেন ?
    উত্তর: “রাষ্ট্রের সার্বভৌম কতৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন” -বলেছেন হল্যান্ড
  6. “সামাজিক প্রথা ও রীতিনীতিই আইনের রূপ লাভ করে” -উক্তিটি কার?
    উত্তর: “সামাজিক প্রথা রীতিনীতিই আইনের ও রূপ লাভ করে। -উক্তিটি হল হেনরি মেইনের
  7. “আইন সার্বভৌমের আদেশ”—একথা বলেছেন কে?
    উত্তর: “আইন সার্বভৌমের আদেশ”-একথা বলেছেন অস্টিন
  8. “মানুষের যুক্তিহীন শক্তি ও মদমত্ততা আন্তর্জাতিক আইনের বাস্তব রূপায়ণে প্রধান বাধা” -কার উক্তি ?
    উত্তর: “মানুষের যুক্তিহীন শক্তি ও মদমত্ততা আন্তর্জাতিক আইনের বাস্তব রূপায়ণে প্রধান বাধা’ -একথা বলেছেন রাসেল
  9. “সাধারণ ইচ্ছা জনগণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি এবং সমাজ সার্বভৌম ক্ষমতার অধিকারী’ —এই অভিমত কার?
    উত্তর: “সাধারণ ইচ্ছা জনগণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি এবং সমাজ সার্বভৌম ক্ষমতার অধিকারী” -এই উক্তিটি করেছেন রুশো
  10. “কেবল রাষ্ট্রের দ্বারা স্বীকৃত ঘোষিত ও প্রযুক্ত হলেই আইন হয় না” -উক্তিটি কার ?
    উত্তর: আর্নেস্ট বার্কার বলেছেন —“কেবল রাষ্ট্রের দ্বারা স্বীকৃত, ঘোষিত ও প্রযুক্ত হলেই আইন হয় না।”
  11. ‘Utopia’ গ্রন্থটির লেখক কে ?
    উত্তর: টমাস মুর হলেন ‘Utopia’ গ্রন্থটির লেখক।
  12. ‘On Liberty’ গ্রন্থটির লেখক কে ?
    উত্তর: জন স্টুয়ার্ট মিল হলেন ‘On Liberty’ গ্রন্থের লেখক।
  13. “স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী”—কার উক্তি ?
    উত্তর: “স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী” -এই অভিমতটি হল লর্ড অ্যাক্টন ও আলেক্সির
  14. “আইন হল সমাজে প্রতিপত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ”—উক্তিটি কার?
    উত্তর: মার্কস ও এঙ্গেলস বলেছেন—“আইন হল সমাজে প্রতিপ্রত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ’।
  15. আইনের উৎস সাধারণত কয়টি ?
    উত্তর: আইনের উৎস সাধারণত ৬টি।
  16. “আইন হল সমাজের প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সুস্পষ্ট বিধিতে পরিণত”–এই অভিমতটি কার?
    উত্তর: “আইন হল সমাজের প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সুস্পষ্ট বিধিতে পরিণত” –এই উক্তিটি করেছেন উড্রো উইলসন
  17. ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক কে ?
    উত্তর: ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন প্লেটো
  18. ‘স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বোঝায়’ -একথা বলেছেন কে?
    উত্তর: ‘স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বোঝায়’–একথা বলেছেন অধ্যাপক ল্যাস্কি
  19. স্বাধীনতার শর্ত কী ?
    উত্তর: আইন হল স্বাধীনতার শর্ত।
  20. আইনের উৎস কী ?
    উত্তর: আইনের উৎস হল ন্যায়বিচার।
  21. মানুষের কেবলমাত্র বহির্জীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে কে ?
    উত্তর: আইন মানুষের কেবলমাত্র বহির্জীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে।
  22. ‘আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই থাকা দরকার’—একথা বলেছেন কে?
    উত্তর: অধ্যাপক বার্কার বলেছেন, ‘আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই দরকার।’।
  23. ‘গণতন্ত্র’ কথাটি সংবিধানের কোথায় স্থান পেয়েছে?
    উত্তর: ‘গণতন্ত্ৰ’ কথাটি সংবিধানের প্রস্তাবনায় স্থান পেয়েছে।
  24. “স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানবমনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি” —উক্তিটি কার?
    উত্তর: “স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানবমনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি” —একথা বলেছেন ফরাসি দার্শনিক মন্টেস্কু
  25. “রাষ্ট্রের স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না; তা হল সব সময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা” —একথা বলেছেন কে?
    উত্তর: “রাষ্ট্রের স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না; তা হল সব সময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা”—একথা বলেছেন অধ্যাপক বার্কার
  26. “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ”—একথা বলেছেন কে ?
    উত্তর: “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ” —একথা বলেছেন রুশো
  27. ‘অথনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”এই অভিমত কাদের ?
    উত্তর: “অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে
    দাঁড়ায়”এই অভিমত ব্যক্ত করেছেন মার্কসবাদী দার্শনিকগণ।
  28. “শোষক ও শোষিত এবং ভুরিভোজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই স্বীকার করি না”—উক্তিটি কার?
    উত্তর: “শোষক ও শোষিত এবং ভুরিভোজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনোই
    স্বীকার করি না”—এই উক্তিটি করেছেন লেনিন
  29. “A Grammar of Politics” গ্রন্থের লেখক কে ?
    উত্তর: “A Grammar of Politics” গ্রন্থের লেখক হলেন অধ্যাপক ল্যাস্কি
  30. “অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—একথা বলেছেন কে?
    উত্তর: “অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—একথা বলেছেন অধ্যাপক ল্যাস্কি
  31. “Principles of Social and Political Theory” গ্রন্থটির  গ্রন্থটির লেখক কে?
    উত্তর: “Principles of Social and Political Theory” গ্রন্থটির লেখক হলেন আর্নেস্ট বার্কার
  32. “জাস্টিস” (Justice) শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়?
    উত্তর: “জাস্টাস” (Justus) ও “জাস্টিসিয়া” (Justitia) থেকে।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers