Tuesday, 7 April 2020

নির্বাচন কমিশন গঠন ও কার্যাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নির্বাচন কমিশন গঠন ও কার্যাবলী
  1. ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালন করেন কে?
    উত্তর: ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশন
  2. ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
    উত্তর: ভারতীয় সংবিধানের ৩২৪ নং ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
  3. কে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন।
  4. কে আঞ্চলিক নিৰ্বাচন কমিশনারদের নিয়োগ করেন ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন।
  5. কতজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় ?
    উত্তর: ৩ জন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়।
  6. কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করেন?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করেন।
  7. নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং আঞ্চলিক নিৰ্বাচন কমিশনারদের কার সুপারিশে পদচ্যুত করা হয় ?
    উত্তর: মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং আঞ্চলিক নির্বাচন কমিশনারদের পদচ্যুত করা হয়।
  8. কত বছরের জন্য মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন?
    উত্তর:  বছরের জন্য মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন।
  9. ভারতীয় নাগরিকগণ কত বছর বয়সে ভোটাধিকার লাভ করেন?
    উত্তর: ভারতীয় নাগরিকগণ ১৮ বছর বয়সে ভোটাধিকার লাভ করেন।
  10. কত খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে নারীদের ভোটাধিকার স্বীকৃতি লাভ করে?
    উত্তর: ১৯৭১ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে নারীদের ভোটাধিকার স্বীকৃতি লাভ করে।
  11. ভারতে বিদেশিরা কি ভোটাধিকার পেয়ে থাকেন ?
    উত্তর: ভারতে বিদেশিরা ভোটাধিকার পান না।
  12. সর্বজনীন ভোটাধিকারের পূর্বে সর্বজনীন শিক্ষা প্রবর্তনের প্রয়োজন’-উক্তিটি কার?
    উত্তর: জে.এস. মিল বলেছেন, সর্বজনীন ভোটাধিকারের পূর্বে সর্বজনীন শিক্ষা প্রবর্তনের প্রয়োজন’ ।
  13. ভারতীয় সংবিধানে কি দেউলিয়া ও বিকৃত মস্তিষ্কের ব্যক্তিদের ভোটাধিকার আছে?
    উত্তর: ভারতীয় সংবিধানে দেউলিয়া ও বিকৃত মস্তিষ্কের ব্যক্তিদের ভোটাধিকার নেই।
  14. ভারতীয় সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কি স্বীকৃত ?
    উত্তর: ভারতীয় সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত।
  15. ভারতীয় সংবিধানে নারীদের কি ভোটাধিকার স্বীকৃত?
    উত্তর: ভারতীয় সংবিধানে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
  16. ভারতে কার তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?
    উত্তর: ভারতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
  17. সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ফলে কি সাম্যনীতি প্রতিষ্ঠিত হয় ?
    উত্তর: সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ফলে সাম্যনীতি প্রতিষ্ঠিত হয় না।
  18. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কী ভোটাধিকার বাঞ্ছনীয় ?
    উত্তর: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ভোটাধিকার থাকা উচিত।
  19. ‘নারী জাতি ভোটাধিকারের অপপ্রয়োগ ঘটায়’।— উক্তিটি কার?
    উত্তর: জন স্টুয়ার্ট মিল বলেছেন,– ‘নারী জাতি ভোটাধিকারের অপপ্রয়োগ ঘটায়।’
  20. গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে কি প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত ?
    উত্তর: গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত।
  21. কে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা স্থির করেন ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা স্থির করেন।
  22. রাজনৈতিক দলকে নির্বাচন প্রতীক বিতরণ করে কে ?
    উত্তর: নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে নির্বাচন প্রতীক বিতরণ করে।
  23. সংবিধানের কত নং ধারায় ১৮ বছর বয়স্ক প্রত্যেক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়?
    উত্তর: সংবিধানের ৩২৬ নং ধারায় ১৮ বছর বয়স্ক প্রত্যেক নাগরিকের ভোটাধিকার স্বীকৃত হয়।
  24. মূল সংবিধানে নাগরিকদের ভোটাধিকারের বয়স কত ছিল ?
    উত্তর: মূল সংবিধানে নাগরিকদের ভোটাধিকারের বয়স ছিল ২১ বছর।
  25. কত খ্রিস্টাব্দে এবং কততম সংবিধান সংশোধনীতে নাগরিকদের ভোট দানের অধিকারের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?
    উত্তর: ১৯৮৯ খ্রিস্টাব্দে ৬২তম সংবিধান সংশোধনীতে নাগরিকদের ভোটদানের অধিকারের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে।
  26. ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
    উত্তর: ভারতে প্রথম সাধারণ নির্বাচন ১৯৫২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।
  27. “State and Politics in India” গ্রন্থটি কার রচনা?
    উত্তর: “State and Politics in India” গ্রন্থটি রচনা করেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়
  28. কত নং ধারায় বলা হয় নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী হল নির্বাচন কমিশন ?
    উত্তর: সংবিধানের ৩২৪ নং ধারায় বলা হয় নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী হল নির্বাচন কমিশন।
  29. সংবিধানের কত নং ধারায় নির্বাচন কমিশনের গঠন আলোচনা করা হয় ?
    উত্তর: সংবিধানের ৩২৪ (২) নং ধারায় নির্বাচন কমিশনের গঠন আলোচনা করা হয়।
  30. সংবিধানের কোন কোন ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের বিধি আলোচনা করা হয়?
    উত্তর: সংবিধানের ৫৪ এবং ৫৫ নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের বিধি আলোচনা করা হয়।
  31. মার্কিন যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে নারীরা ভোটাধিকার লাভ করে?
    মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯১৯ খ্রিস্টাব্দে নারীরা ভোটাধিকার লাভ করে।
  32. ব্রিটেনে কত খ্রিস্টাব্দে নারীরা ভোটাধিকার লাভ করে?
    ব্রিটেনে ১৯২৮ খ্রিস্টাব্দে নারীরা ভোটাধিকার লাভ করে।
  33. ফ্রান্সে কত খ্রিস্টাব্দে নারীরা ভোটাধিকার লাভ করে?
    উত্তর: ফ্রান্সে ১৯৪৫ খ্রিস্টাব্দে নারীরা ভোটাধিকার লাভ করে।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers