Tuesday, 7 April 2020

জাতীয়তাবাদ, জাতি ও রাষ্ট্র অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জাতীয়তাবাদ, জাতি ও রাষ্ট্র
  1. ‘জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত’ -উক্তিটি কার?
    উত্তর: ‘জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত’- বলেছেন জে. এস. মিল
  2. ‘জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ’- কে একথা বলেছেন?
    উত্তর: ‘জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ’- একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর
  3. ভারতীয়গণ কী একটি জাতি?
    উত্তর: ভারতীয়গণ একটি জাতি।
  4. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটিকে দু-দিক ধারবিশিষ্ট তলোয়ার বলেছেন কে?
    উত্তর: জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতিটিকে দু-দিক ধারবিশিষ্ট তলোয়ার- বলেছেন লর্ড কার্জন
  5. ‘জাতি হল ঐতিহাসিক ভাবে গড়ে ওঠা একটি স্থায়ী জনসমষ্টি যা একই ভাষা, অঞ্চল, অর্থনৈতিক জীবন এবং সংস্কৃতির মধ্যে অভিব্যক্তি মনস্তাত্ত্বিক গঠনের ভিত্তিতে গঠিত’।- একথা বলেছেন কে?
    উত্তর: ‘জাতি হল ঐতিহাসিক ভাবে গড়ে ওঠা একটি স্থায়ী জনসমষ্টি যা একই ভাষা, অঞ্চল, অর্থনৈতিক জীবন এবং সংস্কৃতির মধ্যে অভিব্যক্তি মনস্তাত্ত্বিক গঠনের ভিত্তিতে গঠিত’ -একথা বলেছেন স্তালিন
  6. কে জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতার বিরোধী মনে করেন?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতার বিরোধী মনে করেন।
  7. ইতালির জাতীয়তাবাদের জনক কে?
    উত্তর: ইতালির জাতীয়তাবাদের জনক হলেন ম্যাৎসিনি
  8. ল‍্যাস্কির মতে, কখন থেকে আধুনিক জাতীয়তাবাদের সূচনা হয়?
    উত্তর: লাস্কির মতে পোল্যান্ডের বিভক্তিকরণের সময় থেকে আধুনিক জাতীয়তাবাদের সূচনা হয়।
  9. উগ্র জাতীয়তাবাদ কে ‘সভ্যতার শত্রু’ বলেছেন কে?
    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর উগ্র জাতীয়তাবাদ কে ‘সভ্যতার শত্রু’ বলেছেন।
  10. জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পথকে উন্মুক্ত করে, কে বলেছেন?
    উত্তর: জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পথকে উন্মুক্ত করে,  একথা বলেছেন জিমান‍‍‍‍‍
  11. ‘জাতীয়তাবাদ হল আধুনিক বিশ্বের একটি ধর্ম’- একথা কে বলেছেন?
    উত্তর: ‘জাতীয়তাবাদ হল আধুনিক বিশ্বের একটি ধর্ম’- একথা বলেছেন লয়েড
  12. জাতি কাকে বলে?
    উত্তর: রাজনৈতিকভাবে সংগঠিত, বহি‍ঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি নির্দিষ্ট জনসমাজকে জাতি বলা হয়।
  13. ‘জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়’- কে বলেছেন?
    উত্তর: ‘জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়’- একথা বলেছেন জিমান‍‍‍ (Zimmern)
  14. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরোধী একজন ইংরেজ দার্শনিক এর নাম উল্লেখ করো।
    উত্তর: জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরোধী একজন ইংরেজ দার্শনিক এর নাম হল লর্ড অ্যাক্টন
  15. কে বলেছেন- ‘জাতীয়তাবাদ হল সহগামিতার যৌথ সচেতনতা’?
    উত্তর: শোয়ারজেনবার্জার বলেছেন- ‘জাতীয়তাবাদ হল সহগামিতার যৌথ সচেতনতা।
  16. কে বলেছেন,- ‘জাতীয় জনসমাজ মূলত একটি আত্মিক প্রশ্ন’?
    উত্তর: জিমান বলেছেন,- ‘জাতীয় জনসমাজ মূলত একটি  আত্মিক প্রশ্ন’।
  17. ‘কুলগত ঐক্যের ভিত্তিতে জাতীয় জনসমাজকে ব্যাখ্যা করার চেষ্টা সম্পূর্ণ অর্থহীন’ কে বলেছেন?
    উত্তর: শেফার বলেছেন- ‘কুলগত ঐক্যের ভিত্তিতে জাতীয় জনসমাজকে ব্যাখ্যা করার চেষ্টা সম্পূর্ণ অর্থহীন’।
  18. কে জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন?
    উত্তর: এরিক ফ্রোম জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন।
  19. ‘দুনিয়ার মজদুর এক হও’- উক্তিটি কার?
    উত্তর: ‘দুনিয়ার মজদুর এক হও’  উক্তিটি কাল মার্কস-এর।
  20. জাতীয় জনসমাজ কি?
    উত্তর: জাতীয় জনসমাজ হল এমন একটি ঐক্যবদ্ধ জনসমাজ যে নিজেকে অন্য  জনসমাজ থেকে সম্পূর্ণ পৃথক বলে মনে করে।
  21. জাতীয়তাবাদ কে একটি ‘সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি’ বলে চিহ্নিত করেছেন কে?
    উত্তর: জাতীয়তাবাদকে একটি ‘সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি’ বলে চিহ্নিত করেছেন বার্ট্রান্ড রাসেল
  22. জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের একজন প্রবক্তার নাম উল্লেখ করো।
    উত্তর: জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের একজন প্রবক্তার নাম হল উড্রো উইলসন
  23. কি ধরনের জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়?
    উত্তর: উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়।
  24. জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
    উত্তর: ম্যাৎসিনিকে জাতীয়তাবাদের জনক বলা হয়।
  25. ‘জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার’- মতবাদটির প্রবক্তা কে?
    উত্তর: ‘জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার’- মতবাদটির প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল
  26. বিকৃত জাতীয়তাবাদের প্রবক্তা কে?
    উত্তর: বিকৃত জাতীয়তাবাদের প্রবক্তা হলেন হিটলার
  27. ‘কোনো জনসমাজকে তাদের নিজস্ব জাতীয় সরকার ব্যতিরেকে অন্য জাতির এর অধীনে থাকতে বাধ্য করা, কোন নারীকে, সে ঘৃণা করে এমন পুরুষকে বিবাহ করতে বাধ্য করার সমতুল্য’ -কার উক্তি?
    উত্তর: ‘কোনো জনসমাজকে তাদের নিজস্ব জাতীয় সরকার ব্যতিরেকে অন্য জাতির এর অধীনে থাকতে বাধ্য করা, কোন নারীকে, সে ঘৃণা করে এমন পুরুষকে বিবাহ করতে বাধ্য করার সমতুল্য’-  এই  উক্তিটি করেছেন রাসেল
  28. ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসের পশ্চাৎগতির লক্ষণ’-  কে বলেছেন?
    উত্তর: ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার ইতিহাসের পশ্চাৎগতির লক্ষণ’-  একথা বলেছেন লর্ড অ্যাক্টন
  29. ‘যথার্থ দেশপ্রেম জাতীয়তাবাদের আদর্শের মাধ্যমে মূর্ত হলে বিশ্বসভ্যতা এবং মানবতার পক্ষে তা আশীর্বাদস্বরূপ’- উক্তিটি কার?
    উত্তর: ‘যথার্থ দেশপ্রেম জাতীয়তাবাদের আদর্শের মাধ্যমে মূর্ত হলে বিশ্বসভ্যতা এবং মানবতার পক্ষে তা আশীর্বাদস্বরূপ’- অধ্যাপক হায়েস-এর উক্তি।
  30. ‘জাতীয়তাবাদ যদি নিয়ন্ত্রিত হয় তাহলে আর বিকৃত বা সংকীর্ণ হতে পারে না’- কে বলেছেন?
    উত্তর: অধ্যাপক বাকা‍র বলেছেন- ‘জাতীয়তাবাদ যদি নিয়ন্ত্রিত হয় তাহলে আর বিকৃত বা সংকীর্ণ হতে পারে না।’
  31. ‘হয় মানুষ যুদ্ধকে শেষ করবে, না হয় যুদ্ধই মানুষকে শেষ করবে’ কে বলেছেন?
    উত্তর: অধ্যাপক রাসেল বলেছেন,- ‘হয় মানুষ যুদ্ধকে শেষ করবে, না হয় যুদ্ধই মানুষকে শেষ করবে’।
  32. ‘শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প হল সম্মিলিত ধ্বংস’ কার উক্তি?
    উত্তর: ‘শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প হল সম্মিলিত ধ্বংস’-  উক্তিটি হল জহরলাল নেহেরু-র।
  33. ‘স্ত্রীলোকের নিকট মাতৃত্ব যেমন স্বাভাবিক,  পুরুষের নিকট যুদ্ধও তেমনি স্বাভাবিক’-  উক্তিটি কার?
    উত্তর: ‘স্ত্রীলোকের নিকট মাতৃত্ব যেমন স্বাভাবিক,  পুরুষের নিকট যুদ্ধও তেমনি স্বাভাবিক’-  উক্তিটি করেছেন মুসোলিনি
Comment

Class XI Political Science

Class XII Political Science

Class 12 Bangla Books Question& Answers