Tuesday 7 April 2020

রাষ্ট্র ও রাষ্ট্রের উৎপত্তি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

রাষ্ট্র ও রাষ্ট্রের উৎপত্তি
  1. ত্রিপুরা কি একটি সার্বভৌম রাষ্ট্র?
    উত্তর: না। ত্রিপুরা একটি সার্বভৌম রাষ্ট্র নয়।
  2. কে বলেছেন ‘নির্দিষ্ট ভূখন্ড রাষ্ট্রের আবিশ্যিক উপাদান নয়’?
    উত্তর: সিলি বলেছেন ‘নির্দিষ্ট ভূখন্ড রাষ্ট্রের  আবিশ্যিক উপাদান নয়’।
  3. ‘আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র’- কে একথা বলেছেন?
    উত্তর: ‘আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র’-  একথা বলেছেন অধ্যাপক হ্যারল্ড লাস্কি
  4. রাষ্ট্রের কি কেবলমাত্র অভ্যন্তরীণ সার্বভৌমিকতা আছে?
    উত্তর: না। রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় প্রকার সার্বভৌমিকতা আছে।
  5. ‘রাষ্ট্র শ্রেণিশাসনের যন্ত্র মাত্র’- কার উক্তি?
    উত্তর: ‘রাষ্ট্র’ শ্রেণিশাসনের যন্ত্র মাত্র’- উক্তিটি হলো কাল মার্কসের
  6. একজন ব্যক্তি একই সঙ্গে কয়টি রাষ্ট্রের সদস্য হতে পারেন?
    উত্তর: একজন ব্যক্তি একই সঙ্গে একটি মাত্র রাষ্ট্রের সদস্য হতে পারেন।
  7. রাষ্ট্র কিরূপ ধারণা?
    উত্তর: রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা।
  8. সর্বপ্রথম বৃহদায়তন  রাষ্ট্রের কথা বলেছেন কারা?
    উত্তর: টিউটনেরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন।
  9. ‘আমিই রাষ্ট্র’- কে বলেছিলেন?
    উত্তর: চতুর্দশ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’।
  10. সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র?
    উত্তর: না । সম্মিলিত জাতিপুঞ্জ হল একটি রাষ্ট্র সমবায়।
  11. হবস এর মতে প্রাকৃতিক অবস্থা কিরূপ ছিল?
    উত্তর: হবস এর মতে প্রাকৃতিক অবস্থা ছিল প্রাক‍্-সামাজিক।
  12. পাশবিক বলই রাষ্ট্রের ভিত্তি , কোন্ মতবাদে একথা বলা আছে?
    উত্তর: বলপ্রয়োগ মতবাদে বলা আছে, পাশবিক বলি রাষ্ট্রের ভিত্তি।
  13. ‘শক্তি নয়, জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ কে বলেছেন?
    উত্তর: ‘শক্তি নয়, জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’- একথা বলেছেন গ্রিন
  14. হবস ও লকের মতবাদের মধ্যে সমন্বয়সাধন করেছেন কে?
    উত্তর: হবস ও লকের মতবাদের মধ্যে সমন্বয় সাধন করেছেন  রুশো
  15. ‘ভাগ্যবান যোদ্ধাই প্রথম রাজপথ অলংকৃত করে’- কার উক্তি?
    উত্তর: ‘ভাগ্যবান যোদ্ধাই প্রথম রাজপথ অলংকৃত করে’ একথা বলেছেন ভল্টেয়ার
  16. ‘লেভিয়াথান’ গ্রন্থের প্রণেতা কে?
    উত্তর: ‘লেভিয়াথান’ গ্রন্থের প্রণেতা হলেন হবস
  17. রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী?
    উত্তর: সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
  18. ‘জনগণের বাণীই ঈশ্বরের বাণী’ কে বলেছেন?
    উত্তর: ‘জনগণের বাণীই ঈশ্বরের বাণী’ বলেছেন রুশো
  19. ‘সামাজিক চুক্তি’ মতবাদে দুটি চুক্তির কথা বলেছেন কে?
    উত্তর: ‘সামাজিক চুক্তি’ মতবাদে দুটি চুক্তির কথা বলেছেন জন লক। 
  20. হবস কীরূপ রাজতন্ত্রের সমর্থক ছিলেন?
    উত্তর: হবস স্বৈরাচারী রাজতন্ত্রের সমর্থক ছিলেন।
  21. হবস এর মতে প্রকৃতির রাজ্য কিরূপ ছিল?
    উত্তর: হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল দুর্বিষহ।
  22. ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির প্রণেতা কে?
    উত্তর: ‘সামাজিক চুক্তি’ গ্রন্থটির প্রণেতা হলেন রুশো
  23. কার মতে -আদিম মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা কোন একজন ব্যক্তি বা ব্যক্তিসংসদের হাতে অর্পণ করেছিল?
    উত্তর: হবসের মতে -আদিম মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা কোন একজন ব্যক্তি বা ব্যক্তিসংসদের হাতে অর্পণ করেছিল।
  24. কার মতে প্রকৃতির রাজ্য ছিল মর্ত্যের স্বর্গ?
    উত্তর: রুশোর মতে প্রকৃতির রাজ্য ছিল মর্ত্যের স্বর্গ।
  25. ‘সাধারণ ইচ্ছা’ ধারণাটির প্রবক্তা কে?
    উত্তর: সাধারণ ইচ্ছা ধারণাটির প্রবক্তা হলেন রুশো
  26. রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়? 
    উত্তর: সরকারকে রাষ্ট্রের মস্তিস্ক বলা হয়।
  27. পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যার দেশটির নাম কি?
    উত্তর: ভ্যাটিকান সিটি হল পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যার দেশ।
  28. ‘চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা  রাজার হাতে অর্পণ করেছিল’ উক্তিটি কার?
    উত্তর: ‘চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা রাজার হাতে অর্পণ করেছিল’- এ কথা বলেছেন জন লক
  29. কত  খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব শুরু হয়?
    উত্তর: 1688  খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব শুরু হয়।
  30. ‘টু ট্রিটিজ অন সিভিল গভর্মেন্ট’ গ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: ‘টু ট্রিটিজ অন সিভিল গভর্মেন্ট’ গ্রন্থটির রচয়িতা  হলেন জন লক
  31. ‘চুক্তির ধারা তাদের সমস্ত ক্ষমতা অর্পণ করেছিল সাধারণ ইচ্ছার হাতে’ উক্তিটি কার?
    উত্তর: চুক্তির ধারা তাদের সমস্ত ক্ষমতা অর্পণ করেছিল সাধারণ ইচ্ছার হাতে’ –  একথা বলেছেন রুশো
  32. গৌরবময় বিপ্লব এর তাত্ত্বিক প্রবক্তা কে?
    উত্তর: গৌরবময় বিপ্লব এর তাত্ত্বিক প্রবক্তা হলেন জন লক
  33. মার্কসবাদীরা রাষ্ট্রকে কিরূপ প্রতিষ্ঠান বলে মনে করেন?
    উত্তর: মার্কসবাদীরা রাষ্ট্রকে একটি অস্থায়ী প্রতিষ্ঠান বলে মনে করেন।
  34. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা দেশটির নাম কি?
    উত্তর: গণপ্রজাতন্ত্রী চিন হল পৃথিবীর সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা দেশ।
  35. রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে সনাতন মতবাদগুলির মধ্যে কোন মতবাদটি শ্রেষ্ঠ?
    উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে সনাতন মতবাদগুলির মধ্যে ঐতিহাসিক মতবাদটি শ্রেষ্ঠ।
  36. ‘লেকচাস‍ অন  জুরিসপ্রুডেন্স’ গ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: ‘লেকচাস‍ অন  জুরিসপ্রুডেন্স’ গ্রন্থটির রচয়িতা  হলেন জন অস্টিন
  37. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি  কিরূপ মতবাদ? 
    উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি একটি অবৈজ্ঞানিক মতবাদ।
  38. ‘রাষ্ট্রের ক্ষুদ্রন্ত্র রাষ্ট্রের পাপের প্রতীক’- কার উক্তি?
    উত্তর: ‘রাষ্ট্রের ক্ষুদ্রন্ত্র রাষ্ট্রের পাপের প্রতীক’-  একথা বলেছেন ট্রিটস্কে
  39. কে রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন?
    উত্তর: অধ্যাপক গার্নার রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন।
  40. সামাজিক প্রতিষ্ঠানের সদস্য হওয়া ব্যক্তির পক্ষে কি বাধ্যতামূলক?
    উত্তর: সামাজিক প্রতিষ্ঠানের সদস্য হওয়া ব্যক্তির পক্ষে বাধ্যতামূলক নয়।
  41. মেকিয়াভেলি কোন গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন?
    উত্তর: ম্যাকিয়াভেলি ‘দ্য প্রিন্স’ নামক গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।
  42. ‘প্যাট্রিয়ার্কা’ (Patriarcha)  গ্রন্থটির রচয়িতা কে?
    উত্তর: অধ্যাপক ফিলমার ‘প্যাট্রিয়ার্কা’ (Patriarcha) গ্রন্থটি রচনা করেন।
  43. ‘জনগণের ইচ্ছাই হল ঈশ্বরের ইচ্ছা’ কে কথা বলেছেন?
    উত্তর: ‘জনগণের ইচ্ছায় হল ঈশ্বরের ইচ্ছা’ একথা বলেছেন জাঁ জ্যাক রুশো
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers