Tuesday, 7 April 2020

রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের প্রকৃতি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের প্রকৃতি
  1. সংসদীয় গণতন্ত্র বলতে কী বোঝায় ?
    উত্তর: সংসদীয় গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি শাসনব্যবস্থা, যেখানে নির্বাচিত একটি আইনসভার নিকট দায়ীত্বশীল মন্ত্রীসভা আছে।
  2. রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় শাসকগণ কীভাবে পদচ্যুত হয় ?
    উত্তর: রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় শাসকগণ পদচ্যুত হন মহাবিচার পদ্ধতি দ্বারা।
  3. ভারতের মন্ত্রীপরিষদ কী ধরনের শাসক ?
    উত্তর: ভারতের মন্ত্রীপরিষদ প্রকৃত শাসক।
  4. ইংল্যান্ডের রাজা বা রানি কীরূপ শাসক প্রধান ?
    উত্তর: ইংল্যান্ডের রাজা বা রানি নিয়মতান্ত্রিক শাসক প্রধান।
  5. মার্কিন যুক্তরাষ্ট্রে কীরূপ সরকার আছে ?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার আছে।
  6. ইংরেজি Republic কথাটি কোন শব্দ ভাণ্ডার থেকে উদ্ভূত হয়েছে ?
    উত্তর: ইংরেজি Republic কথাটি ল্যাটিন শব্দ ভাণ্ডার থেকে উদ্ভূত হয়েছে।
  7. রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কোন পদ্ধতিতে পদচ্যুত হন ?
    উত্তর: রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান সাধারণত পদচ্যুত হন ‘ইমপিচমেন্ট পদ্ধতি’ দ্বারা।
  8. ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি কোন শাসনব্যবস্থার বৈশিষ্ট্য ?
    উত্তর: ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য।
  9. রাজস্ব বন্টনে আয়ের বেশির ভাগ অংশ কার হাতে থাকে ?
    উত্তর: রাজস্ব বণ্টনে আয়ের বেশির ভাগ অংশ কেন্দ্রীয় সরকারের হাতে থাকে।
  10. কোন রাষ্ট্রবিজ্ঞানী যুক্তরাষ্ট্রে কেন্দ্র প্রবণতার চারটি কারণ উল্লেখ করেছেন ?
    উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী কে. সি. হোয়ার যুক্তরাষ্ট্রে কেন্দ্র-প্রবণতার চারটি কারণ উল্লেখ করেছেন।
  11. ইংল্যান্ডের শাসনব্যবস্থা কী ধরনের ?
    উত্তর: ইংল্যান্ডের শাসনব্যবস্থা এককেন্দ্রিক।
  12. অ্যারিস্টটলের মতে সরকার কয় প্রকার ?
    উত্তর: অ্যারিস্টটলের মতে সরকার দুই প্রকার।
  13. সোভিয়েত ইউনিয়নে কী ধরনের শাসন কর্তৃপক্ষ দেখা যায় ?
    উত্তর: সোভিয়েত ইউনিয়নে বহু শাসন কর্তৃপক্ষ দেখতে পাওয়া যায়।
  14. ভারতে কীরূপ সরকার আছে?
    উত্তর: ভারতে সংসদীয় সরকার আছে।
  15. ভারতের রাষ্ট্রপতিকে কী ধরনের শাসক বলা যেতে পারে?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক শাসক বলা যেতে পারে।
  16. সংসদীয় সরকারের মন্ত্রীসভা কার নিকট দায়িত্বশীল?
    উত্তর: সংসদীয় সরকারের মন্ত্রীসভা পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নিকট দায়িত্বশীল।
  17. লিখিত সংবিধানে সাধারণত কোন বিভাগের প্রাধান্য থাকে ?
    উত্তর: লিখিত সংবিধানে সাধারণত বিচার বিভাগের প্রাধান্য থাকে।
  18. রাষ্ট্রপতি পরিচালিত শাসনব্যবসথায় রাষ্ট্রপ্রধান কার নিকট দায়িত্বশীল থাকেন ?
    উত্তর: রাষ্ট্রপতি পরিচালিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের নিকট দায়িত্বশীল।
  19. কী ধরনের সরকারে আইন ও শাসন বিভাগের গভীর সম্পর্ক লক্ষ করা যায় ?
    উত্তর: মন্ত্রীপরিষদশাসিত সরকারে আইন ও শাসন বিভাগের গভীর সম্পর্ক লক্ষ করা যায়।
  20. ভারতে সংসদীয় শাসনব্যবথায় রাষ্ট্রপতি কী ধরনের শাসক ?
    উত্তর: ভারতে সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি হল নিয়মতান্ত্রিক শাসক।
  21. ভারতবর্ষের শাসনব্যবথায় কোন বিভাগের প্রাধান্য আছে ?
    উত্তর: ভারতবর্ষের শাসনব্যবস্থায় বিচার ও আইন বিভাগের প্রাধান্য আছে।
  22. ভারতবর্ষের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?
    উত্তর: ভারতবর্ষের রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন।
  23. কত নং ধারায় ভারতীয় রাষ্ট্রপতিকে ‘ইমপিচমেন্ট’ পদ্ধতির দ্বারা পদচ্যুত করা যায় ?
    উত্তর: সংবিধানের ৬১নং ধারায় ভারতীয় রাষ্ট্রপতিকে ‘ইমপিচমেন্ট’ পধতির দ্বারা পদচ্যুত করা যায়।
  24. ভারতের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ কে ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ শাসন বিভাগীয় কর্তৃপক্ষ।
  25. ভারতে কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসনকার্য কার নামে সম্পাদিত হয়?
    উত্তর: ভারতে কেন্দ্রীয় সরকারের শাসনকার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়।
  26. কেন্দ্রশাসিত এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলসমূহের প্রধান প্রশাসক কে ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন কেন্দ্রশাসিত এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলসমূহের প্রধান প্রশাসক।
  27. ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক
  28. ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে কত সদস্যকে মনোনীত করতে পারেন ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টে ১৪ জন সদস্যকে মনোনীত করতে পারেন।
  29. কত নং ধারায় ভারতের রাষ্ট্রপতি মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন ?
    উত্তর: সংবিধানের ৭২ নং ধারায় ভারতের রাষ্ট্রপতি মৃত্যুদন্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন।
  30. সংবিধানের কত নং ধারায় সংবিধানকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করতে হয় ?
    উত্তর: সংবিধানের ৬০নং ধারায় সংবিধানকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করতে হয়।
  31. উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
    উত্তর: উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল রাজ্যসভায় সভাপতিত্ব করা।
  32. তত্ত্বগতভাবে ভারতের প্রথম নাগরিক কে ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি তত্ত্বগতভাবে ভারতের প্রথম নাগরিক
  33. তত্ত্বগতভাবে ভারতের দ্বিতীয় নাগরিক কে?
    উত্তর: তত্ত্বগতভাবে ভারতের দ্বিতীয় নাগরিক ভারতের উপরাষ্ট্রপতি
  34. কত নং ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ?
    উত্তর: সংবিধানের ৭৫(১)নং ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ
    করেন।
  35. ‘মার্কিন রাষ্ট্রপতির সঙেগ ভারতের রাষ্ট্রপতির কেবল নামে মিল, ক্ষমতার বিচারে কোনো , সাদৃশ্য নেই’ -কে বলেছেন?
    উত্তর: ড. আম্বেদকর বলেছেন ‘মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রপতির কেবল নামে মিল, ক্ষমতার বিচারে কোনো সাদৃশ্য নেই’।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers