জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ? উত্তর: জাতিসংঘ গঠিত হয়েছিল ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি।
U.N.O.-এর পুরাে নাম কী ? উত্তর: U.N.O.-এর পুরাে নাম United Nations Organisation.
সম্মিলিত জাতিপুঞ্জের ঘােষণা কখন প্রকাশিত হয় ? উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের ঘােষণা’ প্রকাশিত হয় ১৯৪২ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি।
‘ইয়াল্টা সম্মেলন’ কখন অনুষ্ঠিত হয় ? উত্তর: ‘ইয়াল্টা সম্মেলন’ অনুষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের ফ্রেব্রুয়ারি মাসে।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি প্রস্তাবনা, অধ্যায় ও ধারা আছে ? উত্তর: একটি প্রস্তাবনা, ১৯টি অধ্যায় ও ১১১টি ধারা আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে।
সাধারণ সভার প্রত্যেক সদস্য রাষ্ট্রের কয়টি ভোটাধিকার থাকে ? উত্তর: সাধারণ সভার প্রত্যেক সদস্য রাষ্ট্রের ভোটাধিকার থাকে ১টি।।
সাধারণ সভাকে ‘বিশ্ব নাগরিক সভা’ (Town meeting of the world) বলে এভিহিত করেছেন কে ? উত্তর: সাধারণ সভাকে ‘বিশ্ব নাগরিক সভা’ বলে অভিহিত করেছেন অধ্যাপক গেটেল।
সাধারণ সভাকে ‘গল্পগুজবের আসর’ বলে মন্তব্য করেছেন কে ? উত্তর: সাধারণ সভাকে ‘গল্পগুজবের আসর’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক নিকোলাস।
সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ? উত্তর: নিরাপত্তাপরিষদ (Security Council) হল সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা।
নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১১থেকে বৃদ্ধি করে ১৫ করা হয় কত খ্রিস্টাব্দে ? উত্তর: নিরাপত্তাপরিষদের সদস্য সংখ্যা ১১ থেকে বৃদ্ধি করে ১৫ করা হয় ১৯৬৬খ্রিস্টাব্দে।
নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্যরা (১০ জন) নির্বাচিত হন কার দ্বারা ? উত্তর: নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন।
‘ভেটো’ শব্দের অর্থ কী? উত্তর: ‘ভেটো’ শব্দের অর্থ হল কর্তৃত্ব বলে ‘অসম্মতি বা নিষেধাজ্ঞা’।
জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে কত ? উত্তর: বর্তমানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ৫৪।
অছিপরিষদের সদস্য সংখ্যা বর্তমানে কত ? উত্তর: অছিপরিষদের সদস্য সংখ্যা বর্তমানে ৫।
আন্তর্জাতিক বিচারালয়ে প্রতি তিন বছর অন্তর নতুন করে কত জন বিচারপতি নির্বাচিত হন? উত্তর: আন্তর্জাতিক বিচারালয়ে প্রতি তিন বছর অন্তর নতুন করে ৫ জন করে বিচারপতি নির্বাচিত হন।
জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল কত বছর ? উত্তর: জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল ৫ বছর।
“জাতিপুঞ্জের কাজই হচ্ছে শান্তি, বিশেষ করে বিশ্বশান্তির খোঁজ করা”-কার উক্তি ? উত্তর: ডি সি. গোয়েল বলেছেন, “জাতিপুঞ্জের কাজই হচ্ছে শান্তি, বিশেষ করে বিশ্বশান্তির খোঁজ করা”।
কোন্ কোন্ দেশ ‘Big Five’ নামে পরিচিত ? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও গণপ্রজাতন্ত্রী চিন এই পাঁচটি দেশ ‘Big Five’ বা বৃহৎ শক্তি নামে পরিচিত।
জাতিসংঘ সৃষ্টি হয় কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে ? উত্তর: জাতিসংঘ সৃষ্টি হয় প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকেই।
কারা সম্মিলিত জাতিপুঞ্জ সৃষ্টির উদ্যোক্তা ছিলেন ? উত্তর: মিত্র শক্তিবর্গ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ছিল সম্মিলিত জাতিপুঞ্জ সৃষ্টির উদ্যোক্তা।
‘আটলান্টিক সনদ’ কখন ঘােষিত হয়েছিল ? উত্তর: ‘আটলান্টিক সনদ‘ ঘােষিত হয়েছিল ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট।
সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ১নং ধারায় কী বলা হয়েছে ? উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ১নং ধারায় বলা হয়েছে—“পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ।
সাধারণ সভা প্রত্যেক অধিবেশনের জন্য কতজন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করে ? উত্তর: সাধারণ সভা প্রত্যেক অধিবেশনের জন্য ১ জন সভাপতি ও ২১ জন সহ-সভাপতি নির্বাচন করে।
“The general Assembly wields power Primarily as voice of the conscience of the world”- কে অভিমত দিয়েছেন জাতিপুঞ্জ সম্পর্কে ? উত্তর: “The general Assembly wields power Primarily as voice of the conscience of the world”, আইনবিদ অস্টিন এই অভিমত দিয়েছেন জাতিপুঞ্জ সম্পর্কে।
কে বলেছেন, “সাধারণ সভা প্রধানত বিশ্ববিবেকের কণ্ঠস্বর হিসেবে কাজ করে” ? উত্তর: আইনবিদ অস্টিন বলেছেন, “সাধারণ সভা প্রধানত বিশ্ববিবেকের কণ্ঠস্বর হিসেবে কাজ করে”।
নিরাপত্তাপরিষদের মােট সদস্য সংখ্যা বর্তমানে কত ? উত্তর: নিরাপত্তাপরিষদের মােট সদস্য সংখ্যা বর্তমানে ১৫।
‘ইন্টারন্যাশনাল রিলেশনস’ (International relations) গ্রন্থের প্রণেতা কে ? উত্তর: পামার ও পারকিনস হলেন ‘ইন্টারন্যাশনাল রিলেশনস’ গ্রন্থের প্রণেতা।।
কত বছরের জন্য নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন ? উত্তর: দুই বছরের জন্য নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন।
কারা নিরাপত্তাপরিষদে ভেটো ক্ষমতার অধিকারী ? উত্তর: কেবলমাত্র স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়ােগ করতে পারে।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচন করে কে ? উত্তর: সাধারণ সভা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের নির্বাচন করে।
‘সংবিধি’ কী ? উত্তর: ‘সংবিধি’ হল আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানের নাম।
আন্তর্জাতিক বিচারালয়ে প্রতিটি রাষ্ট্র থেকে সর্বোচ্চ কত জন বিচারপতি নির্বাচিত হতে পারেন ? উত্তর: আন্তর্জাতিক বিচারালয়ে প্রতিটি রাষ্ট্র থেকে সর্বোচ্চ ১জন করে বিচারপতি নির্বাচিত হতে পারেন।
জাতিপুঞ্জের সাধারণ সভা ‘শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি’ (Peaceful Co-existence) কত খ্রিস্টাব্দে ঘােষণা করেন ? উত্তর: জাতিপুঞ্জের সাধারণ সভা ‘শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি’ ১৯৫৭ খ্রিস্টাব্দে ঘােষণা করেন।
W.H.O.-এর পুরাে নাম কী ? উত্তর: W.H.O.-এর পুরাে নাম হল World Health Organisation (বিশ্বস্বাস্থ্য সংস্থা)।
এমন একটি বিশ্ব সংস্থার নাম করাে যেটি প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠে ? উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্ব সংস্থাটির নাম হল জাতিসংঘ (League of Nations)।
সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর।
‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘােষণা’ আর কী নামে পরিচিত হয় ? উত্তর: ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘােষণা’ (১জানুয়ারি ১৯৪২) ‘ওয়াশিংটন ঘােষণা’ নামে পরিচিত।
‘সম্মিলিত’ জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন কে ? উত্তর: মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন।
সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র বর্তমানে কয়টি ? উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র বর্তমানে ১৯১টি।
‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক কে ? উত্তর: ‘Politics Among Nations’ গ্রন্থটির লেখক মরগেনথাউ।
নিরাপত্তাপরিষদের বর্তমানে অস্থায়ী সদস্য সংখ্যা কত ? উত্তর: নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা বর্তমানে ১০।
গণপ্রজাতন্ত্রী চিন কত খ্রিস্টাব্দে নিরাপত্তা-পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে ? উত্তর: গণপ্রজাতন্ত্রী চিন ১৯৭১ খ্রিস্টাব্দে নিরাপত্তা-পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে।
জাতিপুঞ্জের কোন সংস্থার অধীনে ‘সামরিক পরিষদ’ কাজ করে ? উত্তর: জাতিপুঞ্জের নিরাপত্তাপরিষদ’-এর অধীনে ‘সামরিক পরিষদ’ কাজ করে।
‘ভেটো’ (Veto) কী ? উত্তর: নিরাপত্তাপরিষদের কার্যবিধির অন্তর্ভুক্ত যেকোনাে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা বিরােধিতা করার অধিকারকে বলা হয় ‘ভেটো’।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদে স্বাভাবিক অবস্থায় বছরে কতবার অধিবেশন অনুষ্ঠিত হয় ? উত্তর: স্বাভাবিক অবস্থায় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে দু-বার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত ? উত্তর: আন্তর্জাতিক বিচারালয় ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত হয়।
জাতিপুঞ্জের বা রাষ্ট্রসংঘের মুখ্য প্রশাসনিক আধিকারিক কে? উত্তর: মহাসচিব বা প্রধান কর্মসচিব হলেন রাষ্ট্রসংঘের মুখ্য প্রশাসনিক আধিকারিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ? উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠা লগ্নে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ছিল ? উত্তর: প্রতিষ্ঠা লগ্নে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল ৫১।
‘মস্কো ঘােষণা’ প্রকাশিত হয়েছিল কবে? উত্তর: ‘মস্কো ঘােষণা’ প্রকাশিত হয়েছিল ১৯৪৩ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর।
সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি মূল অঙ্গ বা বিভাগ আছে ? উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের ৬টি মূল অঙ্গ বা বিভাগ আছে।
কোন বিষয়ে সাধারণ সভা আলােচনা করতে পারে না ? উত্তর: কোনাে রাষ্ট্রের ‘ঘরােয়া ব্যাপার’ নিয়ে সাধারণ সভা আলােচনা করতে পারে না।
কত খ্রিস্টাব্দে সাধারণ সভা সার্বজনীন ‘মানবাধিকারের ঘােষণাপত্র’ পাস করেছে? উত্তর: সাধারণ সভা সার্বজনীন ‘মানবাধিকারের ঘােষণাপত্র’ পাস করেছে ১৯৪৮ খ্রিস্টাব্দে।
নিরাপত্তাপরিষদে স্থায়ী সদস্য সংখ্যা বর্তমানে কত ? উত্তর: নিরাপত্তাপরিষদে স্থায়ী সদস্য সংখ্যা বর্তমানে ৫।
শান্তিপূর্ণ উপায়ে বিরােধ মীমাংসা করাতে ব্যর্থ হলে নিরাপত্তাপরিষদ শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে দুটি ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেগুলি কী কী ? উত্তর: শান্তিপূর্ণ উপায়ে বিরােধ মীমাংসা করাতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদ শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে ‘নিবর্তনমূলক’ ও ‘শাস্তিমূলক’ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
প্রথম অবস্থায় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত ছিল ? উত্তর: প্রথম অবস্থায় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৮।
সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কী ? উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগের নাম হল আন্তর্জাতিক বিচারালয়। (International Court of Justice, সক্ষেপে I.C.J.)।
কোন সংস্থার হাতে সম্মিলিত জাতিপুঞ্জের কার্যপরিচালনার দায়িত্ব অর্পিত ? উত্তর: সচিবালয় বা কর্মদপ্তরের হাতে সম্মিলিত জাতিপুঞ্জের কার্য পরিচালনার দায়িত্ব অর্পিত।
“এই ভেটো ব্যবস্থা নিরাপত্তাপরিষদের অচলাবস্থা ও ক্ষমতা হ্রাসের কারণ হলেও বিশ্বকে এখনও সংকটের মুখে ঠেলে দেয়নি” -কার উক্তি ? উত্তর: গুড স্পীড (Good Speed) বলেছেন, “এই ভেটো ব্যবস্থা নিরাপত্তাপরিষদের অচলাবস্থা ও ক্ষমতা হ্রাসের কারণ হলেও বিশ্বকে এখনও সংকটের মুখে ঠেলে দেয়নি” ।
জাতিসংঘ গঠিত হওয়ার উদ্দেশ্য কী ছিল ? উত্তর: বিশ্বকে যুদ্ধের গ্রাস থেকে চিরতরে মুক্ত করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল জাতিসংঘ।
সম্মিলিত জাতিপুঞ্জের সৃষ্টিপর্বে কয়টি সম্মেলন ও ঘােষণা হয়েছিল ? উত্তর: ছােটো বড়াে ৭টি সম্মেলন ও ঘােষণা হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জের সৃষ্টিপর্বে।
‘তেহেরান ঘােষণা’ কখন প্রকাশিত হয়? উত্তর: ‘তেহেরান ঘােষণা’ প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর।