উদারনীতিবাদ, মার্কসবাদ, ফ্যাসিবাদ ও গান্ধিবাদ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
উদারনীতিবাদকে কয়টি অর্থে ব্যবহার করা হয় এবং কী কী? উত্তর: উদারনীতিবাদকে দুটি অর্থে ব্যবহার করা হয়। যথা—সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে।
‘Liberalism’ শব্দটির উৎপত্তি হয় কোন স্পেনীয় শব্দ থেকে ? উত্তর: স্পেনীয় ‘Liberales’ শব্দ থেকে Liberalism শব্দটির উৎপত্তি হয়।
উদারনীতিবাদকে কটি ভাগে ভাগ করা যায় এবং কী কী? উত্তর: উদারনীতিবাদকে দুটি ভাগে ভাগ করা যায়—(ক) সনাতন উদারনীতিবাদ এবং (খ) আধুনিক উদারনীতিবাদ।
উদারনীতিবাদের মূলনীতি কী? উত্তর: উদারনীতিবাদের মূলনীতি হল ব্যক্তি-স্বাধীনতা।
‘Liberalism’ এর উৎপত্তি হয় কোন্ লাতিন শব্দ থেকে ? উত্তর: ‘Liberalism’-এর উৎপত্তি হয় লাতিন শব্দ ‘Liber’ থেকে। যার অর্থ হল স্বাধীন।
মার্কসবাদ কাকে বলে ? উত্তর: রাষ্ট্র সম্পর্কে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্তালিন ও মাও সে-তুং-এর আলােচনা রাষ্ট্রবিজ্ঞানে মার্কসবাদ নামে পরিচিত।
মার্কসবাদের তিনটি মূলনীতি কী? উত্তর: মার্কসবাদের তিনটি মূলনীতি হল— (ক) দ্বন্দ্বতত্ত্ব, (খ) ঐতিহাসিক বস্তুবাদ এবং (গ) উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব।
উৎপাদন কাকে বলে? উত্তর: মানুষের কর্মদক্ষতা, বিভিন্ন বস্তু ও শক্তির দ্বারা সৃষ্ট বস্তুতে যার উপযােগিতা আছে তাকে উৎপাদন বলে।
কয়েকটি বুর্জোয়া বিপ্লবের নাম উল্লেখ করাে। উত্তর: কয়েকটি বুর্জোয়া বিপ্লবের নাম হল— (ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব, (খ) ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং (গ) ১৬৮৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিপ্লব।
মার্কসবাদ হল মার্কসের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার সমষ্টি”—উক্তিটি কার? উত্তর: ভি. আই. লেনিন বলেন, “মার্কসবাদ হল মার্কসের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার সমষ্টি”।
State and Revolution’ গ্রন্থটির প্রণেতা কে? উত্তর: ‘State and Revolution’ গ্রন্থটির প্রণেতা হলেন ভি.আই.লেনিন।
“A Contribution to the Critique of political Economy”- গ্রন্থটির প্রণেতা কে? উত্তর: “A Contribution to the Critique of political Economy”-গ্রন্থটির প্রণেতা হলেন কার্ল মার্কস।
‘সর্বোদয়’ কথাটির আক্ষরিক অর্থ কী? উত্তর: ‘সর্বোদয়’ কথাটির আক্ষরিক অর্থ সকলের কল্যাণ।
উদারনীতিবাদের অর্থ কী? উত্তর: রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরােধিতা করে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির উপযােগী স্বাধীনতার পরিবেশ সৃষ্টি করাই হল উদারনীতিবাদ।
‘ব্যক্তির স্বার্থ হল প্রকৃত স্বার্থ’—এটি কার উক্তি ? উত্তর: উদারনীতিবাদী দার্শনিক জেরেমি বেন্থাম বলেছেন, ব্যক্তির স্বার্থ হল প্রকৃত স্বার্থ’।
মার্কসবাদ সৃষ্টির ক্ষেত্রে মার্কসের প্রধান সহযােগী কে ছিলেন? উত্তর: ফ্রেডারিক এঙ্গেলস মার্কসবাদ সৃষ্টির ক্ষেত্রে মার্কসের প্রধান সহযােগী ছিলেন।
লেনিন রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন? উত্তর: লেনিন রাষ্ট্রকে শ্রেণি শােষণের যন্ত্র বলে অভিহিত করেছেন। “The State is an organ of class rule”।
‘দাস ক্যাপিটেল’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর: কার্ল মাকর্স হলেন ‘দাস ক্যাপিটেল’ গ্রন্থের রচয়িতা।
‘বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শােষিতের মহােৎসব”— এটি কার উক্তি? উত্তর: ভি. আই. লেনিন বলেছেন,—“বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হল উৎপীড়িত ও শােষিতের মহােৎসব”।
শ্রমিক কাকে বলে ? উত্তর: শ্রমের বিনিময়ে যারা পারিশ্রমিক পায়, তাদের শ্রমিক বলা হয়।
কখন, কার নেতৃত্বে জার্মানিতে ফ্যাসিবাদের উৎপত্তি হয় ? উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলারের নেতৃত্বে জার্মানিতে ফ্যাসিবাদের উৎপত্তি হয়।।
“Hence everything for the State- -উক্তিটি কার? উত্তর: ইটালির ফ্যাসিবাদী নেতা মুসােলিনি বলেছেন,—“Hence everything for the State”.
“My nationalism is internationalism” —উক্তিটি কার? উত্তর: “My nationalism is internationalism”—এই উক্তিটি করেছেন গান্ধিজি।
“Unto This Last” বইটির রচয়িতা কে ? উত্তর: “Unto This Last” বইটির রচয়িত হলেন জন রাস্কিন।
কীভাবে রাজনৈতিক তত্ত্বের আবির্ভাব ঘটে ? উত্তর: স্যাবাইনের অভিমত হল ‘ব্যাবহারিক রাজনীতির অংশ হিসাবে রাজনৈতিক তত্ত্বের আবির্ভাব ঘটেছে।
মার্কসবাদের প্রধান উৎস লেখাে। উত্তর: জার্মান চিরায়ত দর্শন, ফরাসি সমাজতন্ত্র এবং ব্রিটিশ অর্থনীতি হল মার্কসবাদের প্রধান উৎস।
কার্ল মার্কসের জন্ম ও মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর: কার্ল মার্কসের জন্ম হয় ১৮১৮ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় ১৮৮৩ খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে ‘Communist Manifesto’ প্রণীত হয়? উত্তর: ‘Communist Manifesto’ প্রণীত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে।
গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম কী ? উত্তর: গান্ধিজির রাষ্টহীন সমাজের নাম হল রামরাজ্য।
ফ্রিডম্যান উদারনীতিবাদ বলতে কী বােঝাতে চেয়েছেন? উত্তর: ফ্রিডম্যানের মতে উদারনীতিবাদ হল আপন আপন ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি।
শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তনের কথা বলেছেন কারা? উত্তর: উদারনীতিবাদী দার্শনিকগণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তনের কথা বলেছেন।
মার্কস এঙ্গেলস-এর রচিত প্রধান গ্রন্থটির নাম কী? উত্তর: মার্কস এঙ্গেলস-এর রচিত প্রধান গ্রন্থটির নাম হল ‘Communist Manifesto’।
‘আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস’ উক্তিটি কার? উত্তর: “আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস”—এ কথা বলেছেন মার্কস ও এঙ্গেলস।
কত খ্রিস্টাব্দে ‘দাস ক্যাপিটেল’ (Das Capital) গ্রন্থ রচিত হয়? উত্তর: ‘দাস ক্যাপিটেল’ (Das Capital) গ্রন্থটি রচিত হয় ১৮৬৭ খ্রিস্টাব্দে।
‘চরিত্রের উপর পরিবেশের প্রভাব’ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর: ব্রিটিশ সমাজতন্ত্রী রবার্ট ওয়েন হলেন ‘চরিত্রের উপর পরিবেশের প্রভাব তত্ত্বের প্রবক্তা।
উৎপাদন পদ্ধতির কয়টি দিক ও কী কী? উত্তর: উৎপাদন পদ্ধতির দুটি দিক আছে- উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক।
“যে সমাজে অর্থনৈতিক অসাম্য থাকে সেই সমাজে সুষ্ঠু জনমত তৈরি হতে পারে না” -এ কথা কে বলেছেন? উত্তর: ল্যাস্কি বলেছেন,—“যে সমাজে অর্থনৈতিক অসাম্য থাকে সেই সমাজে সুষ্ঠু জনমত তৈরি হতে পারে না।”
ফ্যাসিবাদের মূল বক্তব্য কী? উত্তর: ফ্যাসিবাদের মূল বক্তব্য হল রাষ্ট্রের অধীনে থেকে রাষ্ট্রের নির্দেশে ব্যক্তিকে কাজ করতে হবে।
মুসােলিনির দৃষ্টিতে সাম্রাজ্যবাদ কী? উত্তর: সাম্রাজ্যবাদকে মুসােলিনি জীবনের স্বাভাবিক পরিণতি হিসাবে গণ্য করেছেন।
জন রাস্কিনের কোন বইটি গান্ধিজির চিন্তাধারাকে প্রভাবিত করেছিল ? উত্তর: জন রাস্কিনের লেখা ‘Unto this Last’ গ্রন্থটি গান্ধিজির চিন্তাধারাকে প্রভাবিত করেছিল।
মার্কসের মতে ‘ভিত্তি’ ও ‘উপরি কাঠামাে’ কী ? উত্তর: মার্কসের মতে অর্থনীতি হল ‘ভিত্তি’ এবং তার উপর গড়ে ওঠা আইন, কলা, ধর্ম, সাহিত্য প্রভৃতি হল সমাজের ‘উপরি’ কাঠামাে।
শ্রেণিবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম কী ? উত্তর: শ্রেণিবিভক্ত সমাজের প্রথম পর্যায়ের নাম হল দাস সমাজ।
গান্ধিজির চিন্তাধারার সারবস্তু কী? উত্তর: গান্ধিজির সামাজিক ও রাজনৈতিক চিন্তার মূল কথা হল—অহিংসা, সত্যাগ্রহ এবং সর্বোদয়।
‘সর্বোদয়’ ধারণাটি কোন দার্শনিকের নামের সঙ্গে যুক্ত ? উত্তর: গান্ধিজির নামের সঙ্গে ‘সর্বোদয়’ ধারণাটি যুক্ত।
সনাতন বা প্রাচীন উদারনীতিবাদ কোনটি? উত্তর: সপ্তদশ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত উদারনীতিবাদ সনাতন বা প্রাচীন উদারনীতিবাদ নামে পরিচিত।
‘On Liberty’ গ্রন্থের রচয়িতা কে? উত্তর: জন স্টুয়ার্ট মিল হলেন ‘On Liberty’ গ্রন্থের রচয়িতা।
উপযােগিতাবাদ বা হিতবাদের প্রবক্তা কে? উত্তর: জেরেমি বেন্থাম হলেন উপযােগিতাবাদ বা হিতবাদের প্রবক্তা।
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কারা? উত্তর: মার্কস ও এঙ্গেলস হলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা।
‘সত্তাই চেতনাকে নির্ধারিত করে, চেতনা সত্তাকে নির্ধারিত করে না’ -কার উক্তি? উত্তর: ‘সত্তাই চেতনাকে নির্ধারিত করে, চেতনা সত্তাকে নির্ধারিত করে না’ —এই উক্তিটি করেছেন কার্ল মার্কস।
কোন্ কোন্ অর্থনীতিবিদের দ্বারা মার্কস বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? উত্তর: ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর দ্বারা মার্কস বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন।
শ্রেণি কাকে বলে? উত্তর: এমিল বার্নস-এর মতে, একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এরূপ এক একটি অংশ হল এক-একটি শ্রেণি।
মার্কস ও এঙ্গেলস কার বস্তুবাদী ধারণার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উত্তর: মার্কস ও এঙ্গেলসফয়েরবাখের বস্তুবাদী ধারণার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
ফ্যাসিবাদ কী ? উত্তর: স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থার একটি বিশেষ রূপ হল ফ্যাসিবাদ।
ফ্যাসিবাদ কী ধরনের দলব্যবস্থায় বিশ্বাসী? উত্তর: ফ্যাসিবাদ এক দলীয় ব্যবস্থায় বিশ্বাসী।
সর্বহারা শ্রেণি কাকে বলে ? উত্তর: পুঁজিবাদী ব্যবস্থায় যারা নিজেদের শ্রমশক্তি বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের সর্বহারা শ্রেণি বলা হয়।
‘সাম্রাজ্যবাদ পরজীবী বা ক্ষয়িয় পুঁজিবাদ’ -উক্তিটি কার? উত্তর: ‘সাম্রাজ্যবাদ পরজীবী বা ক্ষয়িষ্ণু পুঁজিবাদ’ —এই উক্তিটি করেছেন মার্কসবাদী তাত্ত্বিক লেনিন।
রামরাজ্য কী? উত্তর: গান্ধিজির মতে, সর্বপ্রকার শােষণহীন এবং সাম্য ও ক্ষমতা বিকেন্দ্রীকরণ সম্পন্ন সমাজকেই রামরাজ্য বলা হয়।
আধুনিক উদারনীতিবাদ কোনটি? উত্তর: বিংশ শতাব্দীর উদারনীতিবাদ আধুনিক উদারনীতিবাদ নামে পরিচিত।
‘রাজনৈতিক তত্ত্ব’ কাকে বলে? উত্তর: রাষ্ট্রব্যবস্থা এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কিত বিশেষ চিন্তাভাবনাকে ‘রাজনৈতিক তত্ত্ব’ বলে।
‘সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ’ নীতির প্রবক্তা কে? উত্তর: ‘সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ’ নীতির প্রবক্তা হলেন বেন্থাম।
কার্ল মার্কস-এর রচিত দুটি গ্রন্থের নাম লেখাে। উত্তর: কার্ল মার্কস-এর রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হল —‘কমিউনিস্ট ম্যানিফেস্টে’এবং ‘দাস ক্যাপিটেল’।
হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদকে দ্বন্দ্বমূলক বস্তুবাদে রূপান্তরিত করেছেন কে? উত্তর: কার্ল মার্কস হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদকে দ্বন্দ্বমূলক বস্তুবাদে রূপান্তরিত করেছেন।
বুর্জোয়া বলতে কাদের বােঝানাে হয় ? উত্তর: উৎপাদনের উপাদান যাদের হাতে থাকে তাদেরকে বুর্জোয়া বলা হয়।
কখন, কার নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয় ? উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পরে মুসােলিনির নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়।
“চিরন্তন যুদ্ধের মাধ্যমেই মানবজাতি সমৃদ্ধ হয়েছে, শান্তির পক্ষে মানবজাতির ধ্বংস অনিবার্য।” —একথা কে বলেছেন? উত্তর: জার্মানির ফ্যাসিবাদী নেতা হিটলার বলেছেন,—“চিরন্তন যুদ্ধের মাধ্যমেই মানবজাতি সমৃদ্ধ হয়েছে, শান্তির পক্ষে নবজাতির ধ্বংস অনিবার্য”।
মার্কস-এর মতে শ্রেণিসংগ্রামের অনিবার্য পরিণতি কী? উত্তর: শ্রমিক শ্রেণির একনায়কত্ব প্রতিষ্ঠাই হল মার্কসের মতে শ্রেণিসংগ্রামের অনিবার্য পরিণতি।
কার্ল মার্কসের ইতিহাস-ভিত্তিক দর্শনের নাম কী? উত্তর: ঐতিহাসিক বস্তুবাদ হল কার্ল মার্কসের ইতিহাস ভিত্তিক দর্শন।
আধুনিক উদারনীতিবাদের কয়েকজন প্রবক্তার নাম লেখাে। উত্তর: কয়েকজন আধুনিক উদারনীতিবাদী তাত্ত্বিক হলেন হবহাউস, বার্কার, ল্যাস্কি, রুজভেল্ট, চেম্বারলেন প্রমুখ।
কখন উদারনীতিবাদের উৎপত্তি হয়? উত্তর: সপ্তদশ শতকে উদারনীতিবাদের উৎপত্তি হয়।
মার্কস-এর দৃষ্টিতে ইতিহাসের চালিকাশক্তি কী ? উত্তর: মার্কস-এর মতে বিপ্লব হল ইতিহাসের চালিকা শক্তি।
মার্কসবাদের ভিত্তি কী ? উত্তর: দ্বন্দ্বমূলক বস্তুবাদ হল মার্কসবাদের ভিত্তি।
“ফ্যাসিবাদ এক অভিজ্ঞতাবাদী বা বাস্তববাদী প্রত্যয়, কোনাে তত্ত্ব বা মতবাদ নয়।” -এ কথা কে বলেছেন? উত্তর: ইটালির ফ্যাসিবাদী নেতা মুসােলিনি বলেছেন,— “ফ্যাসিবাদ এক অভিজ্ঞতাবাদী বা বাস্তববাদী প্রত্যয়, কোনাে তত্ত্ব বা মতবাদ নয়।”
ফ্যাসিবাদ কী ধরনের জাতীয়তাবাদে বিশ্বাসী? উত্তর: উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী হল ফ্যাসিবাদ।
“শেষ পর্যন্ত রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে”— কারা এ কথা বলেছেন? উত্তর: মার্কসবাদী দার্শনিকরা বলেছেন, “শেষ পর্যন্ত রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে।”
বিশ্বশান্তিকে কাপুরুষের স্বপ্ন’ (‘A Cowards dream’) বলে অভিহিত করেছেন কে? উত্তর: মুসােলিনি বিশ্বশান্তিকে ‘কাপুরুষের স্বপ্ন’ বলে অভিহিত করেছেন।
“আমার কল্পনায় গ্রাম-স্বরাজ হল একটি পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রজাতন্ত্র”—একথা কে বলেছেন? উত্তর: গান্ধিজি বলেছেন, “আমার কল্পনায় গ্রাম-স্বরাজ হল একটি পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রজাতন্ত্র”।