সংজ্ঞা, প্রকৃতি, বিষয়বস্তু এবং সামাজিক সক্রিয়তা হিসাবে রাজনীতি
- রাষ্ট্রবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও।
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান হল এমন একটি সমাজবিজ্ঞান যেখানে রাষ্ট্র ও রাজনীতির দার্শনিক, সাংগঠনিক, প্রশাসনিক, জাতীয় ও আন্তর্জাতিক আইন ও সাংগঠনিক সম্পর্কের প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক প্রসঙ্গের বিজ্ঞানসম্মত আলােচনা ও পর্যালােচনা চলে। - রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর: অ্যারিস্টট্ল কে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। - কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে?
উত্তর: ১৭০১ খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে। - রাষ্ট্রবিজ্ঞানকে কোন শাস্ত্রের সঙ্গে তুলনা করা যায়?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানকে ‘আবহবিদ্যার’ সঙ্গে তুলনা করা যায়। - আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর: মেকিয়াভেলি-কে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। - ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। - রাষ্ট্রবিজ্ঞান কীরূপ বিজ্ঞান?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান হল অন্যতম সামাজিক বিজ্ঞান। - রাষ্ট্রবিজ্ঞান কি মূল্যমান-নিরপেক্ষ?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান-নিরপেক্ষ নয়। - কে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন?
উত্তর: বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন। - ‘ওয়েলথ অফ নেশনস্’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘ওয়েলথ অফ নেশনস্’ গ্রন্থটির রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। - ‘মানুষ রাজনৈতিক জীব’ এ কথা কে বলেছেন ?
উত্তর: ‘মানুষ রাজনৈতিক জীব’ -একথা বলেছেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল । - ‘রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে’-কে বলেছেন?
উত্তর: ‘রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে’ -বলেছেন অধ্যাপক গার্নার। - ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি রচয়িতা কে ?
উত্তর: ‘অর্থশাস্ত্র’গ্রন্থটি রচয়িতা হলেন কৌটিল্য। - রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রকে সর্বপ্রথম কে স্বতন্ত্র শাস্ত্র বলে চিহ্নিত করেন?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রকে সর্বপ্রথম স্বতন্ত্র শাস্ত্র বলে চিহ্নিত করেন মেকিয়াভেলি। - ‘রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস আলোচনা নিষ্ফল এবং ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন’ -কে বলেছেন?
উত্তর: অধ্যাপক জন সিলি বলেছেন, ‘রাষ্ট্রবিজ্ঞান ব্যতীত ইতিহাস আলোচনা নিষ্ফল এবং ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন’। - ‘যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়’ -কে বলেছেন?
উত্তর: অধ্যাপক মেটল্যা বলেছেন, ‘যখন আমি কোনো পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান, তখন আমার দুঃখ হয় শিরোনামটির জন্য, প্রশ্নগুলির জন্য নয়’। - ‘পজিটিভ ফিলোজফি’ গ্রন্থটি্র রচয়িতা কে?
উত্তর: ‘পজিটিভ ফিলোজফি’ গ্রন্থটির রচয়িতা হলেন অধ্যাপক কোঁৎ (Comte)। - কে সর্বপ্রথম অর্থশাস্ত্রকে পৃথক শাস্ত্রের মর্যাদা দেন?
উত্তর: অ্যাডাম স্মিথ সর্বপ্রথম অর্থশাস্ত্রকে পৃথক শাস্ত্রের মর্যাদা দেন। - রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক কোনটি?
উত্তর: রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক। - রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক কোনটি?
উত্তর: রাষ্ট্রদর্শন হলো রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক। - রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের কিরূপ সম্পর্ক?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের গভীর সম্পর্ক। - রাজনীতির তত্ত্বগত আলোচনা শুরু হয় কত বছর আগে?
উত্তর: রাজনীতির তত্ত্বগত আলোচনা শুরু হয় আড়াই হাজার বছর আগে। - ‘মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস’ (‘Modern Political Analysis’) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘মডার্ন পলিটিক্যাল অ্যানালিসিস’ (‘Modern Political Analysis’) গ্রন্থটির রচয়িতা হলেন রবার্ট ডাল। - কারা রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেন?
উত্তর: উদারনীতিবাদী দার্শনিকরা রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসাবে গণ্য করেন। - ‘রাষ্ট্রবিজ্ঞান’ হল একটি প্রগতিশীল বিজ্ঞান’- কে বলেছেন?
উত্তর: ‘রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান’- বলেছেন অধ্যাপক লর্ড ব্রাইস। - অ্যারিস্টট্ল কোথাকার দার্শনিক?
উত্তর: অ্যারিস্টট্ল গ্রিক দার্শনিক। - ‘রাষ্ট্রের উদ্দেশ্য হল, জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে তোলা’- কে বলেছেন?
উত্তর: ‘রাষ্ট্রের উদ্দেশ্য হল, মানুষের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে তোলা’- বলেছেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল। - রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির প্রথম প্রবক্তা কে?
উত্তর: রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির প্রথম প্রবক্তা হলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল। - ‘রাষ্ট্রবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীকে রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে’ কে বলেছেন?
উত্তর: ‘রাষ্ট্রবিজ্ঞানীকে সমাজবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীকে রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে’ বলেছেন অধ্যাপক গার্নার। - ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতা যোগান দেয়’ কে বলেছেন?
উত্তর: ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতা যোগান দেয়’- বলেছেন উইলোবি। - ‘দ্য পলিটিক্যাল ম্যান’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘দ্য পলিটিক্যাল ম্যান’ গ্রন্থটির রচয়িতা হলেন লিপস্টে। - ‘ইতিহাস হল অতীত রাজনীতি এবং রাজনীতি হল বর্তমান ইতিহাস’- কে বলেছেন?
উত্তর: ‘ইতিহাস হল অতীত রাজনীতি এবং রাজনীতি হল বর্তমান ইতিহাস’- বলেছেন ফ্রিম্যান। - রাষ্ট্রবিজ্ঞানকে ‘মূল্যের কর্তৃত্বসম্পন্ন বরাদ্দের পাঠ’- কে বলেছেন?
উত্তর: ডেভিড ইস্টন রাষ্ট্রবিজ্ঞানকে ‘মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছেন। - দুজন আচরনবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ।
উত্তর: দুজন আচরনবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হল আর্থার বেন্টলি এবং গ্রহাম ওয়ালাস। - ‘পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘পলিটিক্স’ গ্রন্থের রচয়িতা হলেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টট্ল। - ‘সঠিক নামকরণের সমস্যা নিয়ে অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞান অধিক বিব্রত’- কে বলেছেন?
উত্তর: ‘সঠিক নামকরনের সমস্যা নিয়ে অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞান অধিক বিব্রত’- বলেছেন জেলিনেক (Jelinek)। - উদারনীতিবাদের জনক কাকে বলা হয়?
উত্তর: অধ্যাপক জন লক হলেন উদারনীতিবাদের জনক। - ইংরেজি ‘পলিটিক্স’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ইংরেজি ‘পলিটিক্স’ শব্দটি গ্রিক শব্দ পোলিস (Polis) এসেছে। - ‘Modern Politics and Government’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Modern Politics and Government’ গ্রন্থটি রচনা করেন এলান বল (Alan Ball)। - কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ‘রাষ্ট্রবিজ্ঞান’ কথাটি আধুনিক অর্থে ব্যবহৃত হয়?
উত্তর: ১৮৯০ খ্রিস্টাব্দে ‘আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রন্থতালিকা’- তে সর্বপ্রথম ‘রাষ্ট্রবিজ্ঞান’ কথাটি আধুনিক অর্থে ব্যবহার করা হয়। - কত খ্রিস্টাব্দে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল।