ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি
- কত খ্রিস্টাব্দে সারকারিয়া কমিশন গঠিত হয়?
উত্তর: ১৯৮৩ খ্রিস্টাব্দে সারকারিয়া কমিশন গঠিত হয়। - যুক্তরাষ্ট্রে কটি কক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা থাকে?
উত্তর: যুক্তরাষ্ট্রে ২টি কক্ষবিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা থাকে। - যুক্তরাষ্ট্রে কয় শ্রেণির সরকার থাকে?
উত্তর: যুক্তরাষ্ট্রে দুই শ্রেণির সরকার থাকে। - এককেন্দ্রিক শাসনব্যবথায় কোন সরকারের প্রাধান্য থাকে?
উত্তর: এককেন্দ্রিক শাসনব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে। - এককেন্দ্রিক শাসনব্যবস্থার কয়েকটি উদাহরণ দাও।
উত্তর: এককেন্দ্রিক শাসনব্যবস্থার কয়েকটি উদাহরণ হল ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি। - ভারতে মন্ত্রীসভার কার্যকলাপ কার উপর নির্ভর করে?
উত্তর: ভারতে মন্ত্রীসভার কার্যকলাপ আইনসভার উপর নির্ভর করে। - যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার অধিকারী কে?
উত্তর: যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার অধিকারী কেন্দ্র ও রাজ্য উভয়েই। - ভারতের সংবিধানে রাজ্য ও যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে?
উত্তর: ভারতের সংবিধানে রাজ্য ও যুগ্নতালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্যের হাতে দেওয়া হয়েছে। - ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত বিষয় বণ্টনের ক্ষেত্রে কটি তালিকা আছে?
উত্তর: ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত বিষয় বন্টনের ক্ষেত্রে তিনটি তালিকা আছে। - ভারতের সংবিধানে ‘শিক্ষা’ বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত?
উত্তর: ভারতের সংবিধানে ‘শিক্ষা’ বিষয়টি যুগ্নতালিকার অন্তর্ভুক্ত। - মন্ত্রীসভা পরিচালিত শাসনব্যবস্থায় মন্ত্ৰীসভাকে কার নিকট দায়ী থাকতে হয়?
উত্তর: মন্ত্রীসভা পরিচালিত শাসনব্যবস্থায় মন্ত্ৰীসভাকে আইনসভার কাছে দায়ী থাকতে হয়। - কবে ভারত প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়?
উত্তর: ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় - সাধারণতন্ত্রে প্রধান শাসক কীভাবে ক্ষমতা লাভ করেন?
উত্তর: সাধারণতন্ত্রে প্রধান শাসক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভ করেন। - ভারতবর্ষের শাসনব্যবস্থায় মন্ত্রীসভা তার কাজের জন্য কার কাছে দায়ী থাকেন ?
উত্তর: ভারতবর্ষের শাসনব্যবস্থায় মন্ত্রীসভা তার কাজের জন্য লোকসভার কাছে দায়ী থাকেন। - ভারতে কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। - ভারতীয় যুক্তরাষ্ট্রে কোন কোন তালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হয়েছে?
উত্তর: ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্নতালিকার মাধ্যমে ক্ষমতা বণ্টন করা হয়েছে। - ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা কার হাতে অর্পণ করা হয়েছে?
উত্তর: ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়েছে । - বহুজাতিক রাষ্ট্রে কীরূপ সরকার বেশি উপযোগী?
উত্তর: বহুজাতিক রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার বেশি উপযোগী। - এককেন্দ্রিক সরকারের একটি উদাহরণ দাও।
উত্তর: এককেন্দ্রিক সরকারের একটি প্রকৃত উদাহরণ হল ব্রিটেন। - ভারতবর্ষে কীরূপ শাসনব্যবস্থা বর্তমান?
উত্তর: ভারতবর্ষে আধা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা বর্তমান। - যুক্তরাষ্ট্রের সংবিধান সাধারণত কীরূপ হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রের সংবিধান সাধারণত লিখিত হয়। - সংসদীয় গণতন্ত্র বলতে কী বোঝায়?
উত্তর: সংসদীয় গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি শাসনব্যবস্থা যেখানে নির্বাচিত একটি আইনসভার নিকট দায়ী মন্ত্রিসভা আছে। - সংসদীয় শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: বিরোধী দলের উপস্থিতি হল সংসদীয় শাসনব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। - অ্যারিস্টটল সংখ্যাগত দিক থেকে সরকারকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর: অ্যারিস্টট্ল সংখ্যাগত দিক থেকে সরকারকে ৩টি ভাগে ভাগ করেছেন। - এককেন্দ্রিক সরকার বলতে কী বোঝ?
উত্তর: যখন কোনো শাসনব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে। - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কত নং ধারায় সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন বলা হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ৬ নং ধারায় সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন বলা হয়। - ‘The Politics and Government’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Politics and Government’ গ্রন্থের রচয়িতা অ্যারিস্টট্ল। - ‘Modern Politics and Government’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Modern Politics and Government’ গ্রন্থটির রচয়িতা অধ্যাপক অ্যালান বল। - মার্কিন যুক্তরাষ্ট্রে কটি অঙ্গরাজ্য আছে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য আছে। - দেশের প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সংবিধান আছে এমন একটি রাষ্ট্রের উল্লেখ করো।
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সংবিধান আছে। - কত নং ধারায় তালিকা বহির্ভূত অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে?
উত্তর: সংবিধানের ২৪৮ নং ধারায় তালিকা বহির্ভূত অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। - ভারতীয় শাসনব্যবথায় স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
উত্তর: ভারতীয় শাসনব্যবস্থায় রাজ্যপালগণ স্বেচ্ছাধীন ক্ষমতাপ্রয়োগ করতে পারেন।