উত্তর:
বুদ্ধির সম্পাদনা অভীক্ষা: যে সমস্ত অভিক্ষা ব্যক্তির মধ্যে বাস্তব কর্মভিত্তিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয় তাদের বলা হয় সম্পাদনা অভিক্ষা। এই অভীক্ষার সাহায্যে ব্যক্তির বুদ্ধি মানসিক বৈশিষ্ট্য প্রশিক্ষণ গত পারদর্শিতা ইত্যাদি পরিমাপ করা যায়।
বৈশিষ্ট্য: সম্পাদনা অভীক্ষার কতগুলি বৈশিষ্ট রয়েছে। যেমন -
১) এই অভিক্ষা প্রয়োগের ক্ষেত্রে ভাষার ব্যবহার করার সুযোগ খুব কম থাকে।
২) এই প্রকার অভিক্ষা একটি নির্দিষ্ট সময়সীমা থাকে।
৩) এর অন্যতম বৈশিষ্ট্য হলো যে, এক্ষেত্রে অভীক্ষাপদ হিসেবে কতগুলি কাজকে নির্বাচন করা হয়।
৪) অভীক্ষাপদগুলিকে কাঠিন্যের মান অনুসারে পরপর স্থাপন করা হয়।
সম্পাদনা অভীক্ষার গুরুত্ব: সম্পাদনা অভীক্ষার উপযোগিতা বা গুরুত্ব হল -
১) এই অভিক্ষা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারণা দেয়।
২) এই অভীক্ষার দ্বারা শিক্ষার্থীরা প্রত্যেক কর্মের মধ্যে তাদের বিশেষ মানসিক বৈশিষ্ট্যকে প্রকাশ করার সুযোগ পায়।
৩) এই অভিক্ষা গ্রহণ করার সময় উৎসাহের সঙ্গে শিক্ষার্থীরা কাজগুলো সম্পাদন করে থাকে।