গণতন্ত্র ও একনায়কতন্ত্র
- “লিবারেলিজম”(Liberalism) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: “লিবারেলিজম” (Liberalism) গ্রন্থটির রচয়িতা হবহাউস। - “সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ”—উক্তিটি কার?
উত্তর: “সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ” —উক্তিটি অধ্যাপক ল্যাস্কির। - “সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে” —উক্তিটি কার ?
উত্তর: সার্বজনীন ভোটাধিকারের আগে সার্বজনীন শিক্ষার ব্যবস্থা করতে হবে” —উক্তিটি জন স্টুয়ার্ট মিল-এর। - বর্তমানে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর: বর্তমানে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে বোঝায় প্রতিনিধিত্বমূলক সরকারকে। - কোন দেশে গণভোট, গণউদ্যোগ, পদচ্যুতি ইত্যাদি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি দেখা যায়?
উত্তর: সুইজারল্যান্ডে গণভোট, গণউদ্যোগ, পদচ্যুতি ইত্যাদি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি দেখা যায়। - কী ধরনের শাসন ব্যবস্থা ব্যক্তিস্বাধীনতার বিরোধী?
উত্তর: একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যক্তিস্বাধীনতার বিরোধী। - সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোন শ্রেণির একনায়কতন্ত্র দেখতে পাওয়া যায়?
উত্তর: সমাজতান্ত্রিক রাষ্ট্রে সর্বহারা শ্রেণির একনায়কতন্ত্র দেখতে পাওয়া যায়। - কোন দেশে প্রথম গণতন্ত্র সম্পর্কে ধারণার সৃষ্টি হয়?
উত্তর: প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্র সম্পর্কে ধারণার সৃষ্টি হয়। - “গণতন্ত্র হল জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা ও জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা”: –কে বলেছেন?
উত্তর: আব্রাহাম লিঙ্কন বলেছেন, — “গণতন্ত্র হল জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা ও জনগণের জন্য পরিচালিত শাসনব্যবস্থা। - প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয় কীরূপ রাষ্ট্রে?
উত্তর: বৃহৎ রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয়। - কীরূপ সরকারের জন্য অবাধ নির্বাচন অপরিহার্য?
উত্তর: গণতান্ত্রিক সরকারের জন্য অবাধ নির্বাচন অপরিহার্য। - গণতন্ত্রকে ‘আলাপ-আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা’ বলেছেন কে ?
উত্তর: অধ্যাপক বার্কার বলেছেন, “গণতন্ত্র হল আলাপ-আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। - গণতন্ত্র ‘মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন’ -বলেছেন কে ?উত্তর: গণতন্ত্র ‘মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন’ বলেছেন অধ্যাপক কার্লাইল।
- কোন শাসন ব্যবস্থায় এক নেতা এক দল, এক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় এক নেতা, এক দল, এক রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয়। - কোন শাসন ব্যবস্থায় স্বায়ত্তশাসনের সুযোগ থাকে না?
উত্তর: একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বায়ত্তশাসনের সুযোগ থাকে না। - কোন শাসন ব্যবস্থা অন্ধ জাতীয়তাবাদকে প্রশ্রয় দেয় ?
উত্তর: একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা অন্ধ জাতায়তাবাদকে প্রশ্রয় দেয়। - জনগণের গণতান্ত্রিক একনায়কতন্ত্র লক্ষ করা যায় কোন দেশে ?
উত্তর: চিনে জনগণের গণতান্ত্রিক একনায়কতন্ত্র লক্ষ করা যায়। - গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কী ?
উত্তর: সর্বজনীন শিক্ষা গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত। - কোন শাসনব্যবস্থায় দলীয় স্বার্থের প্রাধান্য থাকে ?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দলীয় স্বার্থের প্রাধান্য থাকে। - যথার্থ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় কীরূপ শাসনব্যবস্থায় ?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় যথার্থ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। - সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলতে কী বোঝায় ?
উত্তর: সংসদীয় গণতন্ত্র হল এমন এক শাসনব্যবস্থা যেখানে নির্বাচিত আইনসভার নিকট দায়িত্বশীল ক্যাবিনেট আছে। - কার নেতৃত্বে জার্মানিতে নাতসিবাদী দল একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাতসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। - একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখো !
উত্তর: ভারতবর্ষ হল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। - কোন দেশে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রচলিত ?
উত্তর: সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রচলিত। - ‘Government of the people, by the people, for the people’, কোন ধরনের শাসনব্যবস্থার বৈশিষ্ট্য?
উত্তর: ‘Government of the people, by the people, for the people’ হল গণতান্ত্রিক শাসনব্যবস্থার বৈশিষ্ট্য। - গ্রিক শব্দ DEMOS-এর অর্থ কী?
উত্তর: গ্রিক শব্দ DEMOS এর অর্থ হল জনগণ। - ‘KRATIA’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘KRATIA’ শব্দের অর্থ হল শাসনব্যবস্থা। - ‘Political Ideals’ শীর্ষক গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: ‘Political Ideals ‘ শীর্ষক গ্রন্থের রচয়িতা হলেন সি. ভি. বার্নস। - ‘Representative Government’ শীর্ষক গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: ‘Representative Government’ শীর্ষক গ্রন্থের রচয়িতা হলেন জন স্টুয়ার্ট মিল। - ‘Modern Democracies’ শীৰ্ষক গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Modern Democracies’ শীর্ষক গ্রন্থের রচয়িতা হলেন লর্ড ব্রাইস। - “অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন” উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক ল্যাস্কি বলেছেন, “অর্থনৈতিক গণতন্ত্র রাজনৈতিক গণতন্ত্র ছাড়া অর্থহীন। - “নাগরিকদের নির্লিপ্ততার জন্যই গণতন্ত্র আজ সংকটের সম্মুখীন” -উক্তিটি কার ?
উত্তর: অধ্যাপক লয়েড বলেছেন, “নাগরিকদের নির্লিপ্ততার জন্যই গণতন্ত্র আজ সংকটের সম্মুখীন”। - “একনায়কতন্ত্ৰে সুশাসনের তুলনায় স্বায়ত্তশাসনের খারাপ শাসনও ভালো” -কার উক্তি ?
উত্তর: অধ্যাপক ব্যানারম্যান বলেছেন, “একনায়কতন্ত্ৰে সুশাসনের তুলনায়
স্বায়ত্তশাসনের খারাপ শাসনও ভালো।”