- ভারতে শাসন বিভাগের প্রধান কে?
উত্তর: রাষ্ট্রপতি হলেন ভারতে শাসন বিভাগের প্রধান।
- ভারতে জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন কে?
উত্তর: রাষ্ট্রপতি ভারতে জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন।
- প্রথম ভারতীয় রাষ্ট্রপতির নাম কী ?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি।
- ভারতে মৃত্যুদণ্ডে দন্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড রহিত করতে বা দণ্ড হ্রাস করতে পারেন কে ?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড রহিত করতে বা দণ্ড হ্রাস করতে পারেন।
- ভারতে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স কত?
উত্তর: ভারতে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স ৩৫ বছর।
- ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি।
- ভারতের কেন্দ্রীয় প্রশাসনে কাকে সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ বলে মনে করা হয় ?
উত্তর: ভারতের কেন্দ্রীয় প্রশাসনে ‘সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে মনে করা হয় প্রধানমন্ত্রীকে।
- কী পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ?
উত্তর: রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ‘মহাবিচার’ (ইমপিচমেন্ট) পদ্ধতিতে।
- M.L.A.-এর পুরাে নাম কী ?
উত্তর: M.L.A.-এর পুরাে নাম ‘Member of Legislative Assembly’।
- ভারত সরকারের শাসন বিভাগীয় সিদ্ধান্ত কার নামে গৃহীত হয়?
উত্তর: ভারত সরকারের শাসন বিভাগীয় সিদ্ধান্ত গৃহীত হয় রাষ্ট্রপতির নামে।
- সচিবালয় বলতে কী বােঝায়?
উত্তর: মন্ত্রীর দপ্তরকে বলা হয় সচিবালয়।
- বিভাগের প্রশাসনিক প্রধানদের কী বলা হয় ?
উত্তর: বিভাগের প্রশাসনিক প্রধানদের বলা হয় সচিব (Secretary)।
- বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা কত?
উত্তর: বর্তমানে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য সংখ্যা ৮জন।
U.P.S.C.-এর পুরাে নাম কী ?
উত্তর: U.P.S.C.-এর পুরাে নাম Union Public Service Commission.
সংবিধানের কত নং ধারা অনুসারে সর্বভারতীয় কৃত্যকসমূহ (All India Services) গঠিত হয়েছে?
উত্তর: সংবিধানের ৩১২ (১) নং ধারা অনুসারে সর্বভারতীয় কৃত্যকসমূহ গঠিত হয়েছে।
রাষ্ট্রকৃত্য সম্পর্কিত কোঠারি কমিটির সুপারিশ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উত্তর: রাষ্ট্রকৃত্যক সম্পর্কিত কোঠারি কমিটির সুপারিশ ১৯৭৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
I.A.S.-দের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: I.A.S.-এর প্রশিক্ষণ কেন্দ্রটি মুসৌরিতে অবস্থিত।
ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম কী ?
উত্তর: ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ।
রাজ্যসভার সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?
উত্তর: রাজ্যসভার সদস্যগণ সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম বয়সসীমা কত ?
উত্তর: রাজ্যসভার পদপ্রার্থীদের ন্যূনতম ৩০ বছর বয়স হতে হবে।
বর্তমানে লােকসভায় তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
উত্তর: ৮৪টি আসন বর্তমানে (২০১৯) লােকসভায় তফশিলি জাতির জন্য সংরক্ষিত আছে।
- রাষ্ট্রপতি লােকসভায় কতজন সদস্য মনােনীত করতে পারেন?
উত্তর: রাষ্টপতি ইঙ্গ-ভারতীয় ২জন সদস্য লােকসভায় মনােনীত করতে পারেন।
- লােকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষকে কারা নির্বাচিত করেন?
উত্তর: লােকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষকে নির্বাচিত করেন লােকসভার সদস্যবৃন্দ।
- লােকসভার সচিবালয়ের প্রধান কে?
উত্তর: স্পিকার হলেন লােকসভার সচিবালয়ের প্রধান।
- বাস্তবে মন্ত্রীসভা সরকারি নীতি ও কাজের জন্য প্রত্যক্ষভাবে কার নিকট দায়িত্বশীল থাকে?
উত্তর: বাস্তবে মন্ত্রীসভা সরকারি নীতি ও কাজের জন্য প্রত্যক্ষভাবে দায়িত্বশীল থাকে লােকসভার নিকট [৭৫(৩) ধারা]।
- ভারতের সংসদ কী পদ্ধতিতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে ?
উত্তর: ভারতের সংসদ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে ইমপিচমেন্ট’ (Impeachment) পদ্ধতির মাধ্যমে।
- “নিরপেক্ষতাই হল আমাদের স্পিকারের যােগ্যতা” এটি কার উক্তি?
উত্তর: “নিরপেক্ষতাই হল আমাদের স্পিকারের যােগ্যতা” একথা বলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভি. ভি. গিরি।
- ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর: সংবিধানের ৫৪নং ধারা অনুসারে একটি নির্বাচক সংস্থা কর্তৃক পরােক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ভারতে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন।
- সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন সংবিধানের ৩৬০ নং ধারা অনুসারে।
- ভারতের নির্বাচন কমিশনারদের নিয়ােগ করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি ভারতের নির্বাচন কমিশনারদের নিয়ােগ করেন।
- ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন?
উত্তর: প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন।
- উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন্ পদের অধিকারী?
উত্তর: পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি।
- সাধারণ অবস্থায় রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োেগ করেন?
উত্তর: লােকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি সাধারণ অবস্থায় প্রধানমন্ত্রী হিসাবে নিয়ােগ করেন।
- ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন পদাধিকারীদের নিয়ােগের (এটর্নি জেনারেল, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার) ক্ষেত্রে কার পরামর্শ মেনে কাজ করেন?
উত্তর: প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন পদাধিকারীদের নিয়ােগ করেন।
- M.P.-এর পুরাে নাম কী ?
উত্তর: M.P.-এর পুরাে নাম Member of Parliament.
- ভারতের কেন্দ্রীয় প্রশাসন কাদের নিয়ে গড়ে উঠেছে?
উত্তর: ভারতের কেন্দ্রীয় প্রশাসন গড়ে উঠেছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ক্যাবিনেটসহ তাঁদের সচিবালয় ও অন্যান্য সচিবালয় নিয়ে।
- প্রধানমন্ত্রীর সচিবালয়ের নাম কী ?
উত্তর: প্রধানমন্ত্রীর সচিবালয়টির নাম ‘প্রধানমন্ত্রীর কর্মদপ্তর’ (P.M.O.)।
- প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের কী বলা হয় ?
উত্তর: প্রশাসনিক স্তরে বিভাগের রাজনৈতিক প্রধানদের বলা হয় মন্ত্রী।
- কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন?
উত্তর: ৬ বছরের জন্য কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যগণ নিযুক্ত হন।
- সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যকে পরীক্ষার্থীদের বয়সসীমা কত বছর?
উত্তর: সর্বভারতীয় রাষ্ট্রকৃত্যকে পরীক্ষার্থীদের বয়সসীমা ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
- I.A.S.-এর পুরাে নাম কী?
উত্তর: I.A.S.-এর পুরাে নাম Indian Administrative Service.
- তিন কেন্দ্রীয় কৃত্যকের নাম লেখাে।
উত্তর: ৩টি কেন্দ্রীয় কৃত্যকের নাম হল-
(ক) ভারতীয় পররাষ্ট্রকৃত্যক, (খ) ভারতীয় আয়কর কৃত্যক এবং (গ) ভারতীয় ডাক কৃত্যক।
- তিনটি রাজ্য কৃত্যকের নাম লেখাে।
উত্তর: তিনটি রাজ্য কৃত্যকের নাম হল- (ক) পুলিশকৃত্যক, (খ) প্রশাসনিক কৃত্যক এবং (গ) বিচার কৃত্যক।
- কত খ্রিস্টাব্দে ‘সতীশচন্দ্র কমিটি’ গঠিত হয়েছিল?
উত্তর: সতীশচন্দ্র কমিটি গঠিত হয়েছিল ১৯৮৮ খ্রিস্টাব্দে।
- ভারতীয় রেলওয়েতে নিযুক্ত আধিকারিকদের প্রশিক্ষণদানের কলেজটি কোথায় অবস্থিত?
উত্তর: ভারতীয় রেলওয়েতে নিযুক্ত আধিকারিকদের প্রশিক্ষণদানের কলেজটি বরােদাতে অবস্থিত।
- ভারতীয় পার্লামেন্ট (সংসদ) কাদের নিয়ে গঠিত?
উত্তর: লােকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে ভারতের সংসদ গঠিত।
- উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি।
- রাজ্যসভার সদস্যরা কী পদ্ধতিতে নির্বাচিত হন?
উত্তর: বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের দ্বারা রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন।
- রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধির সংখ্যা কত?
উত্তর: রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধির সংখ্যা ১জন।
- সংবিধানের ৩১তম সংশােধন অনুসারে অনধিক কত জন সদস্য নিয়ে লােকসভা গঠিত হতে পারে?
উত্তর: সংবিধানের ৩১তম সংশােধন অনুসারে অনধিক ৫৫০ জন সদস্য নিয়ে লােকসভা গঠিত হতে পারে।
- লােকসভায় বর্তমানে তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
উত্তর: ৪৭টি আসন (৩৩০ ধারা) বর্তমানে (২০১৯ সাল) লােকসভায় তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত।
- লােকসভার অধ্যক্ষকে পদচ্যুত করার জন্য কতদিন পূর্বে প্রস্তাব আকারে নােটিশ দিতে হয়?
উত্তর: অন্তত ১৪দিন পূর্বে প্রস্তাব আকারে নােটিশ দিতে হয় লােকসভার অধ্যক্ষকে পদচ্যুত করার জন্য (৯৮ ধারা)।
- ভারতে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক ক্ষমতা বণ্টন করা হয়েছে?
উত্তর: ভারতে তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক ক্ষমতা বণ্টন করা হয়েছে।
- সংসদীয় শাসনব্যবস্থায় মন্ত্রীসভা গঠন করেন কারা?
উত্তর: সংসদীয় শাসনব্যবস্থায় সংসদের সংখ্যগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীরাই মন্ত্রীসভা গঠন করেন।
- ভারতে লােকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভােগ করে এমন দুটি বিষয় উল্লেখ করাে।
উত্তর: রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধান সংশােধনের ক্ষেত্রে লােকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভােগ করে।
- ভারতে কার তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ভারতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয় কাদের নিয়ে?
উত্তর: ভারতে কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রীপরিষদ ও সরকারি স্থায়ী কর্মচারীদের নিয়ে।
- ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘােষণা করতে পারে?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘােষণা করতে পারে।
- ভারতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘােষিত হয়েছিল কোন্ কোন্ খ্রিস্টাব্দে?
উত্তর: ভারতে ‘জাতীয় জরুরি অবস্থা ঘােষিত হয়েছিল ১৯৬২ খ্রিস্টাব্দে, ১৯৭১ খ্রিস্টাব্দে এবং ১৯৭৫ খ্রিস্টাব্দে।
- ভারতে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়ােগ করেন।
- ভারতের রাষ্ট্রপতি কী পদ্ধতিতে নির্বাচিত হন?
উত্তর: একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ভারতের উপরাষ্ট্রপতি কী পদ্ধতিতে নির্বাচিত হন?
উত্তর: একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
- কীভাবে ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিযুক্ত হন?
উত্তর: প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যগণ নিযুক্ত হন।
- ভারতের রাষ্ট্রপতি জরুরি আইন জারি করতে পারেন কখন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি জরুরি আইন জারি করতে পারেন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন।
- ভারতে কীরুপ প্রশাসনিক কাঠামাে আছে?
উত্তর: ভারতে পার্লামেন্টীয় প্রশাসনিক কাঠামাে গড়ে উঠেছে।
- প্রধানমন্ত্রীর কর্মদপ্তরে আধিকারিকদের সংখ্যা কত?
উত্তর: প্রধানমন্ত্রীর কর্মদপ্তরে আধিকারিকদের সংখ্যা ৬০-এর অধিক।
- প্রতিরক্ষামন্ত্রকে বর্তমানে কয়টি বিভাগ আছে?
উত্তর: প্রতিরক্ষামন্ত্রকে বর্তমানে ৩টি বিভাগ আছে।
- কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের বয়সসীমা কত বছর?
উত্তর: কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের বয়সসীমা ৬৫ বছর।
- ভারতে কত রকমের রাষ্ট্রকৃত্যক আছে?
উত্তর: ভারতে তিন ধরনের রাষ্ট্রকৃত্যক আছে।
- I.P.S.-এর পুরাে নাম কী?
উত্তর: I.P.S- এর পুরাে নাম Indian Police Service.
- কয়েকটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখাে।
উত্তর: কয়েকটি সর্বভারতীয় কৃত্যকের নাম হল—
(ক) ভারতীয় অরণ্য কৃত্যক
(খ) ভারতীয় শিক্ষা কৃত্যক এবং
(গ) ভারতীয় কৃষি কৃত্যক।
- আয়কর কৃত্যকের শিক্ষার্থীর প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর: আয়কর কৃত্যকের শিক্ষার্থীর প্রশিক্ষণ কেন্দ্রটি নাগপুরে অবস্থিত।
- ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ ও কী কী?
উত্তর: ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ আছে।
যথা—উচ্চকক্ষ বা রাজ্যসভা এবং নিম্নকক্ষ বা লােকসভা।
- রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে?
উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
- রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর?
উত্তর: রাজ্যসভার সদস্যদের কার্যকাল ৬ বছর।
- বর্তমান আইন অনুসারে রাজ্যগুলি থেকে অনধিক কতজন সদস্য লােকসভায় প্রতিনিধিত্ব করতে পারেন?
উত্তর: বর্তমান আইন অনুসারে রাজ্যগুলি থেকে অনধিক ৫৩০ জন সদস্য লােকসভায় প্রতিনিধিত্ব করতে পারেন।
- কীভাবে লােকসভার সদস্যরা নির্বাচিত হন?
উত্তর: লােকসভার সদস্যরা জনগণের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- লােকসভায় কোনাে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভােট পড়লে স্পিকার কীভাবে সেই অচলাবস্থার অবসান ঘটান?
উত্তর: লােকসভায় কোনাে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোেট পড়লে স্পিকার নিজে একটি নির্ণায়ক ভােট দিয়ে সেই অচলাবস্থার অবসান ঘটান।
- কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে?
উত্তর: পার্লামেন্টের হাতে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।
- সংসদের নিকট মন্ত্রীসভার দায়িত্বের প্রকৃতি কেমন?
উত্তর: সংসদের নিকট মন্ত্রীসভার দায়িত্বের প্রকৃতি ব্যক্তিগত ও যৌথ।
- ভারতে রাজ্যসভা অপেক্ষা লােকসভা অধিক ক্ষমতা ভােগ করে এমন দুটি বিষয়ের উল্লেখ করাে।
উত্তর: ভারতে রাজ্যসভা অপেক্ষা লােকসভা অধিক ক্ষমতা ভােগ করে, এমন দুটি বিষয় হল—(ক) অর্থবিল পাস করা এবং (খ) মন্ত্রীসভাকে নিয়ন্ত্রণ করা।
- ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক প্রধান?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক প্রধান।
- ভারতের রাষ্ট্রপতির তিন ধরনের জরুরি অবস্থাগুলি কী কী?
উত্তর: জাতীয় জরুরি অবস্থা, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা এই তিন ধরনের জরুরি অবস্থা ভারতের রাষ্ট্রপতি জারি করতে পারেন।
- ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে কতজন সদস্য মনােনীত করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে ১৪জন সদস্য মনােনীত করতে পারেন।
- কে ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়ােগ করেন?
উত্তর: রাষ্ট্রপতি ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়ােগ করেন।
- ভারতের রাষ্ট্রপতি হলেন “emergency light” একথা কে বলেছেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন, “emergency light” একথা বলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামস্বামী বেঙ্কটরমন।
- ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
উত্তর: রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ।
- “সরকার দেশের প্রভু, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু।” একথা বলেছেন কে?
উত্তর: “সরকার দেশের প্রভু, আর প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রভু” একথা বলেছেন গ্রিভস।
- রাষ্ট্রপতির বিরুদ্ধেকতদিন পূর্বে নােটিশ দিয়ে কী ধরনের মামলা দায়ের করা যায়?
উত্তর: রাষ্ট্রপতির বিরুদ্ধে ২মাস পূর্বে নােটিশ দিয়ে -“দেওয়ানি মামলা” দায়ের করা যায়।
- ভারতে প্রশাসন কীভাবে বিন্যস্ত?
উত্তর: ভারতে প্রশাসন কেন্দ্রীয়; রাজ্য, জেলা ও স্থানীয়স্তরে বিন্যস্ত।
- সরকারি কৃত্যকের প্রবীণতম ব্যক্তিটি কোন্ পদে থাকে?
উত্তর: সরকারি কৃত্যকের প্রবীণতম ব্যক্তিটি ক্যাবিনেট সচিব পদে থাকে।