Tuesday 7 April 2020

বাস্তুতন্ত্র ও সংরক্ষণ জীবন বিজ্ঞান

বাস্তুতন্ত্র ও সংরক্ষণ (সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর)

প্রশ্ন 1. পরিবেশ কাকে বলে ? একে কি কি ভাগে ভাগ করা যায়?
উত্তর : যে সমস্ত অবস্থা ও বস্তু কোনও জীবকে ঘিরে থাকে, সেই অবস্থা ও বস্তুগুলিকে মিলিতভাবে ঐ জীবের পরিবেশ (Environment) বলে।
পরিবেশের অবস্থা ও বস্তু গুলিকে দুটি ভাগে বিভক্ত : (i) জল, মাটি, সূর্যালােকে, উষ্ণতা, চাপ ইত্যাদি ভৌত অবস্থা পরিবেশের যে ভাগ তৈরি করে, তাকে ভৌত পরিবেশ (Physical environment) বলে। (ii) কোনও পরিবেশে যে বিভিন্ন ধরনের অনেক জীব থাকে, সেগুলি সকলে মিলে পরিবেশের যে অন্য ভাগ তৈরি করে, তাকে বলা হয় জৈব পরিবেশ (Biotic environment)
প্রশ্ন 2. (a) বাস্তব্য-তন্ত্র কি? এর বৈশিষ্ট্য কি কি?
উত্তর : নির্জীব ও সজীব উপাদানগুলির পারস্পরিক ক্রিয়াশীলতার ফলে সৃষ্ট পরিবেশের সুস্থিত ও চিরকালীন স্বয়ংক্রিয় স্বাভাবিক একককে বাস্তুতন্ত্র বা বাস্তব্য-তন্ত্র (Ecosystem) বলে।
বান্তব্য-তন্ত্রের বৈশিষ্ট্য প্রধানত দু’ধরনের শর্তের ওপর নির্ভরশীল—(i) অজৈব শর্ত (Abiotic factors) এবং (ii) জৈব শর্ত (Biotic factors)।
প্রশ্ন 2. (b) বাস্তব্য-তন্ত্রের অজৈব শর্তগুলি কি কি উদাহরণ দিয়ে লেখ।
উত্তর : বাস্তব্য-তন্ত্রের নির্জীব উপাদান বা অজৈব শর্তগুলি হল:
(i) আন্তরীক্ষ শর্ত (Climatic factors), যেমন—বৃষ্টিপাত, উষ্ণতা, সূর্যালােক ইত্যাদি।
(ii) ভৌম শর্ত (Edaphic factors), যেমন—মাটির গঠনগত প্রকৃতি, জল-ধারণ-ক্ষমতা ইত্যাদি।
(iii) ভূমিবৃত্তীয় শর্ত (Physiographic factors), যেমন—ভূমির উচ্চতা, ঢাল ইত্যাদি।
প্রশ্ন 3. বাস্তব তন্ত্রের সজীব শর্ত কি? এইগুলি কিভাবে প্রভাবিত করে তার দু’একটি উদাহরণ দাও।
উত্তর : বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণী হল বাস্তব-তন্ত্রের সজীব উপাদান বা জৈব শর্ত। বাস্তব্য-তন্ত্রের বিভিন্ন জৈব ও অজৈব শর্ত একে অপরের ওপর প্রভাব বিস্তার করে। প্রাণীরা প্রত্যক্ষভাবে অথবা পরােক্ষভাবে খাদ্য ও অক্সিজেনের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। কোনও অঞ্চলে কি কি ধরনের প্রাণীর দেখা পাওয়া যাবে, তা প্রধানত নির্ভর করে ঐ অঞ্চলে কি কি ধরনের উদ্ভিদ পাওয়া যায়, তার ওপরে। আবার, খাওয়ার সময় ছােট ছােট গুল্ম ও তৃণ জাতীয় উদ্ভিদকে পদদলিত করে মেরে ফেলে, অথবা মল-মূত্র-রূপে সার প্রয়ােগ করে, প্রাণীরাও উদ্ভিদের উপর প্রভাব বিস্তার করে।
প্রশ্ন 4. (i) খাদ্য-খাদকের দিক দিয়ে জীব সম্প্রদায়ের জীবগুলিকে কি কি ভাগে ভাগ করা যায়? (ii) সবুজ উদ্ভিদ বান্তব্য-তন্ত্রের খাদ্যের উৎপাদক-এর ব্যাখ্যা কর।
উত্তর : (i) জীব-সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্কের মধ্যে প্রধান হল খাদ্য-খাদকের। এদিক দিয়ে এদের প্রধান তিনটি ভাগ হল : (a) উৎপাদক (Producers), (b) খাদক (Consumers) এবং (c) পচনকারী (decomposers)।
(ii) জীব-সম্প্রদায়ের সবুজ স্বভােজী (Autotropic) উদ্ভিদের পরিবেশ থেকে যে সব খাদ্যের অজৈব রসদ (খনিজ লবণ, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি) সংগ্রহ করে, পরে সেগুলি থেকে ক্লোরােফিলের সহায়তায় ও সূর্যালোকের উপস্থিতিতে সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জৈব খাদ্য প্রস্তুত করে। এভাবে, খাদ্যের মধ্যে সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। সুতরাং এর থেকে দেখা যায় যে, সবুজ উদ্ভিদের বাস্তব্য-তন্ত্রে খাদ্যের উৎপাদক।
প্রশ্ন 5. বাস্তব্য-তন্ত্রে খাদক কি? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর খাদক কাদের বলে? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।
উত্তর : প্রাণীরা খাদ্যের ওপর নির্ভরশীল, এরা পরভােজী (Heterotropic), তাই সবুজ স্বভােজী উদ্ভিদ জীব-সম্প্রদায়ের উৎপাদক। তা হলে প্রাণীরা হল ঐ জীব-সম্প্রদায়ের তথা বাস্তব-তলে খাদক অ-বিভক্ত।
(i) সরাসরি উৎপাদক অথবা উৎপাদকের দেহজাত বস্তুর সাহায্যে পুষ্টি খাদকদের প্রথম সারির খাদক বা প্রাথমিক খাদক (Primary consumers) বলে। যেমন : বানর, হরিণ, ইদুর, খরগােস ইত্যাদি স্তন্যপায়ী প্রাণী; পায়রা, চড়াই ইত্যাদি পাখি; ব্যাঙাচি, মৌমাছি এবং প্রজাপতি প্রভৃতি পতঙ্গ।
(ii) উৎপাদক অথবা উৎপাদকের দেহজাত বস্তুর সাহায্যে পুষ্টি খাদকদের ভক্ষণ করে যেসব খাদক জীবনধারণ করে, তাদের দ্বিতীয় সারির খাদক বা গৌণ খাদক (Secondary consumers) বলে।
যেমন : ছুঁচা, চামচিকা ইত্যাদি স্তন্যপায়ী প্রাণী ; শালিক, দোয়েল ইত্যাদি পাখি ; টিকটিকি, ব্যাঙ ইত্যাদি মাঝারি আকৃতির প্রাণী এবং মাকড়সা ও কয়েক ধরনের পতঙ্গ—এরা সকলেই মাংসাশী।
(iii) যেসব খাদক দ্বিতীয় সারির খাদক বা গৌণ খাদক ভক্ষণ করে জীবনধারণ করে, তাদের তৃতীয় সারির খাদক বা প্রগৌণ খাদক (Tertiary consumers) বলা হয়।
যেমন : বাঘ, সিংহ, চিতাবাঘ, নেকড়ে, শিয়াল ইত্যাদি বড় আকারের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, এবং বাজ, ঈগল প্রভৃতি বড় মাংসাশী পাখি প্রভৃতি।
প্রশ্ন 6. (i) পচনকারী জীব কাদের বলে? (ii) খাদ্যশৃঙ্খল কি? জীব-সম্প্রদায়ে একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও।
উত্তর : (i) জীবাণু, ছত্রাক, বিভিন্ন এককোষী প্রাণী প্রভৃতি যে সব পরভােজী অনুজীব খাদকের মল-মূত্র এবং উৎপাদক ও খাদকের মৃতদেহকে বিশ্লিষ্ট করে অপেক্ষাকৃত সরল যৌগে পরিণত করে তাদের বলা হয় পচনকারী জীব বা শটনকারী।
(ii) কোনও বান্তব্য-তন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য-খাদক সম্পর্কিত বিভিন্ন প্রাণী-দলের মধ্যে খাদ্য-শক্তির একমুখী ও ধারাবাহিক প্রবাহকে খাদ্য-শৃঙ্খল (Food chain) বলে।
নিচে জীব-সম্প্রদায়ে একটি খাদ্য-শৃঙ্খলের উদাহরণ দেওয়া হল।
তৃণ ————→ ফড়িং ————→ ভরত পাখি ———— বাজ পাথি
(সবুজ উদ্ভিদ ) (তৃণভােজী পতঙ্গ) (পতঙ্গভভাজী পাখি) ( মাংসাশী পাখি )
উৎপাদক খাই শক্তি প্রাথমিক খাদক খাদ্য-শক্তি গৌণ খাদক খাদ্য-শক্তি প্রগৌণ খাদক।
প্রশ্ন 7. বাস্তব-তন্ত্রে শক্তির প্রবাহ কিরূপ হয় তা উদাহরণ সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর : যেহেতু সূর্যই সমস্ত শক্তির উৎস সুতরাং এই শক্তি উৎপাদকের উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে থাকে। প্রথম সারির খাদক উৎপাদককে খাওয়ার ফলে, ঐ শক্তি প্রথম সারির খাদকের দেহে পরিবাহিত হয়। প্রথম সারির খাদকের শ্বসন, রেচন ইত্যাদি বিপাকীয় ক্রিয়ার সময় ঐ শক্তির বেশ কিছু অংশ পরিবেশে চলে যায়। এর ফলে দ্বিতীয় সারির খাদক যখন প্রথম সারির খাদককে খায়, তখন দ্বিতীয় সারির খাদকের দেহে অপেক্ষাকৃত কম শক্তি পরিবাহিত হয়। দ্বিতীয় সারির খাদকের বিপাকের ফলে আরও কিছু পরিমাণ শক্তি পরিবেশে চলে যায়। এতে তৃতীয় সারির খাদকের দেহে আরও কম পরিমাণ শক্তি পরিবাহিত হয়। এভাবে যে উৎপাদকের দেহ থেকে তৃতীয় সারির খাদকের দেহে পৌছাতে শক্তির পরিমাণ ক্রমেই কমে যায়। এইভাবে খাদ্য-শৃঙ্খলের মাধ্যমে বাস্তব্য-তন্ত্রের মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হয়।
প্রশ্ন ৪. (i) সংরক্ষণ কি? (ii) সংরক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য উল্লেখ কর।
উত্তর : (i) বাস্তব্য-বিদ্যার জ্ঞানের পরিপ্রেক্ষিতে সুষ্ঠুভাবে এবং নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, প্রাকৃতিক সম্পদের সুচিন্তিত ব্যবহার করা, সবরকম অপচয় বন্ধ করা এবং সম্ভাব্য ক্ষেত্রে সম্পদের পুনরাবর্তন করাকে সংরক্ষণ (Conservation) বলা হয়।
(ii) সংরক্ষণের কয়েকটি উল্লেখযােগ্য উদ্দেশ্য হল :
(a) সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে, বিজ্ঞানসম্মত উপায়ে, সুষ্ঠুভাবে, প্রাকৃতিক বিভিন্ন সম্পদের সুচিন্তিত ব্যবহার।
(b) সবরকম প্রাকৃতিক সম্পদের যাবতীয় অপচয় বন্ধ করা এবং সম্ভাব্য ক্ষেত্রে এই সম্পদগুলির পুনরাবর্তন,
(c) জল ও বায়ুর দূষণ (Pollution) দূর করে, জল ও বায়ুর নির্মল অবস্থা ফিরিয়ে আনা এবং বজায় রাখা,
(d) বহু-বিচিত্র বাস্তব্য-তন্ত্রের অসংখ্য জীব-সম্প্রদায়কে অক্ষুন্ন রাখার চেষ্টা করা, ।
(e) বন্য প্রাণীর সৌন্দর্য-উপভােগের দ্বারা অবসর-বিনােদনের সুযোগ বজায় রাখা ইত্যাদি।
প্রশ্ন 9. বর্তমানে কৃষি বিজ্ঞানীরা মাটি সংরক্ষণের যে সব উপায় নির্ধারণ করেছেন তার কয়েকটি উল্লেখ কর।
উত্তর : বর্তমানে কৃষি-বিজ্ঞানীরা মাটি সংরক্ষণের বিজ্ঞানসম্মতভাবে যে সব উপায় নির্ধারণ করেছেন সেগুলি।
প্রধানতঃ হল :
(i) দুর্বা ঘাস, কাশ নানাধরনের গুল্ম এবং কয়েক রকম বৃক্ষ ইত্যাদি মৃত্তিকা-ধারক উদ্ভিদ রােপণ করে, ঢালু।
জমিতে এবং পাহাড়ের গায়ে মৃত্তিকা-ধারক উদ্ভিদ রােপণ করে, ভূমিক্ষয় রােধ করা হয়।
(ii) বৃক্ষ রােপণের দ্বারা নূতন বনভুমি সৃষ্টি করে ভূমিক্ষয় বন্ধ করা হয়।
(iii) একই জমিতে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমে ফলিয়ে (অর্থাৎ শস্য-পর্যায় দ্বারা) মাটির উৎপাদিকা-শক্তি
বজায় রাখা হয়।
(iv) জমিতে সার প্রয়ােগ করে মাটির উৎপাদিকা-শক্তি বজায় রাখা হয়, ইত্যাদি।
 
প্রশ্ন 10. বন সংরক্ষণের কয়েকটি উপায় উল্লেখ কর।
উত্তর : বন সংরক্ষণের কয়েকটি উপায় হল :
(1) ঘেষাঘেষি জন্মানো চারাগাছের কিছু কিছু উপড়ে ফেলা, (ii) রােগাক্রমণ এবং অগ্নিতে বিনষ্ট বনভূমিতে।
স্তন করে বৃক্ষ রােপণ করা, (iii) গাছ কাটার সময় চারাগাছগুলির ক্ষতি এড়িয়ে চলা, (iv) গাছ কেটে ফেলা
“ম কাটা প্রান্ত থেকে উদ্ভুত ফেঁকড়াগুলিকে নিয়মিত ছেটে ফেলা, (v) কাষ্ঠল লতা-জাতীয় আরােহী উদ্ভিদগুলিকে।
“নয়ামত কেটে ফেলা, (vi) কেবল পরিণত গাছ কাটা, (vii) নানারকম উদ্ভিদ রােগের দমন করা, (viii) বধি
গাছগুলিকে সর্বপ্রকারে রক্ষা করা, (ix) বনে আগুন লাগার ভয় দূর করা, ইত্যাদি।
প্রশ্ন : (i) ভারতের জাতীয় বনভূমিগুলির নাম ও অবস্থান উল্লেখ কর। (ii) পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের
নাম ও অবস্থান কোথায় তা বল।
উত্তর : (1) উত্তর প্রদেশের গাড়ােয়াল ও নৈনিতাল জেলায় করবেট, বিহারের হাজারিবাগ জেলায় ।
হাজারিবাগ ও মধ্যপ্রদেশের ম্যালা জেলায় কানহা।
| (Hy (a) 24-পরগণায় → লােথিয়ান আইল্যাণ্ড, হলিডে আইল্যাণ্ড ও সজনেখালি। ।
| (b) জলপাইগুড়ি জেলায় → গরুমারা, চাপরামারি ও জলদা পাড়া।
| (c) দার্জিলিং জেলায় → মহানন্দা ও সেঞ্চল।

বাস্তুতন্ত্র ও সংরক্ষণ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)


প্রশ্ন 12. বাস্তব বিদ্যায় কি আলােচিত হয়?
উত্তর : জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক।
প্রশ্ন 13. বাস্তব্য-তন্ত্রের সজীব উপাদান কি?
উত্তর : সমগ্র জীব-সম্প্রদায়।
প্রশ্ন 14. বাস্তবতন্ত্র কি পরিবেশের স্বয়ংসম্পূর্ণ একক ?
উত্তর : হ্যাঁ।
প্রশ্ন 15. সূর্যালােক বাস্তব্য-তন্ত্রের কিরূপ শর্ত ?
উত্তর : অজৈব আন্তরীক্ষ শর্ত।
প্রশ্ন 16. বাস্তব্য-তন্ত্রের দুটি অজৈব শর্তের নাম কর।
উত্তর : ভৌম ও ভূমিবৃত্তীয় শর্ত।
প্রশ্ন 17. বাস্তব্য-তন্ত্রের দুটি ‘ভৌম’ শর্তের নাম কর।
উত্তর : মাটির গঠনগত প্রকৃতি ও জলধারণ ক্ষমতা।
প্রশ্ন 18. বান্তব্য-তন্ত্রের দুটি ভূ মবৃত্তীয় শর্তের উলেখ কর।
উত্তর : ভূমির উচ্চতা ও ঢাল।
প্রশ্ন 19. খাদ্য-খাদক দিক দিয়ে জীবগুলি কি কি দলে বিভক্ত ?
উত্তর : উৎপাদক, খাদক ও পচনকারী।।
প্রশ্ন 20. সবুজ উদ্ভিদেরা জীবদের কিরূপ প্রক্রিয়া?
উত্তর : খাদ্যের উৎপাদক।
প্রশ্ন 21. প্রথম সারির তিনটি খাদকের নাম কর।
উত্তর : ইদুর, খরগােস, প্রজাপতি।।
প্রশ্ন 22. তিনটি দ্বিতীয় সারির মাংসাশীর নাম কর।
উত্তর : চামচিকে, দোয়েল, মাকড়সা।
প্রশ্ন 23. তিনটি তৃতীয় সারির খাদকের নাম কর।
উত্তর : বাঘ, সিংহ, বাজপাখি।
প্রশ্ন 24. বাস্তব্য-তন্ত্রে পচনকারী জীব উৎপাদকের কার মত কাজ করে ?
উত্তর : পরিপূরকের মত।
প্রশ্ন 25. জীব-সম্প্রদায়ে যে সমস্ত খাদ্য শৃঙ্খল দেখা যায় তাদের মিলিতভাবে কি বলে?
উত্তর : খাদ্যজালক।
প্রশ্ন 26. খাদ্য-শৃঙ্খলের মধ্য দিয়ে কার মাধ্যমে শক্তি প্রবাহিত হয়?
উত্তর : বাস্তব্য-তন্ত্রের।
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers