Tuesday, 7 April 2020

ভারতের দলব্যবস্থা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ভারতের দলব্যবস্থা
  1. ভারতে কার তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?
    উত্তর: ভারতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  2. কে ভারতবর্ষে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়?
    উত্তর: নির্বাচন কমিশন ভারতবর্ষে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়।
  3. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
    উত্তর: ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
  4. ভারতীয় জনতা পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
    উত্তর: ভারতীয় জনতা পার্টি ১৯৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
  5. কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে দলীয় ব্যবস্থা স্বীকৃতি পায় ?
    উত্তর: ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে দলীয় ব্যবস্থা স্বীকৃতি পায়।
  6. কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন?
    উত্তর: বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন।
  7. ফ্রান্সে কী ধরনের দলীয় ব্যবস্থা আছে?
    উত্তর: ফ্রান্সে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা আছে।
  8. গ্রেট ব্রিটেনে কী ধরনের দলীয় ব্যবস্থা বর্তমান?
    উত্তর: গ্রেট ব্রিটেনে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান।
  9. সর্বপ্রথম কোথায় দলপ্রথার উদ্ভব ঘটে?
    উত্তর: ইংল্যান্ডে সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে।
  10. মার্কিন যুক্তরাষ্ট্রে কী ধরনের শাসনব্যবস্থা বর্তমান ?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় শাসনব্যবস্থা বর্তমান।
  11. এখন পর্যন্ত ভারতে কটি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ?
    উত্তর: এখন পর্যন্ত ভারতে ১৭টি লোকসভা  নির্বাচন অনুষ্ঠিত হয়।
  12. কংগ্রেস দলের কেন্দ্রীয় কমিটি কী নামে পরিচিত ?
    উত্তর: কংগ্রেস দলের কেন্দ্রীয় কমিটি AICC নামে পরিচিত।
  13. ব্রিটেনের শাসনব্যবস্থায় কী ধরনের দলীয় ব্যবথা আছে?
    উত্তর: ব্রিটেনের শাসনব্যবস্থায় দ্বিদলীয় ব্যবস্থা বর্তমান।
  14. সমাজতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত কয়টি দল থাকে ?
    উত্তর: সমাজতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত একটি দল থাকে।
  15. কত খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি ভাগ হয় ?
    উত্তর: ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি ভাগ হয়।
  16. বহু দল সমর্থিত সরকারকে কী ধরনের সরকার বলা হয়?
    উত্তর: বহুদল সমর্থিত সরকারকে কোয়ালিশন সরকার বলা হয়।
  17. কী ধরনের দলীয় ব্যবস্থায় রাজনীতি পরিচ্ছন্ন হয় ?
    উত্তর: দ্বিদলীয় ব্যবস্থায় রাজনীতি পরিচ্ছন্ন হয়।
  18. দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন দুটি দেশের নাম উল্লেখ করো।
    উত্তর: দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন দুটি দেশের নাম হল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
  19. ভারতের তেলেগুদেশম পার্টি কী ধরনের দল ?
    উত্তর: ভারতের তেলেগুদেশম পার্টি একটি আঞ্চলিক দল।
  20. ভারতের জাতীয় কংগ্রেস কী ধরনের দল ?
    উত্তর: ভারতের জাতীয় কংগ্রেস একটি জাতীয় দল
  21. ভারতে কী ধরনের দলীয় ব্যবস্থা প্রচলিত আছে?
    উত্তর: ভারতে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত আছে।
  22. দ্বিদলীয় ব্যবথা বলতে কী বোঝ?
    উত্তর: দ্বিদলীয় ব্যবস্থা বলতে এমন একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা বোঝায় যেখানে দুটি রাজনৈতিক দল দেশের শাসনব্যবস্থায় প্রধান ভূমিকা গ্রহণ করে।
  23. জনমত বলতে কী বোঝ ?
    উত্তর: জনমত বলতে বোঝায় গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক সম্পর্কে সমস্যা সম্পর্কে সুদৃঢ় অভিমত।
  24. ইংল্যান্ডের প্রাচীন দুটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করো।
    উত্তর: ইংল্যান্ডের প্রাচীন দুটি রাজনৈতিক দলের নাম হল হুইগ (Whig) এবং (Tory)
  25. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীন দুটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করো।
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীন দুটি রাজনৈতিক দলের নাম হল রিপাবলিকান (Republican) এবং ডেমোক্র্যাট (Democrat)
  26. কয়েকটি স্থানীয় দলের নাম উল্লেখ করো।
    উত্তর: কয়েকটি স্থানীয় দলের নাম হল—ত্রিপুরা উপজাতি সমিতি, মিজো ন্যাশনাল ফ্রন্ট, দার্জিলিং-এ জি.এন.এল.এফ
  27. ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
    উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
  28. কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়।
  29. কোন দেশে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
    উত্তর: ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে
  30. কত তম সংবিধান সংশোধনীতে রাজনৈতিক দলীয় ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে ?
    উত্তর: ৫২তম সংবিধান সংশোধনীতে রাজনৈতিক দলীয় ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ
    করে।
  31. ‘কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিকস’ গ্রন্থটির লেখক কে ?
    উত্তর: ‘কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিকস’ গ্রন্থটির লেখক হলেন অধ্যাপক রজনি কোঠারি
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers