Sunday, 5 April 2020

মাধ্যমিক শিক্ষায় হান্টার কমিশনের (১৯৮২-৮৩) সুপারিশ আলোচনা কর।

 উঃ
         লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে উয়িলিয়াম হান্টারের সভাপতিত্বে যে শিক্ষা কমিশন নিয়োগ করেন সেটি হলো হান্টার কমিশন। এটি ভারতের প্রথম শিক্ষা কমিশন। 

    মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে হান্টার কমিশনের সুপারিশ: মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হলো নিম্নরূপ -

  ১) মাধ্যমিক শিক্ষা পরিচালনায় সরকার সক্রিয় ভূমিকা নেবেন না।

   ২) বেসরকারি উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় সমূহ গড়ে উঠবে।

  ৩) সরকারি অনুদানের সাহায্যে বিদ্যালয়গুলির আর্থিক সংকট মোচন করা হবে।

   ৪) পাঠ্যক্রমের বিভাজনে - A কোর্স ও B কোর্স করতে হবে।

   ৫) নিম্ন মাধ্যমিক স্তরে শিক্ষার মাধ্যম মাতৃভাষা হলেও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি।

   ৬) অনুন্নত অঞ্চলে বিদ্যালয় স্থাপনেরও সুপারিশ করেছেন কমিশন।

   ৭) মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers