Tuesday, 7 April 2020

ভারতের শাসন বিভাগ ও আইন বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ভারতের শাসন বিভাগ ও আইন বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  1. ভারতে শাসন বিভাগের প্রধান কে?
    উত্তর: রাষ্ট্রপতি হলেন ভারতে শাসন বিভাগের প্রধান।
  2. ভারতে জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন কে?
    উত্তর: রাষ্ট্রপতি ভারতে জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন।
  3. প্রথম ভারতীয় রাষ্ট্রপতির নাম কী ?
    উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি।
  4. ভারতে মৃত্যুদণ্ডে দন্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড রহিত করতে বা দণ্ড হ্রাস করতে পারেন কে ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড রহিত করতে বা দণ্ড হ্রাস করতে পারেন।
  5. ভারতে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স কত?
    উত্তর: ভারতে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স ৩৫ বছর।
  6. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি।
  7. ভারতের কেন্দ্রীয় প্রশাসনে কাকে সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ বলে মনে করা হয় ?
    উত্তর: ভারতের কেন্দ্রীয় প্রশাসনে ‘সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে মনে করা হয় প্রধানমন্ত্রীকে।
  8. কী পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ?
    উত্তর: রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ‘মহাবিচার’ (ইমপিচমেন্ট) পদ্ধতিতে।
  9. M.L.A.-এর পুরাে নাম কী ?
    উত্তর: M.L.A.-এর পুরাে নাম ‘Member of Legislative Assembly’
  10. ভারত সরকারের শাসন বিভাগীয় সিদ্ধান্ত কার নামে গৃহীত হয়?
    উত্তর: ভারত সরকারের শাসন বিভাগীয় সিদ্ধান্ত গৃহীত হয় রাষ্ট্রপতির নামে।
  11. সচিবালয় বলতে কী বােঝায়?
    উত্তর: মন্ত্রীর দপ্তরকে বলা হয় সচিবালয়।
  12. বিভাগের প্রশাসনিক প্রধানদের কী বলা হয় ?
    উত্তর: বিভাগের প্রশাসনিক প্রধানদের বলা হয় সচিব (Secretary)।
  13. বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা কত?
    উত্তর: বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা ৮জন।
  14. U.P.S.C.-এর পুরাে নাম কী ?
    উত্তর: U.P.S.C.-এর পুরাে নাম Union Public Service Commission.
  15. সংবিধানের কত নং ধারা অনুসারে সর্বভারতীয় কৃত্যকসমূহ (All India Services) গঠিত হয়েছে?
    উত্তর: সংবিধানের ৩১২ (১) নং ধারা অনুসারে সর্বভারতীয় কৃত্যকসমূহ গঠিত হয়েছে।
  16. রাষ্ট্রকৃত্য সম্পর্কিত কোঠারি কমিটির সুপারিশ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
    উত্তর: রাষ্ট্রকৃত্যক সম্পর্কিত কোঠারি কমিটির সুপারিশ ১৯৭৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
  17. I.A.S.-দের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
    উত্তর: I.A.S.-এর প্রশিক্ষণ কেন্দ্রটি মুসৌরিতে অবস্থিত।
  18. ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কী ?
    উত্তর: ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ।
  19. রাজ্যসভার সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?
    উত্তর: রাজ্যসভার সদস্যগণ সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
  20. রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম বয়সসীমা কত ?
    উত্তর: রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম ৩০ বছর বয়স হতে হবে।
  21. বর্তমানে লােকসভায় তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
    উত্তর: ৮৪টি আসন বর্তমানে (২০১৯) লােকসভায় তফশিলি জাতির জন্য সংরক্ষিত আছে।
  22. রাষ্ট্রপতি লােকসভায় কতজন সদস্য মনােনীত করতে পারেন?
    উত্তর: রাষ্টপতি ইঙ্গ-ভারতীয় ২জন সদস্য লােকসভায় মনােনীত করতে পারেন।
  23. লােকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষকে কারা নির্বাচিত করেন?
    উত্তর: লােকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষকে নির্বাচিত করেন লােকসভার সদস্যবৃন্দ।
  24. লােকসভার সচিবালয়ের প্রধান কে?
    উত্তর: স্পিকার হলেন লােকসভার সচিবালয়ের প্রধান।
  25. বাস্তবে মন্ত্রীসভা সরকারি নীতি ও কাজের জন্য প্রত্যক্ষভাবে কার নিকট দায়িত্বশীল থাকে?
    উত্তর: বাস্তবে মন্ত্রীসভা সরকারি নীতি ও কাজের জন্য প্রত্যক্ষভাবে দায়িত্বশীল থাকে লােকসভার নিকট [৭৫(৩) ধারা]।
  26. ভারতের সংসদ কী পদ্ধতিতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে ?
    উত্তর: ভারতের সংসদ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে ইমপিচমেন্ট’ (Impeachment) পদ্ধতির মাধ্যমে।
  27. “নিরপেক্ষতাই হল আমাদের স্পিকারের যােগ্যতা” এটি কার উক্তি?
    উত্তর: “নিরপেক্ষতাই হল আমাদের স্পিকারের যােগ্যতা” একথা বলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভি. ভি. গিরি
  28. ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
    উত্তর: সংবিধানের ৫৪নং ধারা অনুসারে একটি নির্বাচক সংস্থা কর্তৃক পরােক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  29. ভারতে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন কে?
    উত্তর: রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন।
  30. সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন সংবিধানের ৩৬০ নং ধারা অনুসারে।
  31. ভারতের নির্বাচন কমিশনারদের নিয়ােগ করেন কে?
    উত্তর: রাষ্ট্রপতি ভারতের নির্বাচন কমিশনারদের নিয়ােগ করেন।
  32. ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন?
    উত্তর: প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন।
  33. উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন্ পদের অধিকারী?
    উত্তর: পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি।
  34. সাধারণ অবস্থায় রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োেগ করেন?
    উত্তর: লােকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি সাধারণ অবস্থায় প্রধানমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন।
  35. ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন পদাধিকারীদের নিয়ােগের (এটর্নি জেনারেল, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার) ক্ষেত্রে কার পরামর্শ মেনে কাজ করেন?
    উত্তর: প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন পদাধিকারীদের নিয়ােগ করেন।
  36. M.P.-এর পুরাে নাম কী ?
    উত্তর: M.P.-এর পুরাে নাম Member of Parliament.
  37. ভারতের কেন্দ্রীয় প্রশাসন কাদের নিয়ে গড়ে উঠেছে?
    উত্তর: ভারতের কেন্দ্রীয় প্রশাসন গড়ে উঠেছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ক্যাবিনেটসহ তাঁদের সচিবালয় ও অন্যান্য সচিবালয় নিয়ে।
  38. প্রধানমন্ত্রীর সচিবালয়ের নাম কী ?
    উত্তর: প্রধানমন্ত্রীর সচিবালয়টির নাম ‘প্রধানমন্ত্রীর কর্মদপ্তর’ (P.M.O.)।
  39. প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের কী বলা হয় ?
    উত্তর: প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের বলা হয় মন্ত্রী।
  40. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন?
    উত্তর: ৬ বছরের জন্য কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যগণ নিযুক্ত হন।
  41. সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যকে পরীক্ষার্থীদের বয়সসীমা কত বছর?
    উত্তর: সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যকে পরীক্ষার্থীদের বয়সসীমা ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
  42. I.A.S.-এর পুরাে নাম কী?
    উত্তর: I.A.S.-এর পুরাে নাম Indian Administrative Service.
  43. তিন কেন্দ্রীয় কৃত্যকের নাম লেখাে।
    উত্তর: ৩টি কেন্দ্রীয় কৃত্যকের নাম হল-
    (ক) ভারতীয় পররাষ্ট্রকৃত্যক, (খ) ভারতীয় আয়কর কৃত্যক এবং (গ) ভারতীয় ডাক কৃত্যক।
  44. তিনটি রাজ্য কৃত্যকের নাম লেখাে।
    উত্তর: তিনটি রাজ্য কৃত্যকের নাম হল- (ক) পুলিশকৃত্যক, (খ) প্রশাসনিক কৃত্যক এবং (গ) বিচার কৃত্যক।
  45. কত খ্রিস্টাব্দে ‘সতীশচন্দ্র কমিটি’ গঠিত হয়েছিল?​
    উত্তর: সতীশচন্দ্র কমিটি গঠিত হয়েছিল ১৯৮৮ খ্রিস্টাব্দে।​
  46. ভারতীয় রেলওয়েতে নিযুক্ত আধিকারিকদের প্রশিক্ষণদানের কলেজটি কোথায় অবস্থিত?
    উত্তর: ভারতীয় রেলওয়েতে নিযুক্ত আধিকারিকদের প্রশিক্ষণদানের কলেজটি বরােদাতে অবস্থিত।
  47. ভারতীয় পার্লামেন্ট (সংসদ) কাদের নিয়ে গঠিত?
    উত্তর: লােকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে ভারতের সংসদ গঠিত।
  48. উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে?
    উত্তর: উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি।
  49. রাজ্যসভার সদস্যরা কী পদ্ধতিতে নির্বাচিত হন?
    উত্তর: বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের দ্বারা রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন।
  50. রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধির সংখ্যা কত?
    উত্তর: রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধির সংখ্যা ১জন।
  51. সংবিধানের ৩১তম সংশােধন অনুসারে অনধিক কত জন সদস্য নিয়ে লােকসভা গঠিত হতে পারে?
    উত্তর: সংবিধানের ৩১তম সংশােধন অনুসারে অনধিক ৫৫০ জন সদস্য নিয়ে লােকসভা গঠিত হতে পারে।
  52. লােকসভায় বর্তমানে তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
    উত্তর: ৪৭টি আসন (৩৩০ ধারা) বর্তমানে (২০১৯ সাল) লােকসভায় তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত।
  53. লােকসভার অধ্যক্ষকে পদচ্যুত করার জন্য কতদিন পূর্বে প্রস্তাব আকারে নােটিশ দিতে হয়?
    উত্তর: অন্তত ১৪দিন পূর্বে প্রস্তাব আকারে নােটিশ দিতে হয় লােকসভার অধ্যক্ষকে পদচ্যুত করার জন্য (৯৮ ধারা)।
  54. ভারতে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক ক্ষমতা বণ্টন করা হয়েছে?
    উত্তর: ভারতে তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক ক্ষমতা বণ্টন করা হয়েছে।
  55. সংসদীয় শাসনব্যবস্থায় মন্ত্রীসভা গঠন করেন কারা?
    উত্তর: সংসদীয় শাসনব্যবস্থায় সংসদের সংখ্যগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীরাই মন্ত্রীসভা গঠন করেন।
  56. ভারতে লােকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভােগ করে এমন দুটি বিষয় উল্লেখ করাে।
    উত্তর: রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংশােধনের ক্ষেত্রে লােকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভােগ করে।
  57. ভারতে কার তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
    উত্তর: ভারতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  58. ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয় কাদের নিয়ে?
    উত্তর: ভারতে কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রীপরিষদ ও সরকারি স্থায়ী কর্মচারীদের নিয়ে।
  59. ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘােষণা করতে পারে?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘােষণা করতে পারে।
  60. ভারতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘােষিত হয়েছিল কোন্ কোন্ খ্রিস্টাব্দে?
    উত্তর: ভারতে ‘জাতীয় জরুরি অবস্থা ঘােষিত হয়েছিল ১৯৬২ খ্রিস্টাব্দে, ১৯৭১ খ্রিস্টাব্দে এবং ১৯৭৫ খ্রিস্টাব্দে।
  61. ভারতে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়ােগ করেন।
  62. ভারতের রাষ্ট্রপতি কী পদ্ধতিতে নির্বাচিত হন?
    উত্তর: একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  63. ভারতের উপরাষ্ট্রপতি কী পদ্ধতিতে নির্বাচিত হন?
    উত্তর: একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
  64. কীভাবে ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিযুক্ত হন?
    উত্তর: প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিযুক্ত হন।
  65. ভারতের রাষ্ট্রপতি জরুরি আইন জারি করতে পারেন কখন?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি জরুরি আইন জারি করতে পারেন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন।
  66. ভারতে কীরুপ প্রশাসনিক কাঠামাে আছে?
    উত্তর: ভারতে পার্লামেন্টীয় প্রশাসনিক কাঠামাে গড়ে উঠেছে।
  67. প্রধানমন্ত্রীর কর্মদপ্তরে আধিকারিকদের সংখ্যা কত?
    উত্তর: প্রধানমন্ত্রীর কর্মদপ্তরে আধিকারিকদের সংখ্যা ৬০-এর অধিক।
  68. প্রতিরক্ষামন্ত্রকে বর্তমানে কয়টি বিভাগ আছে?
    উত্তর: প্রতিরক্ষামন্ত্রকে বর্তমানে ৩টি বিভাগ আছে।
  69. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের বয়সসীমা কত বছর?
    উত্তর: কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের বয়সসীমা ৬৫ বছর।
  70. ভারতে কত রকমের রাষ্ট্রকৃত্যক আছে?
    উত্তর: ভারতে তিন ধরনের রাষ্ট্রকৃত্যক আছে।
  71. I.P.S.-এর পুরাে নাম কী?
    উত্তর: I.P.S- এর পুরাে নাম Indian Police Service.
  72. কয়েকটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখাে।
    উত্তর: কয়েকটি সর্বভারতীয় কৃত্যকের নাম হল—
    (ক) ভারতীয় অরণ্য কৃত্যক
    (খ) ভারতীয় শিক্ষা কৃত্যক এবং
    (গ) ভারতীয় কৃষি কৃত্যক।
  73. আয়কর কৃত্যকের শিক্ষার্থীর প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
    উত্তর: আয়কর কৃত্যকের শিক্ষার্থীর প্রশিক্ষণ কেন্দ্রটি নাগপুরে অবস্থিত।
  74. ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ ও কী কী?
    উত্তর: ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ আছে।
    যথা—উচ্চকক্ষ বা রাজ্যসভা এবং নিম্নকক্ষ বা লােকসভা।
  75. রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে?
    উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
  76. রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর?
    উত্তর: রাজ্যসভার সদস্যদের কার্যকাল ৬ বছর।
  77. বর্তমান আইন অনুসারে রাজ্যগুলি থেকে অনধিক কতজন সদস্য লােকসভায় প্রতিনিধিত্ব করতে পারেন?
    উত্তর: বর্তমান আইন অনুসারে রাজ্যগুলি থেকে অনধিক ৫৩০ জন সদস্য লােকসভায় প্রতিনিধিত্ব করতে পারেন।
  78. কীভাবে লােকসভার সদস্যরা নির্বাচিত হন?
    উত্তর: লােকসভার সদস্যরা জনগণের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
  79. লােকসভায় কোনাে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভােট পড়লে স্পিকার কীভাবে সেই অচলাবস্থার অবসান ঘটান?
    উত্তর: লােকসভায় কোনাে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোেট পড়লে স্পিকার নিজে একটি নির্ণায়ক ভােট দিয়ে সেই অচলাবস্থার অবসান ঘটান।
  80. কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে?
    উত্তর: পার্লামেন্টের হাতে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
  81. সংসদের নিকট মন্ত্রীসভার দায়িত্বের প্রকৃতি কেমন?
    উত্তর: সংসদের নিকট মন্ত্রীসভার দায়িত্বের প্রকৃতি ব্যক্তিগত ও যৌথ।
  82. ভারতে রাজ্যসভা অপেক্ষা লােকসভা অধিক ক্ষমতা ভােগ করে এমন দুটি বিষয়ের উল্লেখ করাে।
    উত্তর: ভারতে রাজ্যসভা অপেক্ষা লােকসভা অধিক ক্ষমতা ভােগ করে, এমন দুটি বিষয় হল—(ক) অর্থবিল পাস করা এবং (খ) মন্ত্রীসভাকে নিয়ন্ত্রণ করা।
  83. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক প্রধান?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক প্রধান।
  84. ভারতের রাষ্ট্রপতির তিন ধরনের জরুরি অবস্থাগুলি কী কী?
    উত্তর: জাতীয় জরুরি অবস্থা, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা এই তিন ধরনের জরুরি অবস্থা ভারতের রাষ্ট্রপতি জারি করতে পারেন।
  85. ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে কতজন সদস্য মনােনীত করতে পারেন?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে ১৪জন সদস্য মনােনীত করতে পারেন।
  86. কে ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়ােগ করেন?
    উত্তর: রাষ্ট্রপতি ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়ােগ করেন।
  87. ভারতের রাষ্ট্রপতি হলেন “emergency light” একথা কে বলেছেন?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন, “emergency light” একথা বলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামস্বামী বেঙ্কটরমন।
  88. ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
    উত্তর: রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ।
  89. “সরকার দেশের প্রভু, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু।” একথা বলেছেন কে?
    উত্তর: “সরকার দেশের প্রভু, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু” একথা বলেছেন গ্রিভস।
  90. রাষ্ট্রপতির বিরুদ্ধেকতদিন পূর্বে নােটিশ দিয়ে কী ধরনের মামলা দায়ের করা যায়?
    উত্তর: রাষ্ট্রপতির বিরুদ্ধে ২মাস পূর্বে নােটিশ দিয়ে -“দেওয়ানি মামলা” দায়ের করা যায়।
  91. ভারতে প্রশাসন কীভাবে বিন্যস্ত?
    উত্তর: ভারতে প্রশাসন কেন্দ্রীয়; রাজ্য, জেলা ও স্থানীয়স্তরে বিন্যস্ত।
  92. সরকারি কৃত্যকের প্রবীণতম ব্যক্তিটি কোন্ পদে থাকে?
    উত্তর: সরকারি কৃত্যকের প্রবীণতম ব্যক্তিটি ক্যাবিনেট সচিব পদে থাকে।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers