Sunday, 5 April 2020

মৌলিক প্রক্ষোভ বলতে কি বোঝ?

উ:
        প্রাথমিক বা মৌলিক প্রক্ষোভ: সহজাত প্রবৃত্তির সাথে যুক্ত প্রক্ষোভ গুলিকে mcdougal প্রাথমিক বা মৌলিক প্রক্ষোভ বলেছেন। আমরা জানি, প্রত্যেক প্রবৃত্তির এক একটি বিশেষ অনুভূতিমূলক দিক আছে। এগুলি প্রবৃত্তিমুলক আচরণের প্রকৃতি নির্ধারণ করে। প্রবৃত্তিগুলি যেমন সহজাত প্রাথমিক প্রবণতা তেমনি এদের সঙ্গে যুক্ত মানসিক অনুভূতিগুলিও প্রাথমিক। naked ugal বলেছেন এই প্রাথমিক প্রক্ষোভগুলি প্রবৃত্তিমূলক প্রবণতা গুলির সক্রিয়তার নির্দেশক। তাঁর এই মতবাদ অনুযায়ী মৌলিক প্রক্ষোভ চৌদ্দটি। যথা - ভয়, ক্রোধ, বিরক্তি, স্নেহানুভূতি, কাম, বিস্ময়, হীনমন্যতা, আত্মগৌরব, একাকীত্ববোধ, অধিকারবোধ, সৃজনীস্পৃহা, আমোদ, ক্ষুধা ও দুঃস্বভাব।

     মনোবিদ ওয়াটসনের মতে, মানুষের মৌলিক প্রক্ষোভগুলো তিনটি। যথা - ভয়, ক্রোধ এবং আনন্দ। শিশু এই তিনটি আবেগ নিয়ে জন্মগ্রহণ করে। উচ্চ শব্দ শুনলে শিশু ভয় পায়। হঠাৎ পড়ে যাওয়ার অবস্থা হলেও শিশু ভয় পেয়ে থাকে। শিশুর চলাফেরায় যদি বাধা দেওয়া হয় তাহলে সে ক্ষুব্ধ হয়। আবার, তার গায়ে যদি হাত বুলানো যায় বা তাকে আদর করা যায় তা হলে সে আনন্দ পায়।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers