Tuesday, 7 April 2020

সরকারের শাখাসমূহ : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সরকারের শাখাসমূহ : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  1. সরকারের কটি বিভাগ ও কী কী?
    উত্তর: সরকারের তিনটি বিভাগ আছে। যথা— (ক) আইন বিভাগ, (খ) শাসন বিভাগ এবং (গ) বিচার বিভাগ।
  2. একক শাসন কর্তৃপক্ষ কাকে বলে?
    উত্তর: যখন কোনাে একজন ব্যক্তির হাতে শাসন বিভাগের সমস্ত ক্ষমতা থাকে, তখন তাকে একক শাসন কর্তৃপক্ষ বলে।
  3. বহু শাসন কর্তৃপক্ষ কাকে বলে? 
    উত্তর: শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ একাধিক ব্যক্তি সমন্বিত কোনাে সংস্থার হাতে থাকলে তখন তাকে বহু শাসন কর্তৃপক্ষ বলে।
  4. এক কক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?
    উত্তর: যে-সকল আইনসভা একটিমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় সেরূপ আইনসভাকে বলা হয় এক কক্ষবিশিষ্ট আইনসভা।
  5. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কাকে বলে?
    উত্তর: যে সকল আইনসভা দুটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয়, তাকে বলা হয় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা।
  6. নামসর্বস্ব শাসক কাকে বলে ?
    উত্তর: যে শাসনব্যবস্থায় শাসক প্রধানের নামে শাসনকার্য পরিচালিত হয়, কিন্তু বাস্তবে শাসক প্রধান শাসনকার্য পরিচালনা করেন না, এই ধরনের শাসককে বলা হয় নামসর্বস্ব শাসক।
  7. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক ?
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি হলেন নামসর্বস্ব শাসক।
  8. আমলা কাদের বলা হয় ?
    উত্তর: শাসক প্রধান বা মন্ত্রীদের সাহায্যকারী উচ্চ পর্যায়ের স্থায়ী সরকারি কর্মচারীদের বলা হয় আমলা।
  9. আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না” —এ কথা কে বলেছেন?
    উত্তর: অধ্যাপক গার্নার বলেছেন,—“আইন বিভাগ ছাড়া সরকারের কল্পনা করা সম্ভব হলেও বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না।”
  10. ‘Government of England’ গ্রন্থটির। রচয়িতা কে?
    উত্তর: ‘Government of England’ গ্রন্থটির রচয়িতা হলেন লাওয়েল
  11. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের কয়েকটি উদাহরণ দাও।
    উত্তর: হিটলার, নাসের ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ হল একক পরিচালিত শাসন বিভাগ।
  12. শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করাে।
    উত্তর: শাসন বিভাগের দুটি কাজ—প্রতিরক্ষামূলক ও জনকল্যাণমূলক।
  13. এক কক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম লেখাে।
    উত্তর: অধ্যপক ল্যাস্কি ও বেন্থাম হলেন এক কক্ষবিশিষ্ট আইনসভার দুই জন সমর্থক।
  14. এক কক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালােচকের নাম লেখাে।
    উত্তর: জে. এস. মিল এবং লর্ড ব্রাইস হলেন এক কক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালােচক।
  15. বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করাে।
    উত্তর: বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ হল বিচারকার্য সম্পন্ন করা এবং আইনের ব্যাখ্যা দান করা।
  16. জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়ােগের পদ্ধতিকে একটি নিকৃষ্ট পদ্ধতি বলে অভিহিত করেছেন কে?
    উত্তর: বিচারপতি নিয়ােগের পদ্ধতিকে একটি নিকৃষ্ট পদ্ধতি বলে অভিহিত করেছেন অধ্যাপক ল্যাস্কি।
  17. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে ?
    উত্তর: ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্টেস্কু
  18. “একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলা যেতে পারে।” —এ কথা বলেছেন কে ?
    উত্তর: “একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতার সংজ্ঞা বলা যেতে পারে।”—এ কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী ম্যাসিডন
  19. ক্ষমতা-স্বতন্ত্রীকরণনীতি কি ভারতে গৃহীত হয়েছে?
    উত্তর: ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি ভারতে গৃহীত হয়নি।
  20. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম লেখাে।
    উত্তর: জে. এস. মিল এবং লর্ড ব্রাইস হলেন দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক।
  21. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুজন সমালােচকের নাম লেখাে।
    উত্তর: অধ্যাপক ল্যাস্কি এবং বেন্থাম হলেন দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমালােচক।
  22. গুডনাউ ও জেঙ্কসের মতে সরকারের বিভাগ কয়টি ও কী কী?
    উত্তর: গুডনাউ ও জেঙ্কসের মতে সরকারের বিভাগ দুটি—আইন ও শাসন বিভাগ।
  23. “সমগ্র জাতি তাঁকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে এবং তারা পুরােপুরি সচেতন যে, তাদের অন্য কোনাে মুখপাত্র নেই। শাসনকার্যে তার মতামতই জাতীয় মতামত। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ চায়
    ঐক্যবদ্ধ শাসনকার্য। সুতরাং তারা প্রত্যাশা করে একক নেতৃত্ব” —মার্কিন রাষ্ট্রপতি সম্পর্কে এ কথা বলেছেন কে?
    উত্তর: “সমগ্র জাতি তাঁকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে এবং তারা পুরােপুরি সচেতন যে, তাদের অন্য কোনাে মুখপাত্র নেই। শাসনকার্যে তার মতামতই জাতীয় মতামত। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ চায় ঐক্যবদ্ধ শাসনকার্য। সুতরাং তারা প্রত্যাশা করে একক নেতৃত্ব”। —মার্কিন রাষ্ট্রপতি সম্পর্কে এ কথা বলেছেন প্রাক্তন মার্কিন
    রাষ্ট্রপতি উইলসন
  24. দুটি নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও।
    উত্তর: ভারতের রাষ্ট্রপতি এবং ব্রিটেনের রাজা বা রানি হলেন নামসর্বস্ব শাসক।
  25. দুজন মনােনীত শাসকের উদাহরণ দাও।
    উত্তর: ব্রিটেনের রাজা বা রানি ও জাপানের রাজা মনােনীত শাসকের উদাহরণ।
  26. কত খ্রিস্টাব্দে ‘Spirit of Laws’ গ্রন্থটি প্রকাশিত হয়?
    উত্তর: ‘Spirit of Laws’ গ্রন্থটি প্রকাশিত হয় ১৭৪৮ খ্রিস্টাব্দে
  27. বহু পরিচালক শাসন বিভাগ কাকে বলে?
    উত্তর: যে শাসনব্যবস্থায় শাসন বিভাগের সমস্ত কাজ একজনের পরিবর্তে সমক্ষমতাসম্পন্ন একাধিক ব্যক্তির হাতে থাকে সেই শাসনব্যবস্থাকে বহু পরিচালক শাসন বিভাগ বলে।
  28. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কী ধরনের পরিচালক ?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একক পরিচালক শাসক।
  29. আইন বিভাগের দুটি কাজের উল্লেখ করাে।
    উত্তর: আইন তৈরি করা এবং সংবিধান সংশােধন করা হল আইন বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ।
  30. বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে এমন দুটি বিষয়ের নাম উল্লেখ করাে।
    উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারপতিদের কার্যকাল ও অপসারণ পদ্ধতির ওপর।
  31. উইলােবির মতে সরকারের বিভাগ কয়টি ?
    উত্তর: উইলােবির মতে সরকারের বিভাগ পাঁচটি।
  32. পূর্ণক্ষমতাস্বতন্ত্রীকরণ সম্ভব কি?
    উত্তর: পূর্ণক্ষমতা-স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়।
  33. ‘বিচারব্যবস্থার অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না’ – এ কথা বলেছেন কে?
    উত্তর: ড. গার্নার বলেছেন, —“বিচারব্যবস্থার অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না।
  34. গুডনাউ ও জেঙ্কসের মতে সরকারের বিচার বিভাগের অবস্থান কীরূপ?
    উত্তর: গুডনাউ ও জেঙ্কসের মতে, বিচার বিভাগ শাসন বিভাগের অন্তর্গত।
  35. সরকারের কয় ধরনের কার্যাবলির কথা অ্যারিস্টটল উল্লেখ করেছেন?
    উত্তর: সরকারের তিন ধরনের কার্যাবলির কথা অ্যারিস্টটল উল্লেখ করেছেন।
  36. দুটি প্রকৃত শাসকের উদাহরণ দাও।
    উত্তর: ভারত এবং ব্রিটেনের মন্ত্রীপরিষদ প্রকৃত শাসকের উদাহরণ।
  37. সরকারের তিন বিভাগের মধ্যে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
    উত্তর: সরকারের তিন বিভাগের মধ্যে আইন বিভাগটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
  38. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষকে ‘জনপ্রিয় কক্ষ’ বলা হয় কেন?
    উত্তর: জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বলে আইনসভার  নিম্নকক্ষকে ‘জনপ্রিয় কক্ষ’ বলা হয়।
  39. আইনসভার উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরােধ করে এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে’ -এটি কার উক্তি?
    উত্তর: অধ্যাপক গেটেল বলেছেন,—“আইনসভার উচ্চকক্ষ স্বৈরাচার প্রতিরােধ করে এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে।
  40. মন্টেস্কু কোন গ্রন্থে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির আলােচনা করেছেন?
    উত্তর: মন্টেস্কু ‘Spirit of Laws’ নামক গ্রন্থে ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির আলােচনা করেছেন।
  41. গুডনাউ ও জেঙ্কসের মতে সরকারের বিভাগ কটি ?
    উত্তর: গুডনাউ ও জেঙ্কসের মতে সরকারের বিভাগ দুটি।
  42. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একক পরিচালক শাসন বিভাগের একটি উদাহরণ দাও।
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে একক পরিচালক শাসন বিভাগের একটি উদাহরণ।
  43. দুটি বহু পরিচালক শাসন বিভাগের উদাহরণ দাও।
    উত্তর: অতীতে এথেন্স, স্পার্টা ও রােমে বহু পরিচালক শাসন বিভাগ ছিল।
  44. একজন নির্বাচিত শাসকের উদাহরণ দাও।
    উত্তর: একজন নির্বাচিত শাসক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
  45. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন তিনটি রাষ্ট্রের নাম উল্লেখ করাে।
    উত্তর: এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন তিনটি রাষ্ট্র হল গণপ্রজাতন্ত্রী চিন, বাংলাদেশ ও গ্রিসের আইনসভা।
  46. আইনসভার ‘দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা’ -উক্তিটি কার?
    উত্তর: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী লর্ড অ্যাকটন বলেছেন—আইনসভার ‘দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার একটি অপরিহার্য নিরাপত্তা।
  47. এমন দুটি বিষয়ের নাম লেখাে যেগুলি বিচার বিভাগের উৎকর্ষ নির্ভর করে।
    উত্তর: বিচারপতিদের যােগ্যতা ও বেতন-ভাতার উপর বিচারপতিদের উৎকর্ষ নির্ভর করে।
  48. “উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে একমত হলে তা বাহুল্যমাত্র আর উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে যদি একমত না হয়, তবে তা ক্ষতিকর” —এ কথা কে বলেছেন?
    উত্তর: আবেসিয়ে বলেছেন, —“উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে একমত হলে তা বাহুল্যমাত্র আর উচ্চকক্ষ নিম্নকক্ষের সঙ্গে যদি একমত না হয়, তবে তা ক্ষতিকর।”
  49. “বিশ্বের অপর কোনাে গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতাে এরকম শক্তিশালী ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপ্রধান পরিলক্ষিত হয় না”—এ কথা বলেছেন কে?
    উত্তর: অধ্যাপক স্ট্রং (C.E.Strong) বলেছেন, “বিশ্বের অপর কোনাে গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতাে এরকম শক্তিশালী ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপ্রধান পরিলক্ষিত হয় না।”
  50. এমন একটি রাষ্ট্রের নাম উল্লেখ করাে যেখানে বহু পরিচালক শাসন বিভাগ আছে?
    উত্তর: বহুপরিচালকবিশিষ্ট শাসন বিভাগ আছে এমন একটি দেশ হল সুইজারল্যান্ড
  51. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম লেখাে।
    উত্তর: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন কয়েকটি রাষ্ট্রের নাম হল—ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
  52. ‘নির্বাচকমণ্ডলীর কাছে সঠিক সংবাদ ও তথ্য তুলে ধরাই আইনসভার প্রধান কাজ’ -কে এ কথা বলেছেন?
    উত্তর: বার্নাড ক্লিক বলেছেন, —“নির্বাচকমণ্ডলীর কাছে সঠিক সংবাদ ও তথ্য তুলে ধরাই আইনসভার প্রধান কাজ”।
  53. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী ঘােড়া ও ঘােড়ার গাড়ির সঙ্গে তুলনা করেছেন কে?
    উত্তর: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী ঘােড়া ও ঘােড়ার গাড়ির সঙ্গে তুলনা করেছেন অধ্যাপক ফ্রাঙ্কেল
  54. শাসন বিভাগের কয়টি অংশ ও কী কী?
    উত্তর: শাসন বিভাগের দুটি অংশ— (ক) রাজনৈতিক এবং (খ) অরাজনৈতিক অংশ।
  55. নির্বাচিত শাসক কাকে বলে?
    উত্তর: যে ব্যবস্থায় রাষ্ট্রের শাসক প্রধান জনগণের প্রত্যক্ষ বা পরােক্ষ ভােটে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন সেই শাসক প্রধানকে নির্বাচিত শাসক বলে।
  56. ‘সরকারের উৎকর্ষ বিচারব্যবস্থার উৎকর্ষের ওপর নির্ভর করে’—এ কথা
    কে বলেছেন?
    উত্তর: অধ্যাপক লর্ডব্রাইস বলেছেন,—“সরকারের উৎকর্ষ  নির্ভর করে বিচারব্যবস্থার উৎকর্ষের ওপর।”
  57. কোন সময় থেকে ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির প্রচলন হয় ?
    উত্তর: ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির প্রচলন হয় অ্যারিস্টটলের সময়কাল থেকে।
  58. ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির দুজন প্রবক্তার নাম লেখাে।
    উত্তর: অ্যারিস্টটল এবং মন্টেস্কু হলেন ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।
  59. ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম উল্লেখ করাে।
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে ক্ষমতা-স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হয়েছে।
  60. “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার” —এ অভিমত কার ?
    উত্তর: অধ্যাপক লর্ড ব্রাইস বলেছেন,—“ন্যায়-বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার”।
  61. “চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূলমন্ত্রকার উক্তি ?
    উত্তর: অধ্যাপক পেরিক্লিস বলেছেন, —“চিরন্তন সতর্ক তাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূলমন্ত্র”।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers