মৃত্তিকা, ভাইরাস ও মাইক্রোব (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)>>
প্রশ্ন 1. মাটি কি?
উত্তর : পৃথিবীর উপরিভাগে শীলাচূর্ণ, ধাতব লবণ, জৈব পদার্থ, জল, বাতাস প্রভৃতির মিশ্রণে গঠিত আস্তরণকে মাটি বলে।
উত্তর : পৃথিবীর উপরিভাগে শীলাচূর্ণ, ধাতব লবণ, জৈব পদার্থ, জল, বাতাস প্রভৃতির মিশ্রণে গঠিত আস্তরণকে মাটি বলে।
প্রশ্ন 2. মৃত্তিকা প্রােফাইল কাকে বলে?
উত্তর : আদিশীলার স্তর থেকে ভূ-ত্বক পর্যন্ত দীর্ঘচ্ছেদে দ্রষ্টব্য স্তরবিন্যাসকে মৃত্তিকা প্রােফাইল বলে।
উত্তর : আদিশীলার স্তর থেকে ভূ-ত্বক পর্যন্ত দীর্ঘচ্ছেদে দ্রষ্টব্য স্তরবিন্যাসকে মৃত্তিকা প্রােফাইল বলে।
প্রশ্ন 3. ভাইরাস কি?
উত্তর : জীবদেহে রােগ উৎপাদনকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র পূর্ণ পরজীবীকে ভাইরাস বলে।
উত্তর : জীবদেহে রােগ উৎপাদনকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র পূর্ণ পরজীবীকে ভাইরাস বলে।
প্রশ্ন 4. T. M. V. কোন রােগের সৃষ্টি করে? তার পুরাে নাম কি?
উত্তর : তামাকের মােজাইক রােগ সষ্টি করে, এর পুরাে নাম টোবাকো মােজেইক ভাইরাস।
উত্তর : তামাকের মােজাইক রােগ সষ্টি করে, এর পুরাে নাম টোবাকো মােজেইক ভাইরাস।
প্রশ্ন 5. ভাইরাসের বংশ বৃদ্ধি কোথায় ঘটে?
উত্তর : পােষকের দেহের সজিব কোষে ভাইরাসের বংশ বৃদ্ধি ঘটে।
উত্তর : পােষকের দেহের সজিব কোষে ভাইরাসের বংশ বৃদ্ধি ঘটে।
প্রশ্ন 6. ভাইরাস কয় শ্রেণীতে বিভক্ত?
উত্তর : ভাইরাস দুই শ্রেণীতে বিভক্ত—DNA-যুক্ত ভাইরাস ও RNA-যুক্ত ভাইরাস।
উত্তর : ভাইরাস দুই শ্রেণীতে বিভক্ত—DNA-যুক্ত ভাইরাস ও RNA-যুক্ত ভাইরাস।
প্রশ্ন 7. ভাইরাসকে সজীব বলা হয় কেন?
উত্তর : ভাইরাসকে সজীব বলা হয় কারণ, এর বংশ বিস্তার করার ক্ষমতা আছে।
উত্তর : ভাইরাসকে সজীব বলা হয় কারণ, এর বংশ বিস্তার করার ক্ষমতা আছে।
প্রশ্ন ৪. হামের ভাইরাস কে আবিষ্কার করেন?
উত্তর : অ্যান্ডারসন ও গােল্ড বার্জার 1911 সালে আবিষ্কার করেন।
উত্তর : অ্যান্ডারসন ও গােল্ড বার্জার 1911 সালে আবিষ্কার করেন।
প্রশ্ন 9. সব প্রােটোজোয়াই কি জীবাণু?
উত্তর : সব না হলেও এন্টামিবা, প্লাজমােডিয়াম প্রভৃতি প্রােটোজোয়া জীবাণু।
উত্তর : সব না হলেও এন্টামিবা, প্লাজমােডিয়াম প্রভৃতি প্রােটোজোয়া জীবাণু।
প্রশ্ন 10. মটর গাছের মূলে যে ব্যাকটিরিয়া বাস করে তার নাম কি?
উত্তর : রাইজোবিয়াম মটর গাছের মধ্যে বাস করে, অর্বুদ মধ্যে বাতাসের N₂ আবদ্ধ করে।
উত্তর : রাইজোবিয়াম মটর গাছের মধ্যে বাস করে, অর্বুদ মধ্যে বাতাসের N₂ আবদ্ধ করে।
প্রশ্ন 11. দুধ থেকে দই হয় কোন জীবাণুর সাহায্যে?
উত্তর : ল্যাকটোব্যাসিলি।
উত্তর : ল্যাকটোব্যাসিলি।
প্রশ্ন 12. মানুষের রােগ সৃস্টিকারী দুটি আদ্য প্রাণীর বৈজ্ঞানিক নাম ও তাদের দ্বারা সৃষ্ট রােগের নাম কি?
উত্তর : প্লাজমােডিয়াম ভাইভাস্ক ও এন্টামিবা হিস্টোলাইটিকা—এরা যথাক্রমে ম্যালেরিয়া ও আমাশয় রােগ সৃষ্টি করে।
প্রশ্ন 13. পাস্তুরাইজেশন কি? কিভাবে দুধ পাস্তুরাইজ করা হয়?
উত্তর : বিশেষভাবে জীবাণু মুক্ত করাকে পাস্তুরাইজেশন বলে। 60°C-70°C উত্তাপে বদ্ধ পাত্রে 20-30 মিনিট উত্তপ্ত করলে ব্যাকটিরিয়ার মত্যু ঘটে ও বংশবৃদ্ধি বন্ধ হয়। এভাবে জীবাণুমুক্ত দুধকে পাস্তুরাইজ করা দুধ বলে।
প্রশ্ন 14. যক্ষা কি ভাইরাসঘটিত রােগ?
উত্তর : না। যক্ষা ভাইরাসঘটিত রােগ নয়, ব্যাকটিরিয়াঘটিত রােগ।
উত্তর : না। যক্ষা ভাইরাসঘটিত রােগ নয়, ব্যাকটিরিয়াঘটিত রােগ।