ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য
- ‘আইনের দৃষ্টিতে সাম্য’ নীতিটি কোন দেশের অনুকরণে রচিত ?
উত্তর: ‘আইনের দৃষ্টিতে সাম্য’ নীতিটি ব্রিটেনের অনুকরণে রচিত। - কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে ?
উত্তর: সংবিধান সংশোধন পদ্ধতি ২০ অনুচ্ছেদের ৩৬৮ নং ধারায় বর্ণিত হয়েছে। - কে মৌলিক অধিকার বলবৎ করতে পারে ?
উত্তর: ভারতের সুপ্রিমকোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করতে পারে। - সংবিধানের কত নং ধারায় ‘শোষণের বিরুদ্ধে অধিকার’-এর কথা উল্লেখ আছে?
উত্তর: সংবিধানের ২৪ নং ধারায় ‘শোষণের বিরুদ্ধে অধিকার’ এর কথা উল্লেখ আছে। - ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভোটাধিকার স্বীকৃতি লাভ করে ?
উত্তর: ভারতীয় সংবিধানের ৩২৬ নং ধারায় ভোটাধিকার স্বীকৃতি লাভ করে। - ভারতীয় সংবিধানে ‘সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার’ কী ধরনের অধিকার ?
উত্তর: ভারতীয় সংবিধানে ‘সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার’ একটি স্বীকৃত মৌলিক অধিকার। - ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্য লিপিবন্ধ আছে ?
উত্তর: ভারতীয় সংবিধানের ৪র্থ অংশে নাগরিকদের মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে। - ভারতীয় সংবিধানের কোন্ অংশে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে?
উত্তর: ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। - কর্মের অধিকার কী ধরনের অধিকার ?
উত্তর: কর্মের অধিকার একটি অর্থনৈতিক অধিকার। - বর্তমানে ভারতীয় সংবিধানে কটি নির্দেশমূলক নীতির উল্লেখ আছে ?
উত্তর: বর্তমানে ভারতীয় সংবিধানে ১৭টি নির্দেশমূলক নীতির উল্লেখ আছে। - ভারতীয় সংবিধানের কত নং ধারায় ‘ধর্মীয় স্বাধীনতার অধিকার’ উল্লেখ করা হয়েছে ?
উত্তর: ভারতীয় সংবিধানের ২৫-২৮ নং ধারায় ‘ধর্মীয় স্বাধীনতার অধিকার’ উল্লেখ করা হয়েছে। - ভারতীয় সংবিধানে মোট কটি ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে ?
উত্তর: ভারতীয় সংবিধানে মোট ২০টি ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে । - সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার ?
উত্তর: সম্পত্তির অধিকার একটি পৌর বা ব্যক্তিগত অধিকার। - কত তম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে ?
উত্তর: ৪২তম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। - নির্দেশমূলক নীতির মূল বিষয় কী ?
উত্তর: ‘অর্থনৈতিক ও সামাজিক অধিকার’ হল নির্দেশমূলক নীতির মূল বিষয়। - কত তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?
উত্তর: সম্পত্তির অধিকারকে ৪৪তম সংবিধান সংশোধনীতে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। - ভারতীয় সংবিধানের কত নং ধারায় ৬টি স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে ?
উত্তর: ভারতীয় সংবিধানের ১৯ নং ধারায় ৬টি স্বাধীনতার অধিকার বর্ণিত হয়েছে। - শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কী ধরনের অধিকার ?
উত্তর: শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধান কর্তৃক সংরক্ষিত একটি মৌলিক অধিকার। - ভারত কী ধরনের রাষ্ট্র ?
উত্তর: ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। - ভারতীয় সংবিধানের কোথায় পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে ?
উত্তর: ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিতে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে। - রাষ্ট্রের নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কী ?
উত্তর: রাষ্ট্রের নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হল একটি জনকল্যাণকর রাষ্ট্র গঠন করা। - ভারতীয় সংবিধানের ধর্মের অধিকার কী ধরনের অধিকার ?
উত্তর: ভারতীয় সংবিধানে ধর্মের অধিকার একটি মৌলিক অধিকার। - ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যসমূহ কার সঙ্গে যুক্ত ?
উত্তর: ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যসমূহ নির্দেশমূলক নীতির সঙ্গে যুক্ত। - বাকস্বাধীনতার অধিকার কী ধরনের অধিকার ?
উত্তর: বাকস্বাধীনতার অধিকার একটি রাজনৈতিক অধিকার। - ভারতীয়দের মৌলিক অধিকারগুলি কে রক্ষা করে ?
উত্তর: ভারতীয়দের মৌলিক অধিকারগুলি সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট উভয়েই রক্ষা করে। - বর্তমানে ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারগুলির সংখ্যা কটি ?
উত্তর: বর্তমানে ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারগুলির সংখ্যা ৬টি। - বর্তমানে ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য রয়েছে?
উত্তর: বর্তমানে ভারতীয় নাগরিকদের ১০টি মৌলিক কর্তব্য রয়েছে। - ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার ?
উত্তর: ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার একটি বিধিবদ্ধ অধিকার। - সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে ?
উত্তর: সংবিধানের ৪২তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। - ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে?
উত্তর: ভারতীয় সংবিধানের ১২-৩৫ নং ধারায় মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। - ভারতীয় সংবিধানের কত নং ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে?
উত্তর: ভারতীয় সংবিধানের ২০ (ক) নং ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে। - “Our Constitution” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: “Our Constitution” গ্রন্থটি রচনা করেন সুভাষ কাশ্যপ। - “Introduction to the Constitution of India” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: “Introduction to the Constitution of India” গ্রন্থটি রচনা করেন দুর্গাদাস বসু। - কত খ্রিস্টাব্দে অদৃশ্যতা অপরাধ আইন প্রণীত হয়?
উত্তর: ১৯৫৫ খ্রিস্টব্দে অদৃশ্যতা অপরাধ আইন প্রণীত হয়। - মূল সংবিধানে কটি মৌলিক অধিকার?
উত্তর: মূল সংবিধানে ৭টি মৌলিক অধিকার ছিল। - কত নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট লেখ (Writ) জারি করতে পারে?
উত্তর: ৩২ নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট লেখ (Writ) জারি করতে পারে । - কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ (writ) জারি করতে পারে?
উত্তর: ২২৬ নং ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ (Writ) জারি করতে পারে। - ভারতীয় সংবিধানে কত নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে?
উত্তর: ভারতীয় সংবিধানে ১৭ নং ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। - কয়েকটি নিবর্তনমূলক আটক আইনের নাম উল্লেখ করো।
উত্তর: কয়েকটি নিবর্তনমূলক আটক আইনের নাম হল মিশা, নাসা, ‘এসমা, পোটা প্রভৃতি। - ভারতীয় সংবিধানের ৩০ নং ধারায় কী উল্লেখ করা হয়েছে ?
উত্তর: ভারতীয় সংবিধানের ৩০ নং ধারায় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত হয়েছে। - ‘পরস্পরের প্রয়োজনে সম্পর্কে নৈতিক চেতনাসম্পন্ন সমাজ ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না’—কে একথা বলেছেন ?
উত্তর: পরস্পরের প্রয়োজনে সম্পর্কে নৈতিক চেতনাসম্পন্ন সমাজ ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না—একথা বলেছেন গ্রিন। - ‘সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য’ কে বলেছেন?
উত্তর: ‘সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য’, বলেছেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।